Pages

PSC Clerkship (Pre) 2019 Math Practice Set 2


PSC Clerkship (Pre) Examination 2019 Math Practice 


Set - 2 in Bengali || পি এস সি ক্লার্কশিপ পরীক্ষার অঙ্কের 


প্রাকটিশ পেপার || PSC Clerkship Math in Bengali || 



হ্যালো বন্ধুরা

PSC Clerkship (Pre) 2019 এর সম্ভাব্য প্রশ্নের একটি সেট নিচে দেওয়া দেওয়া হল এর সমাধান আগে নিজেরা্ ১০ মিনিটের মধ্যে করো এবং উত্তর দেখে তোমার প্রাপ্ত নম্বর মিলিয়ে নাও এই প্রশ্ন গুলির সমাধান এর ভিডিও লিঙ্ক
নিচে দেওয়া হল চ্যাপ্টার অনুযায়ী ভিডিও পাবার জন্য আমার You Tube  চ্যানেল( www.youtube.com/bengaliman ) Subscribe করতে পারো


PSC Clerkship (Pre)2019 Math Practice Set - 2



1. তিনটি পাত্রে সিরাপ জলের অনুপাত যথাক্রমে 2:3, 3: 4 এবং 7 : 5 প্রথম পাত্রের 10 লিটার এবং দ্বিতীয় পাত্রের 21 লিটার মিশ্রণে সঙ্গে তৃতীয় পাত্রের কত লিটার মিশ্রিত করতে হবে যাতে করে  নতুন মিশ্রণে সিরাপ জলের অনুপাত 1:1 হয় ?(1)25 লিটার (2) 35 লিটার (3)20 লিটার (4)30 লিটার


2. A এবং B একটি ব্যবসা শুরু করে যেখানে A হলো অ্যাক্টিভ পার্টনার শুরুতে A, 4000 টাকা বিনিয়োগ করে এবং 8 মাস পর আরো 2000 টাকা ব্যবসায় বিনিয়োগ করে B শুরুতে 5000 টাকা ব্যবসায় বিনিয়োগ করে এবং 9 মাস পড় 2000 টাকা তুলে নেয় ব্যবসা দেখাশোনার জন্য A প্রতি মাসে 100 টাকা করে ভাতা (Allowance)পায় যদি বছরের শেষে মোট লভ্যাংশ 6700 টাকা হয় তবে B এর লভ্যাংশ কত টাকা ? (1)3250 টাকা (2)2700 টাকা (3)3350 টাকা (4)3450 টাকা

3. এক অসৎ ব্যবসায়ী 20 % ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনেও 15% কম দেয় ব্যবসায়ীশতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত ? (1) 5 15/17% ক্ষতি (2) 5 15/17%লাভ (3) 5% ক্ষতি (4) 5% লাভ

4. ব্লু এবং হলুদ রঙের তৈরি একটি ছবিতে  ব্লু এবং হলুদ রঙের অনুপাত 4 : 3 যদি ছবিটির উপরের অর্ধেক ব্লু এবং হলুদ রঙের অনুপাত 2 : 3 হয় তবে ছবিটির নিচে রং ব্যবহৃত ব্লু ও হলুদ রং এর অনুপাত কত হবে ?
(1)1:1 (2) 9:26 (3) 2:1 (4) 26:9


5. এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব 12 কিমি/ ঘন্টা গতিবেগে গিয়ে 9 কিমি/ ঘন্টা গতিবেগে ফিরে আসেন যদি যাতায়াতে তার মোট দু'ঘণ্টা কুড়ি মিনিট সময় লাগে তবে স্থানটির দূরত্ব কত ?(1) 35 কিমি (2) 12 কিমি (3)21 কিমি (4) 9 কিমি

6. এক ভদ্রলোক তার স্ত্রীর বর্তমান বয়সের অনুপাত 4 : 3 এবং চার বছর পর তাদের বয়সের অনুপাত হবে 9: 7  যদি বিয়ের সময় তাদের বয়সের অনুপাত 5 : 3 থাকে তবে কত বছর আগে তাদের বিয়ে হয়েছিল ?  (1)8 (2)9 (3) 10 (4) 12

7. 15
কিলোমিটার দূরত্বে থাকা দুজন ব্যক্তি A ও B যখন একে অপরের দিকে আসে তখন 30 মিনিট পর মিলিত হয় আর যখন তারা  একই দিকে রওনা দেয় তখন 2 ঘন্টা 30 মিনিট পর মিলিত হয় দ্রুততম ব্যক্তির গতিবেগ কত ? (1)15 কিমি/ ঘন্টা (2) 18 কিমি/ ঘন্টা (3)10 কিমি/ ঘন্টা (4)8 কিমি/ ঘন্টা

8. কোন এক ব্যাটসম্যানের 12 টি ইনিংসে গড়  রান  নির্দিষ্ট যদি 13 তম ইনিংসে তিনি 96 রান করেন তবে তার গড় রান 5 বৃদ্ধি পায় 13 তম ইনিংসের পর তার গড় রান কত হবে ?(1) 32(2)28 (3)42 (4)36

9. এক দোকানদার 150 টাকা কেজি দরে কিছু বস্তু ক্রয় করেন  কিন্তু 15% বস্তু নষ্ট হয়ে যায় বাকি বস্তু তিনি প্রতি কেজি কত টাকা দরে বিক্রি করবেন যাতে করে তার 20 % লাভ হয় ?
(1)  205  13/17টাকা(2) 207 13/17 টাকা (3) 209 13/17 টাকা (4) 211 13/17 টাকা

10. কোন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থ 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ?
(1)10% (2)8.5 % (3)9% (4)10.5%


PSC Clerkship (Pre) Examination 2019 Math Practice Set - 2

উত্তর :

(1) 4(2) 2(3) 1(4)4 (5) 2(6) 4(7) 2(8)4 (9) 4(10)1

প্রশ্ন ডাউনলোড করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো :




প্রশ্নের সমাধানের জন্য নিচের লিঙ্কে ক্লিক করো :  





Post a Comment

0 Comments