Pages

A to Z of Arithmetic

 

 Arithmetic Course in Bengali @Re1/Day

যে কোন চাকরি পরীক্ষায় পাটিগণিত  থাকবেই। যারা অঙ্কে দুর্বল, এই বিষয় এড়িয়ে গিয়ে জেনারেল নলেজের দিকে ঝুঁকে পড়ে। জেনারেল নলেজ তো সমুদ্র । আর পাটিগণিত- এ ধরাবাঁধা কয়েকটা চ্যাপ্টার । কোনটা সুবিধা ?  

Arithmetic

A to Z of Arithmetic -- Arithmetic Course@Re1/Day


অনেকেই ভাবো যে তোমরা অঙ্কে প্রচন্ড কাঁচা। তোমাদের দ্বারা পাটিগণিত সম্ভব নয়। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার আছে, আমরা স্কুল লেভেলে যে ভাবে অঙ্ক শিখেছি, চাকরি পরীক্ষায়  সে ভাবে অঙ্ক করলে ভয় জাগা স্বাভাবিক অঙ্ক খুব মজাদার বিষয় যদি কম সময় অঙ্ক করার যে টেকনিক, সেগুলো সঠিকভাবে  আয়ত্ত করো মনেরেখো, যে অঙ্কে ভালো, সে কিন্তু যে কোন চাকরি পরিক্ষাই উতরে দেবার ক্ষমতা রাখে।  যদি সঠিক ভাবে এই বিষয়টা আয়ত্ত করো, 90% এর উপর নম্বর পাওয়াটা কোন সমস্যা হবে না। সঠিক গাইডেন্সে প্রথম থেকে সম্পূর্ণ পাটিগণিত শিখতে চাইলে এই কোর্স টা তোমার জন্য । কি কি পাবে এই কোর্সে সেটা দেখে নেওয়া যাক : 

1. পাটিগণিতের সমস্ত অধ্যায়

2. পরিমিতি( 2D )

3. অধ্যায় ভিত্তিক ক্লাস টেস্ট  

4. পি. ডি. এফ  

5. 365 Days Validity

6. Available on mobile and PC/ Laptop

 

* কোর্স ভ্যালিডিটি –1 বছর  

** কোর্সের মূল্য – 365 টাকা (Indian Rupee)

*** কোর্সের প্রশ্ন ও ভিডিওর ভাষা বাংলা


কোর্সটি কিভাবে নেবে জানতে নিচের ভিডিওটি দেখতে পারো। অথবা গুগল প্লে স্টোরে গিয়ে Bengaliman লিখে সার্চ করলেও পেয়ে যাবে। বা এই লিঙ্কে ক্লিক করেও ডাউনলোড করতে পারো 

App download link


কোর্সটি কিভাবে নেবে জানতে নিচের ভিডিওটি দেখতে পারো :




Post a Comment

0 Comments