Average Questions for PSC Clerkship (Pre) Examination ||
হ্যালো বন্ধুরা
নিচে গড় এর (Average) অংকের পিডিএফ দেওয়া হল । এটার সমাধান করে নাও তারপর নিচে দেওয়া ভিডিও লিংকে ক্লিক করে এর সম্পূর্ণ সমাধান দেখে তোমার প্রাপ্ত নম্বর মিলিয়ে নাও।

PSC Clerkship Exam -- Average
1. চার ভাইয়ের বয়সের গড় 12 বছর । যদি তাদের মায়ের বয়স যোগ করা হয় তবে সকলের গড় বয়স 5 বছর বৃদ্ধি পায়। মায়ের বয়স কত ? (1) 35(2) 36(3)37 (4)38
2. পাঁচ বছর আগে A,B,C ও D এর গড় বয়স ছিল 45 বছর । যদি E তাদের সঙ্গে যোগদান করেন তবে তাদের বয়সের গড় হয় 49 বছর। E এর বয়স কত ? (1)43 (2)44 (3)45 (4)54
3 17 টি সংখ্যার গড় 45 । এই সংখ্যাগুলির প্রথম 9 টি সংখ্যার
গড় 51 এবং শেষ 9 টি সংখ্যার গড় 36 হলে নবম সংখ্যাটি কত ? (1)14 (2)16 (3)18 (4)22
4. কোন ক্লাসে 36 জন ছাত্রের গড় বয়স 27 বছর ।যখন একজন ছাত্র ক্লাস ত্যাগ করে তখন গড় বয়স তিন মাস বৃদ্ধি পায়। যে ছাত্রটি ক্লাস ত্যাগ করে চলে গেল তার বয়স কত ছিলো ? (1)19 বছর 8 মাস (2) 15বছর 9 মাস (3) 18 বছর 3 মাস (4)20 বছর 1 মাস
5. 40 জন ছাত্রের গড় বয়স 15 বছর । 10 জন নতুন ছাত্র ভর্তি হলে গড় বয়স 0.5 বছর বেড়ে যায় । নতুন ছাত্র দের গড় বয়স কত ? (1)14 (2) 16.2 (3)15 (4) 17.5
6.15 জন ছাত্রের গড় ওজন 2 কেজি বৃদ্ধি পায় যখন 40 কেজি ওজনের একজন ছাত্রের বদলে অপর একজন নতুন ছাত্র আসে । নতুন ছাত্রের ওজন কত? (1)67 (2)70 (3)68 (4)69
7. কোন স্কুলে 10 জন শিক্ষকের মধ্যে যদি একজন শিক্ষক অবসর গ্রহণ করেন এবং তার বদলে 25 বছর বয়সী একজন শিক্ষক যোগদান করেন তবে শিক্ষকদের গড় বয়স তিন বছর কমে যায় । অবসর প্রাপ্ত শিক্ষকের বয়স কত ছিল ? (1)55 (2)58 (3)57 (4)60
8. একজন ব্যাটসম্যান কুড়ি তম ইনিংসে 100 রান করার ফলে তার গড় রান পূর্বের তুলনায় 2 বৃদ্ধি পেল । কুড়িটি ইনিংসে তার গড় রান কত ? (1) 60(2) 61(3)63 (4)62
9. কোন ব্যাটসম্যানের 40 টি ইনিংসে গড় রান 50 । তার সর্বোচ্চ ও সর্বনিম্ন রানের পার্থক্য 172 । যদি তার সর্বোচ্চ ও সর্বনিম্ন রান বাদ দেওয়া হয় , বাকি ইনিংস গুলোতে গড় রান হয় 48 । তার সর্বোচ্চ রান কত ছিল ? (1) 174(2)175 (3)176 (4)166
10. একজন ক্রিকেটার যার বোলিং গড় 12.4 , 26 রানে 5 উইকেট নেবার ফলে তার বোলিং গড় 0.4 কমে গেল । শেষ ইনিংস পর্যন্ত তার সংগৃহীত উইকেট কত ? (1) 84(2) 85(3)64 (4)70
11. 4 টি সংখ্যার মধ্যে প্রথম তিনটির গড় 15 এবং শেষ তিনটির গড় 16 । যদি শেষ সংখ্যাটি 19 হয় তবে প্রথম সংখ্যাটি কত ? (1) 16(2)18 (3)20 (4)22
12. 8 জন লোকের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 20 বছর বয়সের একজন এর পরিবর্তে অপর একজনকে নেওয়া হয়। নতুন ব্যক্তির বয়স কত ? (1) 30(2)32 (3)36 (4)34
13. কোন সপ্তাহে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত গড় উষ্ণতা 48 ডিগ্রি । মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত গড় উষ্ণতা 52 ডিগ্রি । যদি সোমবারে উষ্ণতা 42 ডিগ্রি হয় তবে শুক্রবারে কত উষ্ণতা ছিল ? (1) 58(2)53 (3)56 (4)50
14. একজন ব্যাটসম্যান 20 তম ইনিংসে 110 রান করায় তার ইনিংসে রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে। 20 তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে ? (1)43 (2)34 (3)63 (4)36
15. 7 টি সংখ্যার গড় 13 , একটি সংখ্যা বাদ দেওয়ায় গড় 0.5 বেড়ে যায় । কোন সংখ্যাটি বাদ দেয়া হয়েছিল ? (1)11 (2)12 (3)10 (4)9
16. পাঁচটি সংখ্যার গড় 50 । প্রতিটির সাথে 2 গুন করার পর নতুন সংখ্যাগুলোর গড় কত হবে ? (1) 51(2)100 (3)46 (4)48
17. 6 জন মহিলার একটি দলে 55 এবং 60 বছর বয়সের দুজন মহিলার পরিবর্তে দুজন মহিলা এলে সকলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় । নতুন দুজন মহিলার গড় বয়স কত ? (1) 61.5(2) 62.2(3) 63.5(4)67.2
18. তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির অর্ধেক ।সংখ্যা তিনটির গড় 56 হলে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত ?(1)46 (2)48 (3)15 (4)12
19.25 টি সংখ্যার গড় 13 । পরে দেখা গেল 73 এর বদলে ভুল করে 48 লেখা হয়েছে। আসল গড় কত ?
(1)12 (2)13 (3)14 (4)15
20. একটি ক্লাসে ছাত্রদের নম্বরের গড় 52 এবং ছাত্রীদের নম্বরের গড় 42 । ছাত্রছাত্রীদের মোট নম্বরের গড় 50 হলে ছাত্রের সংখ্যা কত ? (1) 75 %(2) 80 %(3)70% (4)82%
21. একজন ক্রিকেটারের 20 টি ইনিংসের গড় রান 32 । পরের ইনিংসে কত রান করলে তার রানের গড় 4 বাড়বে ?
(1) 114(2)115 (3)116 (4)118
22.12 টি সংখ্যার গড় 9 যদি প্রতিটি সংখ্যার সাথে 2 গুন করে 3 যোগ করা হয় তবে নতুন 12 টি সংখ্যার গড় কত হবে ? (1)21 (2)18 (3)22 (4)20
23. তিন বছর আগে কোন
পরিবারের 5 জন সদস্যের গড় বয়স ছিল 17 বছর ।একটি শিশু জন্মগ্রহণ করায় বর্তমানে
তাদের বয়সের গড় পূর্বের মতোই থাকে । শিশুটির বর্তমান বয়স কতো ? (1)1 (2)1.5 (3)2 (4)2.5
24 .39 জন ছাত্র ও একজন শিক্ষকের গড় বয়স 11 বছর। যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয় তবে গড় বয়স এক বছর কমে যায় । শিক্ষকের বয়স কত ? (1)48 (2)49 (3)50 (4)52
Average প্রশ্নের PDF লিঙ্ক :
You may also like to see :
Simplification (Pt-1) Questions asked in PSC Clerkship 2000-2007 : Click here
Simplification (Pt-1) Questions asked in PSC Clerkship 2000-2007 : Click here
PSC Clerkship এর Practice Set-1 পিডিএফ ডাউনলোড করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো :
PSC Clerkship এর Practice Set-2 পিডিএফ ডাউনলোড করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো :
PSC Clerkship এর Practice Set-3 পিডিএফ ডাউনলোড করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো :
Practice Set-3 PSC Clerkship (Pre) এ 2000-2007 এ আসা সরলীকরণ এর (Simplification Pt-3 ) অংকের Memory Based প্রশ্নের PDF লিঙ্ক :
Answers of Average Questions : (1)3 (2)3 (3)3 (4)3 (5)4
(6)2 (7)1 (8)4 (9)1 (10)2 (11)1 (12)3 (13)1 (14)2 (15)3 (16)2
(17) 3(18) 2(19)3 (20)2 (21)3 (22)1 (23)3 (24)3
(6)2 (7)1 (8)4 (9)1 (10)2 (11)1 (12)3 (13)1 (14)2 (15)3 (16)2
(17) 3(18) 2(19)3 (20)2 (21)3 (22)1 (23)3 (24)3
Average প্রশ্নের সমাধান এর Video লিঙ্ক :
0 Comments
Please do not enter any spam link in the comment box