PSC Clerkship (Pre) Examination 2019 Math Practice Set - 1 in
Bengali || পি এস সি
ক্লার্কশিপ পরীক্ষার অঙ্কের প্রাকটিশ পেপার || PSC Clerkship Math in
Bengali ||
হ্যালো বন্ধুরা
PSC
Clerkship (Pre) 2019 এর সম্ভাব্য প্রশ্নের একটি সেট নিচে দেওয়া দেওয়া হল । এর
সমাধান আগে নিজেরা্ ১০ মিনিটের মধ্যে করো এবং উত্তর দেখে তোমার প্রাপ্ত নম্বর
মিলিয়ে নাও। এই প্রশ্ন গুলির সমাধান এর ভিডিও লিঙ্ক
নিচে দেওয়া হল । চ্যাপ্টার অনুযায়ী ভিডিও পাবার জন্য আমার You Tube চ্যানেল( www.youtube.com/bengaliman ) Subscribe করতে পারো ।
নিচে দেওয়া হল । চ্যাপ্টার অনুযায়ী ভিডিও পাবার জন্য আমার You Tube চ্যানেল( www.youtube.com/bengaliman ) Subscribe করতে পারো ।
PSC Clerkship (Pre)2019 Math Practice Set
1. আয়তাকার একটি বাগানের দৈর্ঘ্য 8 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় 32 বর্গমিটার । বাগানের প্রস্থ কত ? (1) 5
মিটার (2) 4 মিটার (3)3 মিটার
(4)7 মিটার
2. একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য 24 সেমি এবং এক বাহুর দৈর্ঘ্য 20 সেমি ।রম্বসের ক্ষেত্রফল কত ? (1) 348 বর্গসেমি
(2) 384 বর্গসেমি (3)438 বর্গসেমি (4)483
বর্গসেমি
3. রাম বাবু তার সম্পত্তির 3/5 অংশ স্ত্রীকে এবং অবশিষ্ট অংশ পুত্রদের মধ্যে সমান ভাগ করে দেওয়ায় দেখা গেল স্ত্রীর অংশ ,প্রত্যেক পুত্রের অংশের 3 গুণ হয়েছে । পুত্রদের সংখ্যা কত ? (1)2 (2)3 (3) 4(4)5
4. কোন আসলের 5 % হারে দু'বছরের জন্য সাধারণ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এর পার্থক্য হলো 12 টাকা ।আসল কত ?(1)5000 (2)4200 (3)4800 (4)5200
5. একটি ক্রিকেট খেলায় C ছয় রান বেশি করলে A, B ও C এর রানের অনুপাত হয় 7:10:9 । যদি তিনজনের প্রকৃত রানের গড় 102 হয় তবে B কত রান করেছিল? (1)84
(2)108(3)102 (4)120
6. শ্যামলবাবু প্রতি সপ্তাহে 650 টাকা আয় করেন এবং প্রতি চতুর্থ সপ্তাহে 200 টাকা গরিবদের দান করেন। বছরের শেষে শ্যামলবাবুর কাছে কত টাকা থাকবে ? (1)30000 টাকা (2) 31000 টাকা (3)31200 টাকা(4)31400 টাকা
7. সুবির একটি নৌকা করে স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 6 ঘণ্টায় অতিক্রম করে ।যদি স্রোতের বেগ 2 কিমি/
ঘণ্টা হয় তবে স্থির জলে নৌকার বেগ কত ?
(1) 5 কিমি/ ঘণ্টা (2)6 কিমি/ ঘণ্টা (3) 10 কিমি/ ঘণ্টা (4)12 কিমি/ ঘণ্টা
8. কোন ক্ষুদ্রতম সংখ্যা 29 দ্বারা বিভাজ্য কিন্তু 6,10,15 ও 16 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে? (1)245 (2)725 (3)145 (4)675
9. রাম ও রহিমের বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:3 । রহিমের বর্তমান বয়স নির্ণয় করো ।
(1) 30(2) 35(3)25 (4)15
10. A ও B দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 25 ও 30 মিনিটে জলপূর্ণ করা যায় ।একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে A নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 15 মিনিটে জলপূর্ণ হবে ? (1)11 মিনিট (2)12 মিনিট (3)12.5 মিনিট (4)13 মিনিট
11. সুদের হার 5% বৃদ্ধি পাওয়ায় কোন টাকার 5 বছরের সরল সুদ 600 টাকা বৃদ্ধি পায়। আসল কত ? (1) 2000 টাকা (2)2200 টাকা (3)2400 টাকা (4)2600 টাকা
12. 6625*6 পূর্ণবর্গ সংখ্যা হলে ,*
চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে ?
(1)5 (2)9 (3) 6 (4) 4
PSC Clerkship (Pre) Examination 2019 Math Practice Set - 1
উত্তর :
(1)2 (2)2 (3)1 (4)3 (5)4 (6)3 (7)3 (8)2 (9)3 (10)3
(11)4 (12)2
3 Comments
Osome
ReplyDeleteWrong ans
ReplyDeletesolloution r pdf dile khub valo hoto
ReplyDeletePlease do not enter any spam link in the comment box