PSC Clerkship (Pre) Examination 2019 Math Practice
Set - 2 in Bengali || পি এস সি ক্লার্কশিপ পরীক্ষার অঙ্কের
প্রাকটিশ পেপার || PSC Clerkship
Math in Bengali ||
হ্যালো বন্ধুরা
PSC
Clerkship (Pre) 2019 এর সম্ভাব্য প্রশ্নের একটি সেট নিচে দেওয়া দেওয়া হল । এর সমাধান আগে নিজেরা্ ১০ মিনিটের মধ্যে করো এবং উত্তর দেখে তোমার প্রাপ্ত নম্বর মিলিয়ে নাও। এই প্রশ্ন গুলির সমাধান এর ভিডিও লিঙ্ক
নিচে দেওয়া হল । চ্যাপ্টার অনুযায়ী ভিডিও পাবার জন্য আমার You Tube চ্যানেল( www.youtube.com/bengaliman )
Subscribe করতে পারো ।
PSC Clerkship
(Pre)2019 Math Practice Set - 2
1. তিনটি পাত্রে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে 2:3, 3: 4 এবং 7 : 5 । প্রথম পাত্রের 10 লিটার এবং দ্বিতীয় পাত্রের 21 লিটার মিশ্রণে সঙ্গে তৃতীয় পাত্রের কত লিটার মিশ্রিত করতে হবে যাতে করে নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 1:1 হয় ?(1)25 লিটার (2) 35 লিটার (3)20 লিটার (4)30 লিটার
2. A এবং B একটি ব্যবসা শুরু করে যেখানে A হলো অ্যাক্টিভ পার্টনার । শুরুতে A, 4000 টাকা বিনিয়োগ করে এবং 8 মাস পর আরো 2000 টাকা ব্যবসায় বিনিয়োগ করে ।B শুরুতে 5000 টাকা ব্যবসায় বিনিয়োগ করে এবং 9 মাস পড় 2000 টাকা তুলে নেয় । ব্যবসা দেখাশোনার জন্য A প্রতি মাসে 100 টাকা করে ভাতা (Allowance)পায় । যদি বছরের শেষে মোট লভ্যাংশ 6700 টাকা হয় তবে B এর লভ্যাংশ কত টাকা ? (1)3250 টাকা (2)2700 টাকা (3)3350 টাকা (4)3450 টাকা
3. এক অসৎ ব্যবসায়ী 20 % ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনেও 15% কম দেয়। ব্যবসায়ীর শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত ? (1) 5 15/17% ক্ষতি (2) 5 15/17%লাভ (3) 5% ক্ষতি (4) 5% লাভ
4. ব্লু এবং হলুদ রঙের তৈরি একটি ছবিতে ব্লু এবং হলুদ রঙের অনুপাত 4 : 3 । যদি ছবিটির উপরের অর্ধেক এ ব্লু এবং হলুদ রঙের অনুপাত 2 : 3 হয় তবে ছবিটির নিচের রং এ ব্যবহৃত ব্লু ও হলুদ রং এর অনুপাত কত হবে ?
(1)1:1 (2) 9:26 (3) 2:1 (4) 26:9
5. এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব 12 কিমি/ ঘন্টা গতিবেগে গিয়ে 9 কিমি/ ঘন্টা গতিবেগে ফিরে আসেন । যদি যাতায়াতে তার মোট দু'ঘণ্টা কুড়ি মিনিট সময় লাগে তবে স্থানটির দূরত্ব কত ?(1) 35 কিমি (2) 12 কিমি (3)21 কিমি (4) 9 কিমি
6. এক ভদ্রলোক ও তার স্ত্রীর বর্তমান বয়সের অনুপাত 4 : 3 এবং চার বছর পর তাদের বয়সের অনুপাত হবে 9: 7 । যদি বিয়ের সময় তাদের বয়সের অনুপাত 5 : 3 থাকে তবে কত বছর আগে তাদের বিয়ে হয়েছিল ? (1)8 (2)9 (3) 10 (4) 12
7. 15 কিলোমিটার দূরত্বে থাকা দুজন ব্যক্তি A ও B যখন একে অপরের দিকে আসে তখন 30 মিনিট পর মিলিত হয় আর যখন তারা একই দিকে রওনা দেয় তখন 2 ঘন্টা 30 মিনিট পর মিলিত হয় । দ্রুততম ব্যক্তির গতিবেগ কত ? (1)15 কিমি/ ঘন্টা (2) 18 কিমি/ ঘন্টা (3)10 কিমি/ ঘন্টা (4)8 কিমি/ ঘন্টা
8. কোন এক ব্যাটসম্যানের 12 টি ইনিংসে গড়
রান নির্দিষ্ট । যদি 13 তম ইনিংসে তিনি 96 রান করেন তবে তার গড় রান 5 বৃদ্ধি পায় ।13 তম ইনিংসের পর তার গড় রান কত হবে ?(1) 32(2)28 (3)42 (4)36
9. এক দোকানদার 150 টাকা কেজি দরে কিছু বস্তু ক্রয় করেন কিন্তু 15% বস্তু নষ্ট হয়ে যায় বাকি বস্তু তিনি প্রতি কেজি কত টাকা দরে বিক্রি করবেন যাতে করে তার 20 % লাভ হয় ?
9. এক দোকানদার 150 টাকা কেজি দরে কিছু বস্তু ক্রয় করেন কিন্তু 15% বস্তু নষ্ট হয়ে যায় বাকি বস্তু তিনি প্রতি কেজি কত টাকা দরে বিক্রি করবেন যাতে করে তার 20 % লাভ হয় ?
(1) 205 13/17টাকা(2) 207 13/17 টাকা (3) 209 13/17 টাকা (4) 211 13/17 টাকা
10. কোন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য স্থির রেখে
প্রস্থ 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ?
(1)10% (2)8.5 % (3)9% (4)10.5%
PSC Clerkship (Pre) Examination 2019 Math Practice Set - 2
উত্তর :
(1) 4(2) 2(3) 1(4)4 (5) 2(6) 4(7) 2(8)4 (9) 4(10)1
প্রশ্ন ডাউনলোড করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো :
প্রশ্নের সমাধানের জন্য নিচের লিঙ্কে ক্লিক করো :
0 Comments
Please do not enter any spam link in the comment box