Pages

About

যারা নিজেদেরকে সরকারী  পরীক্ষার জন্য প্রস্তুত করার সময় সামান্য Guidance এর অভাব বোধ করছ অথবা ভাবছ কোন কোচিং সেন্টার এর সাহায্য পেলে ভালো হত , কিন্তু আর্থিক স্বছলতার অভাব বোধ করার জন্য পড়াশোনা ছেড়ে অন্য কিছুর মধ্যে নিজেকে নিয়োজিত করতে চাইছ ........তাদেরকে বলি,নিজেকে সময় দাও, যতটা সম্ভব শুধু একবার ভাবো সেই দুজনের কথা যারা সারাটা জীবন কষ্ট করে গেলো শুধু তোমাদের মুখ চেয়ে । সন্তান একদিন মাথা তুলে দাঁড়াবে , মুখ উজ্জ্বল করবে……. মা বাবার এই সামান্য দাবী মেটাবার ক্ষমতা যে তোমার মধ্যে আছে, সেটাকে মেলে ধর।পারতেই হবে । এই অদম্য জেদ সুধু নিজের মধ্যে বাড়িয়ে তোল   আমরা পাশে আছি ।  সাথে আছি। তোমাদের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ।এগিয়ে চলো ।সাফল্য তোমাদেরকে স্বাগত জানাবার জন্য প্রস্তুত ….

Post a Comment

0 Comments