October 2019 Current Affairs
| Current Affairs in Bengali + English | অক্টোবর ২০১৯ কারেন্ট
অ্যাফেয়ার্স ।
October 2019 Current Affairs
বর্তমান সময়ে প্রতিটি চাকরির পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স খুব গুরুত্বপূর্ণ এবং আবশ্যিক ।তাই আজ আমরা অক্টোবর 2019 এর কারেন্ট অ্যাফেয়ার্স (October 2019 Current Affairs) তোমাদের সঙ্গে শেয়ার করছি । এই দ্বিভাষিক কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা ও ইংরেজি দুটো ভাষাতেই তোমরা পাবে ।এর ফলে বাংলা ও ইংরেজি মাধ্যম সব ক্ষেত্রেই তোমরা উপকার পাবে আশা করব । নিচে দেওয়া লিঙ্ক থেকে বিনামূল্যে পিডিএফ ডাউনলোড করে নাও ।
Sports
1. Alyssa Healy of Australia
creates world record becoming highest
scorer in women’s T20I during a match against Sri Lanka (Alyssa Healy , T20I ক্রিকেটে মহিলা ক্রিকেটার হিসাবে ব্যক্তিগত সর্বচ্চ রানের রেকর্ড করলেন )
2. 11th edition
of the World Women’s Boxing Championship begin in Russia
( ১১ তম বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপ রাশিয়ায় শুরু হল )
3. Virat Kohli (India) topped in the ICC Men’s
ODI batting ranking as on October 3, 2019
(ICC র বিচারে ২০১৯ সালে পুরুষদের ব্যাটিং এ শীর্ষ স্থান দখল করেছেন Virat Kohli (India)
4. India’s first floating basketball court opened in Mumbai, Maharashtra (ভারতবর্ষে Mumbai তে প্রথম ভাসমান বাস্কেটবল কোর্ট স্থাপিত হল )
5. Harmanpreet Kaur became the first Indian cricketer to
play 100 Twenty20 Internationals (T20Is) (Harmanpreet Kaur প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি
১০০ টি T20I খেলার কৃতিত্ব অর্জন করলেন )
6. Rohit Sharma has hit the most
number of sixes in a single test
(Rohit Sharma একটি টেস্ট ম্যাচে সর্বাধিক সংখ্যক ৬ মারার রেকর্ড
স্থাপন করলেন )
7. 17th Edition of the IAAF World Athletics Championships for 2019 held in Doha, Qatar
(১৭ তম IAAF World Athletics Championships ,
2019 দোহায় অনুষ্ঠিত হল)
8. Mohammad Hasnain has become the youngest
player to take a T20I hat-trick (সম্প্রতি সর্বকনিষ্ঠ ক্রিকেটার Mohammad Hasnain T20I এ হ্যাট্রিক
করলেন )
9. Avinash Sable was qualified for Tokyo Olympics. (অবিনাশ সেবল টোকিও অলিম্পিক এর জন্য যোগ্যতা অর্জন করেছেন। তিনি Men’s 3000m steeplechase খেলার সঙ্গে যুক্ত )
10. Mithali Raj became the first woman cricketer to complete 20 years in ODI (একদিবসীয় ক্রিকেটে ২০ বছর পূর্ণ করা প্রথম মহিলা ক্রিকেটারের নাম মিথালি রাজ
)
11. Dutee Chand smashed her own national
record in the women’s 100 m semifinals at the 59th National Open
Athletics Championship in Ranchi (রাঁচিতে আয়োজিত জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে Dutee Chand নিজের গড়া 100 মিটার দৌড়ের রেকর্ড ভাঙলেন)
12. Eliud Kipchoge became the first person to run a
marathon in under 2 hours ((২ ঘণ্টার কম সময়ে বিশ্বে
প্রথম ম্যারাথন দৌড় শেষ করে Eliud Kipchoge)
13. M C Mary Kom signs off with bronze in World Women's Boxing Championships (মহিলা বক্সিং চাম্পিয়নশিপ 51 কেজি বিভাগে ব্রোঞ্জ মেডেল পেলেন M C Mary Kom)
14. Virat Kohli became the first Indian captain to score 250 plus in a single
Test inning (একটি টেস্ট ম্যাচের ইনিংসে Virat Kohli ভারতীয় হিসাবে প্রথম 250 এর অতিরিক্ত রান করেছেন )
15. India won the
SAFF U-15 Women’s Championships 2019 ( 2019 সালে আন্ডার ফিফটিন মহিলা চ্যাম্পিয়নশিপ জয়ী ভারত )
16. Zimbabwe and Nepal were readmitted as members of International Cricket Council
(ICC) recently ( আইসিসি সম্প্রতি Zimbabwe ও Nepal দুটি দেশকে আবার তার সদস্য দেশ হিসেবে অন্তর্ভুক্ত করেছে )
17. Pat Cummins (Australia) topped the ICC Test bowling ranking 2019 ( আইসিসি টেস্ট বোলিং রেংকিং 2019 এ শীর্ষে আছেন Pat Cummins (Australia).
18. Yashasvi Jaiswal became the youngest
batsman in the world who score a double century in List A cricket ( বিশ্বে কনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে List A ক্রিকেটে দ্বিশত রান করেছে Yashasvi Jaiswal )
19. Papua New
Guinea qualifies
for the first time in ICC Men’s T20 World Cup tournament 2020 ( ICC Men’s T20 World Cup tournament
2020 এ Papua New
Guinea এই প্রথম যোগ্যতা অর্জন করল )
20. South Africa will host
the 13th edition of ICC U19 Cricket World Cup 2020 (
ICC U19 Cricket World Cup 2020 South Africa তে হবে )
21. Karnataka clinched
the 18th season of Vijay Hazare Trophy 2019-20 ?( 2019-20 মরশুমে 18
তম বিজয় হাজারে ট্রফি জেতা দলের নাম কর্ণাটক )
22. China has
received FIFA permission to host the inaugural edition of expanded 24 team Club
World Cup in 2021 (
ফিফা , 24 টি দেশের ক্লাব ফুটবল বিশ্বকাপ 2021 এর উদ্বোধনী অনুষ্ঠান করার অনুমোদন চিনকে দিয়েছে)
23. Bengal Warriors won the 7th
season of 2019 Vivo Pro Kabaddi League (PKL) ( 2019 সালের প্রো কবাডি লিগ এর বিজেতা Bengal
Warriors )
Appointments
1. Goodwill ambassador for indigenous people by UNESCO
( Indigenous people দের
জন্য
goodwill ambassador ) : Yalitza Aparicio (Mexican actress)
2. India's next High Commissioner to
Australia (অস্ট্রেলিয়ায় নিযুক্ত ভারতের পরবর্তী হাইকমিশনার) : Anumula Gitesh Sarma
3.
President of Indonesia (ইন্দোনেশিয়ার বর্তমান রাষ্ট্রপতি) :Joko Widodo
4. The first Lieutenant (Lt) Governor of J&K ( জম্মু এন্ড কাশ্মীর এর প্রথম লেফটেন্যান্ট গভর্নর): Girish
Chandra Murmu
First Lieutenant (Lt) Governor of Ladakh – Radha Krishna
Mathur
5.
11th C.M of Haryana (হরিয়ানার 11 তম মুখ্যমন্ত্রী ) : Manohar Lal Khattar
6. President of Argentina ( আর্জেন্টিনার বর্তমান রাষ্ট্রপতি ) : Alberto Angel Fernandez
7.
The brand ambassador of “Bharat Ki Laxmi” movement ( ভারত কি লক্সমি আন্দোলনের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসাডার): Deepika Padukone and PV Sindhu
8.
39 th President of the BCCI (বিসিসিআইয়ের
39 তম প্রেসিডেন্ট ) : Sourav Ganguly
9.
CEO of the Unique Identification Authority of India (UIDAI) ( UIDAI
এর CEO): Pankaj Kumar
10.
47th Chief Justice of India ( সুপ্রিম কোর্টের 47 তম প্রধান বিচারক ):
Sharad Arvind Bobde
Awards
1.
The
railway station topped the Railway Cleanliness Survey 2019 : Rajasthan
(রেল মন্ত্রক এর তথ্য অনুযায়ী এই ষ্টেশন ২০১৯ সালের পরিচ্ছন্নতা পুরস্কার পেল )
2. 2019 Swachchta Ambassador award (২০১৯ সালের স্বচ্ছতা দূত পুরষ্কার প্রাপক): Sachin Tendulkar
3. 15th International
Children’s Peace Prize for 2019 (১৫ তম আন্তর্জাতিক শিশু
শান্তি পুরস্কার ২০১৯ ) Greta Thunberg and Divina Maloum
4. People’s Choice Award 2019 at My
Rode Reel Film Competition 2019 (My Rode Reel Film Competition 2019 এর People’s
Choice Award 2019 ) : Spirit
of Kerala
5. The highest Civilian Honour
of Comoros The
Order of the Green Crescent (Comoros এর সর্বোচ্চ অসামরিক পুরস্কার The Order of the Green
Crescent ) : Vice-President M Venkaiah
Naidu
6. 2019 Booker
Prize (2019 সালে বুকার পুরস্কার) : Margaret Atwood and
Bernardine Evaristo
7. European Golden Shoe award for the year 2018-19 ( 2018-19 এর ইউরোপীয় গোল্ডেন শু পুরস্কার ): Lionel
Messi
8. Vogue award for Sportsperson of the Year 2019( ভগ স্পোর্টস পারসন অব দ্য ইয়ার 2019): Dutee Chand
9. Indian Women Crickter who won the 7th
edition of Wisden India Almanack Cricketer of the Year 2019 award ( এল্মানাক ক্রিকেটার অফ দা ইয়ার 2019 পুরস্কার কোন ভারতীয় মহিলা ক্রিকেটার পেয়েছেন ) : Smriti Mandhana
10.
European Parliament’s Sakharov Prize 2019 ( শাখারভ পুরস্কার 2019):
Ilham Tohti
11. Golden
Dragon Award at Cardiff International Film Festival 2019 (Cardiff International Film Festival 2019 এ গোল্ডেন ড্রাগন পুরস্কার :
Nawazuddin Siddiqui.
Persons In News
1. Hazzaa Ali Almansoori : UAE র প্রথম মহাকাশ অভিযাত্রী
2. Asha Bhosle : ইংল্যান্ডের Salford
University সম্প্রতি সান্মানিক ডক্টরেট উপাধিতে ভূষিত
করলো
3.
Rashida
Tlaib : সম্প্রতি 2020সালের মুসলিম মহিলা বা মুসলিম ওম্যান অফ দ্য ইয়ার 2020 হিসেবে ঘোষণা করা হয়েছে
4. Mukesh Ambani : ফোবর্ষের ২০১৯ সালের বিত্তশালী ভারতীয়দের মধ্যে মুকেশ আম্বানি প্রথম স্থানে আছেন ।এই নিয়ে তিনি
টানা কতবার এই স্থান অর্জন করলেন )
5. Ronaldo Singh :
রোনাল্ড সিং Cycling খেলার সঙ্গে যুক্ত
6. Serena Williams : Forbes এর বিচারে 2019 সালে মহিলা ক্রীড়াবিদ সবচেয়ে বেশি অর্থ উপার্জন করেছেন
7. Christina Koch and Jessica
Meir : International Space Station এর বাইরে হাটা প্রথম মহিলা নভশ্চর
8. Bill Gates : 2019 সালে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা পেয়েছেন )
9. Nirmal Purja : সাত মাসে পৃথিবীর চৌদ্দটি সর্বোচ্চ শিখরে অতি অল্প সময়ে আরোহণ করার কৃতিত্ব অর্জন করল
Places in
news
1. Palestine : গান্ধীজীর ১৫০ তম জন্মদিবসের প্রাক্কালে ১৫০ টাকার স্মারক স্ট্যাম্প প্রকাশ করলো
2. Noida (UP) :ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি ভারতের বৃহত্তম চরকা প্রবর্তিত হল
3. Manipur
: National
Sports University স্থাপিত হবে )
4. Peddapalli
district of Telangana : ২০১৯ সালের গ্রামীণ স্বচ্ছতা নিরীক্ষার বিচারে প্রথম স্থান লাভ করেছে .
5. Mathura (UP) : দেশের প্রথম প্লাস্টিক থেকে ডিসেল রূপান্তরের প্ল্যান্ট চালু হল
6. Goa : International
Film Festival of India (IFFI) এর স্বর্ণ জয়ন্তী অনুষ্ঠিত হবে
7. Singapore : ডায়াবেটিসের বৃদ্ধি রুখতে প্রথম শর্করা সমৃদ্ধ পানীয়ের বিজ্ঞাপন এর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে
8.
Chhattisgarh : ভারতের প্রথম গার্বেজ ক্যাফে তৈরি হলো
9. Copenhagen,
Denmark : সপ্তম সি 40 ওয়ার্ল্ড মেয়রস সাম্মিট ২০১৯
10. Tokyo : ভারত প্রথম অলিম্পিক আতিথেয়তা আবাস তৈরি করবে
11. Ladakh : কর্নেল চেওয়াং রিঞ্চেন সেতু উদ্বোধন হলো
12. Baku, Azerbaijan : 18 তম NAM শিখর সম্মেলন অনুষ্ঠিত হলো
13. Miami,
Florida : 46 তম অর্থনৈতিক সম্মেলন 2019 অনুষ্ঠিত হবে)
14. Jogighopa, Assam : ভারতের প্রথম আন্তর্জাতিক
multi-model hub তৈরি হবে
15. Kekegawa, Japan : ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শ্রী সত্য সাই সনাতন সংস্কৃতি প্রজেক্ট এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন
Books
1.
India and the Netherlands – Past, Present and
Future : Venu Rajamony
2. The Tech Whisperer : Jaspreet Bindra
3. Mind Master : Winning Lessons from a champion’s life : Vishwanathan
Anand
4. Bridgital Nation : Shri N Chandrasekaran and Ms. Roopa Purushottam
5. Dewas Ki
Sanskritik Parampara : Jeevan
Singh Thakur
6. Cricket Country : The Untold History of the
First All India Team: Prashant Kidambi
7.
The true Meaning of Yoga : Atman in Ravi
8.
The Unquiet river : A biography of the Brahmaputra : Arupjyoti Saikia
9
. Suncatcher : Romesh Gunesekara
10 . Phoenix : Nabaneeta Dev Sen
The book has been translated and released in English with the
title “The Parrot Green Saree”.
Schemes
1. Street Light National Programme (SLNP) : India has achieved one-crore LED (Light Emitting
Diode) street light installation (ভারতে ১ কোটি LED street light স্থাপন করা হয়েছে )
2. Mo Sarkar : Odisha (উন্নত শাসন ব্যবস্থার লক্ষে , সরকারী আধিকারিকদের পেশাদারি ও আচরণ সংক্রান্ত প্রতিক্রিয়া পাবার জন্য ওড়িশা সরকার এই কার্যক্রম চালু করেছে )
3. URJAGIRI : Uttarakhand (বিদ্যুৎ চুরি রুখতে একটি প্রচার অভিযান )
4. YSR Rythu Bharosa scheme : Andhra Pradesh
5. YSR Vahan Mitra scheme : Andhra Pradesh
6. ANGIKAAR campaign : Tripura
7. SUMAN
: Union Health Ministry
Surakshit
Matritva Aashwasan (SUMAN)
8.
Farishte Dilli Ke’ : Delhi
9.
Free-ride scheme : Delhi.
10.
Mukhya Mantri Kanya Sumangala Yojana :
Uttar Pradesh
11.
ABADHA scheme (Augmentation of Basic Amenities and Development of Heritage and
Architecture (ABADHA) scheme) .: Odisha's.
12.
Mission Indradhanush 2.0 : Union Health Ministry will carry out a massive
immunization program in the areas that are identified as low immunization
pockets
13.
Van Dhan Internship Program: The program will help the tribal population
to become self-reliant and entrepreneurs. Union Minister of Tribal
Affairs
Obituaries
1. Jessye
Norman : (4 টি গ্র্যামি পুরষ্কার প্রাপক . তিনি Singer ছিলেন )
2. Ginger Baker : (সম্প্রতি জিঞ্জার বেকার প্রয়াত হলেন ।
তিনি বিখ্যাত Drummer ছিলেন ) .
3. Kadri
Gopalnath : He was associated with musical instrument Saxophone
4. Dadu Chougule : He was associated with Wrestling
5. V. Nanammal :The India’s oldest Yoga teacher( ভারতের বয়স্ক যোগ গুরু )
6. Sadako Ogata: The first woman, first Japanese person and the first
female UN High Commissioner for Refugees (UNHCR), who passed away recently ( প্রথম মহিলা ইউএন হাইকমিশনার ফর রিফিউজি)
Theme
1. International
Day of Older Persons 2019 ((২০১৯ সালের আন্তর্জাতিক বয়স্ক দিবস)
“The Journey to Age Equality”
2. International
Teachers Day 2019 (আন্তর্জাতিক শিক্ষক দিবস ২০১৯ )
Young Teachers:
The Future of the Profession.
3. United Nations Day 2019 : Our
Planet. Our Future.
Index/Rank
1. 2019
Global Competitiveness Index 4.0 (২০১৯ এর গ্লোবাল কমপিটিটিভনেস ইন্ডেক্স ৪.০ ): Singapore
topped the list (India was ranked 68th)
2. The county topped the latest ICC
women’s ODI rankings (আইসিসি মহিলা একদিবসীয় ক্রিকেট রেঙ্কিং): Australia topped the list ( India ranked 2nd )
3. The 12th richest city in
the world (বিশ্বের ধনীতম শহর গুলির মধ্যে 12 তম স্থান অর্জন করেছে): Mumbai ( New York City
(NYC) topped the list)
4. India’s rank in 2019 Global Hunger Index (GHI)
( 2019 এ বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থান): 102
5. The state ranked as the most innovative state in India as per
NITI Aayog’s India Innovation Index (III) 2019 ( নীতি আয়োগ 2019 সালে কোন রাজ্যকে সবচেয়ে উদ্ভাবনমূলক রাজ্য হিসেবে বিবেচিত করেছে ): Karnataka
6. World
Intellectual Property Indicators 2019 : China ranked 1st in the
list( India ranked 7 )
7.
Global Health Security Index 2019 ( 2019 এর গ্লোবাল হেলথ
সিকিউরিটি সূচ)
: United States
topped the list (India 57th out of 195 countries)
8.
17th edition of World Bank’s ‘Doing Business 2020” ?(
বিশ্ব ব্যাঙ্কের Doing
Business 2020 ) :
New Zealand
topped the list( India 63)
9.
FIFA ranking ( ফিফা রাঙ্কিং) : Belgium topped the list (India
106 )
Exercise
1. KAZIND-2019 : India and Kazakhstan
2. ‘Ekuverin’ : India and Maldives
3. “Dharma Guardian 2019” : India and Japan
4. ‘Vajra Prahar’ :
India and the US (United States)
5.
Coordinated Patrol (CORPAT) : India and Bangladesh
Navy
6.
IMNEX-19
: India and Myanmar
7. Shinyuu Maitri : India and
Japan
8. Ex Shakti – 2019 : India and France
Important Days
1. World Post Day (বিশ্ব ডাকঘর দিবস): October 9
2. International Day of the Girl Child is observed (আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস ) 11 October
3. World Student’s Day : 15 October
4. World
Statistics day: 20 October
India celebrates its statistics day on 29 June
every year
5. UN Day : October 24
6. National
Unity day (also known as Rashtriya Ekta Diwas) : October 31.
Misc
1. Route of India’s first private train ‘Tejas Express’ (ভারতের প্রথম প্রাইভেট ট্রেন ‘ তেজস এক্সপ্রেস ‘ এর যাত্রাপথ): Lucknow-New Delhi
2. Route of the second Vande Bharat Express train, India’s fastest train (ভারতের দ্রুততম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রাপথ): Delhi and Katra
3. 39th World Congress of Poets (WCP) inaugurated (৩৯ তম ওয়ার্ল্ড কংগ্রেস অফ পোয়েটস শুরু হল ) : Bhubaneswar, Odisha.
4. The Country recently
allowed women to serve in the armed forces
(কোন দেশ সম্প্রতি মহিলাদের সশস্ত্র বাহিনীতে যোগদানের অনুমতি দিয়েছে )
Saudi Arabia.
5.
The most polluted city in India( ভারতের সবচেয়ে দূষিত শহর ): Loni, U.P
6.
The country has recently permitted Indian and Chinese tourists or businessman
to visit its country without visa ( ভিসা ছাড়া তাদের দেশে ভারতীয় ও
চৈনিক পর্যটক বা ব্যবসায়ীদের যাবার জন্য কোন দেশ সম্প্রতি অনুমতি দিয়েছে ) :Brazil
7.
The fastest wealth creator country in the world in 2019 ( 2019 সালের দ্রুত সম্পদ
সৃষ্টিশীল দেশের তকমা পেয়েছে)
: India
8.
India’s first international award ( ভারতের প্রথম আন্তর্জাতিক পুরস্কারের নাম ): Gandhi Mandela Award.
9.
Which country’s human milk bank model is set to be adopted by India ( ভারত কোন দেশের অনুকরণে হিউম্যান মিল্ক ব্যাঙ্ক তৈরি করেছে ): Brazil
10. No. of states
and Union Territories in India at present ( ভারতে কতগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত রাজ্য আছে ): 28 States and 9 UTs
Photo Courtesy : Sharmistha Gupta
Photo Courtesy : Sharmistha Gupta
2 Comments
Page er majhkahne du akta die din..nahole barbar upore tule dekhte hobe��
ReplyDeleteGreat Sir
ReplyDeletePlease do not enter any spam link in the comment box