Railway Group-D
Examination ||
Railway Gr-D Math solve paper 2018 ||
Railway Group-D
Math Questions 2018||
হ্যালো বন্ধুরা ,
আসন্ন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে,
২০১৮ সালে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় আসা একটি শিফটের প্রশ্ন দেওয়া হোল । নিজেরা
এটার সমাধান করে উত্তর গুলো মিলিয়ে নাও ।
Railway Group-D Math Questions 2018
1. একজন প্রকাশক একটি বইয়ের মূল্য 30% যোগ করে বইটির বিক্রয় মূল্য 260 টাকা ধার্য করে যদিও , তিনি বইটি তার বিক্রয় মূল্যের 12 % ছাড়ে বিক্রি করেন । লাভের হার কত হবে ? (1) 13.7(2)12.87 (3)14.4 (4)13.4
2. একটি ছোট সংখ্যার 20% , অন্য আরেকটি বড় সংখ্যার 25% র সঙ্গে যোগ করা হলে ,দুটি সংখ্যার সমষ্টির 23% পাওয়া যায় । বড় সংখ্যাটি ছোট সংখ্যার চেয়ে 4 বেশি । সংখ্যাগুলি নির্ণয় করুন । (1)
8,12(2) 10,14(3)12,16 (4) 6,10
3. একটি 40
মিটার লম্বা
ইস্পাতের রড থেকে 20
মিটার লম্বা
ইস্পাতের রড কেটে নিলে অবশিষ্ট রডের দৈর্ঘ্য হবে
(1) 19 & 13/15 (2) 19 & 9/15
(3) 19 & 14/15 (4) 19 & 7/15
4. একটি রাস্তার দৈর্ঘ্য 23 কিলোমিটার 75 মিটার । যদি পৌরসভা রাস্তাটির উভয় পাশে 325 মিটার অন্তর অন্তর গাছ লাগানোর সিদ্ধান্ত নেয় তবে কতগুলি গাছ লাগানো যাবে ? (1)72 (2)146 (3)71 (4)144
5. X,Y এর 90% হয় ,তবে Y, X এর কত শতাংশ ? (1)121.11 (2)11.1 (3)101.1 (4)111.1
6. পুরনো স্টক খালি করার জন্য এক ব্যক্তি 2565 টাকায় একটি টি সেট বিক্রি করেন ,যা ক্রয় মূল্যের চেয়ে 43 % কম । 12% মুনাফা অর্জনের জন্য বিক্রেতাকে আরো কত টাকা বেশিতে সেটটি বিক্রি করতে হবে ? (1) 2525(2)2575 (3)2365 (4)2475
7. প্লে উইথ গ্রাফ নামে একটি
বিখ্যাত বইয়ের পৃষ্ঠা সংখ্যা 465 টি । যদি 4/5 ভাগ পৃষ্ঠায় ছবি ও 2/3 ভাগে লেখা
থাকে তাহলে মোট কত পৃষ্ঠায় লেখা আছে ? (1) 71(2)42 (3)62 (4)52
8. 1,2,3,4,1,2,3,4,…… ক্রমের প্রথম 2009 টি পদের সমষ্টি হবে : (1) 5221(2)5021 (3)5017 (4)5023
9.
পাইপ A একটি ভরা ট্যাংক খালি করতে
পারে 32 ঘন্টায় এবং পাইপ B এটি ভর্তি করতে পারে 40 ঘন্টায় । যদি পাইপ A এবং পাইপ B এক এক ঘন্টা করে খোলা থাকে , ট্যাংকটি যখন ভর্তি থাকবে
তখন শুরু থেকে ট্যাংকটি খালি হয়ে যেতে কত সময় লাগবে ? (1) 315 ঘন্টা (2) 311 ঘন্টা (3) 319 ঘন্টা (4) 320 ঘন্টা
10. একটি নির্দিষ্ট কাজ শেষ করার জন্য B এবং C একসাথে যে সময় কাজ করে A তার দ্বিগুণ সময় কাজ করে এবং A এবং B একসাথে যে সময় কাজ করে C তার তিনগুণ সময় কাজ করে । যদি A,B এবং C একসঙ্গে কাজ করে 6 দিনের মধ্যে কাজটি সম্পন্ন করে, তবে A একা কাজটি সম্পন্ন করতে কতদিন সময় নেবে ? (1) 15 দিন (2) 18 দিন (3) 24 দিন (4) 20 দিন
WBP (Main) English Set -1 : PDF Link
WBP (Main) English Set - 2 : PDF Link
WBP (Main) English Set - 3 : PDF Link
11. যদি একটি ধনাত্মক ভগ্নাংশের বর্গমূল এর সাথে 1 যোগ করা হয় তবে উত্তর আসে 3
। প্রকৃত ভগ্নাংশটি কত ? (1)
5 & 1/16(2) 2 & ¼ (3) 6 & ¼ (4) 3 & 1/6
12. পুরনো গাড়ি 4 লাখ টাকায় কিনে 20% লাভে বিক্রি করা হয়। গাড়ির বিক্রয় মূল্য কত ? (1) 4,50,000 টাকা (2)5,00,000 টাকা (3) 4,72,000 টাকা (4) 4,80,000 টাকা
13. কলেজে পড়ার জন্য 100 জন ছাত্র উপস্থিত ছিলেন । 15 জন পরীক্ষা 1 এবং 2 তে অংশ নেয় , 20 জন পরীক্ষা 1 এবং 3 এ অংশ নেয় এবং 15 জন পরীক্ষা 3 এবং 2 তে অংশ নেয় । ছাত্রদের সংখ্যা যারা শুধু পরীক্ষা 1, শুধু পরীক্ষা 2 এবং পরীক্ষা 3 এ অংশগ্রহণ করে তারা 20 জন করে। কতজন ছাত্র তিনটি পরীক্ষাতেই অংশগ্রহণ করে ? (1)5 (2)2 (3)3 (4)4
14. যদি secα + tan α =2.5 হয় তবে secα - tan α =?
(1)0.6
(2)1 (3)0.8 (4)0.4
15. যদি tanα +
cotα =4 হয় তবে tan2α + cot2α = ?
(1) 15(2)16
(3)12 (4)14
16. একটি কঠিন ধাতব চোঙ যার ব্যাস হলো 14 সেন্টিমিটার ও উচ্চতা 15 সেন্টিমিটার , যেটিকে গলানো হোল এবং একটি কঠিন তার বানানো হল , যার দৈর্ঘ্য 60 মিটার । তারের ব্যাস নির্ণয় করো । (1) 7 মিলিমিটার (2) 35 মিলিমিটার (3)3.5 মিলিমিটার (4)14 মিলিমিটার
17.
একটি সামগ্রি 2275 টাকায় কিনে 8% লাভে বিক্রি করা হলো । সেই
সামগ্রীর বিক্রয় মূল্য কত ছিল ? (1) 2093 টাকা (2) 2453 টাকা (3)2443 টাকা (4) 2457টাকা
18. √4375/√7 = ?
(1) 64(2)36 (3)16 (4)25
19. X হল চার অঙ্কের বৃহৎ সংখ্যা যা 18,15
ও 12 দিয়ে বিভাজ্য । X হল
(1)
9989(2)9980 (3)9900 (4)9999
20.
(3/10 +8/15) এর অনন্যক হল
(1)
6/5(2)11/15 (3)3/15 (4)11/10
21. এক ব্যক্তি প্রবাহের বিপরীত দিকে 9 কিলোমিটার / ঘন্টা গতিতে এবং প্রবাহের গতিতে 14 কিলোমিটার / ঘন্টা গতিতে একটি নৌকা চালাতে পারে । স্থির জলে তার গতি কত ? (1) 11.25 কিলোমিটার / ঘন্টা (2) 11.5 কিলোমিটার / ঘন্টা (3)10.5 কিলোমিটার / ঘন্টা (4) 12.5 কিলোমিটার / ঘন্টা
22. 50 ডেসিমিটার দীর্ঘ একটি মই একটি নির্দিষ্ট কৌণিকে একটি বাড়ির প্রাচীরে স্থাপন করা হলে ,এটি শুধুমাত্র জানালা পর্যন্ত পৌঁছায় । যদি জানালাটি ভূমি থেকে 48 ডেসিমিটার উপরে হয় তাহলে মই এর ভূমি এবং প্রাচীরের মধ্যে দূরত্ব নির্ণয় করো । (1) 11ডেসিমিটার (2) 16 ডেসিমিটার (3) 10 ডেসিমিটার (4) 14 ডেসিমিটার
23. 2 বছরে 5 শতাংশ হারে 400 টাকার সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা ? (1) 3 (2) 4 (3) 10 (4) 1
24. যদি x+y+z = π , tanx.tanz =2, tany.tanz =18 হয় তাহলে tan2z এর মান কত ? (1)19 (2)16 (3)20 (4)25
25. ল.সা.গু
X গ.সা.গু
(1)
2 টি
সংখ্যার বিয়োগফল (2) 2 টি সংখ্যার গুনফল (3) 2 টি সংখ্যার ভাগফল (4) 2 টি সংখ্যার যোগফল
২০১৮ সালে Railway Group-D প্রশ্নের PDF :
Answers : Answers
: (1) 3 (2) 1(3) 3(4) 4 (5) 4 (6) 4 (7) 3 (8)2
(9)2 (10)2 (11) 1(12) 4 (13)1 (14) 4 (15) 4 (16) 1(17) 4 (18)4
(19)3 (20)1 (21)2 (22)4 (23)4 (24)2 (25)2
(9)2 (10)2 (11) 1(12) 4 (13)1 (14) 4 (15) 4 (16) 1(17) 4 (18)4
(19)3 (20)1 (21)2 (22)4 (23)4 (24)2 (25)2
অঙ্কের সমাধান এর জন্য নিচে দেওয়া ভিডিও লিঙ্কে ক্লিক কর :
2 Comments
Hallo sir ami apnar sob videos dekhi... apni khub valo math bojhan.. sir akta request apni Akta pdf diye6ilen math er oi rokom r o pdf din... all math er apni je gulo video te cover koriye6en. please air
ReplyDeleteOk.. khub taratri pabe..Please wait.
DeletePlease do not enter any spam link in the comment box