Pages

Railway Group D Math Questions 2018


Railway Group-D Examination ||

Railway Gr-D Math solve paper 2018 ||

Railway Group-D Math Questions 2018||






হ্যালো বন্ধুরা ,
আসন্ন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে, ২০১৮ সালে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় আসা একটি শিফটের প্রশ্ন দেওয়া হোল । নিজেরা এটার সমাধান করে উত্তর গুলো মিলিয়ে নাও ।



Railway Group-D Math Questions 2018




Railway Group-D Math Questions 2018



1. একজন প্রকাশক একটি বইয়ের মূল্য 30% যোগ করে বইটির বিক্রয় মূল্য 260 টাকা ধার্য করে যদিও , তিনি বইটি তার বিক্রয় মূল্যের 12 % ছাড়ে বিক্রি করেন লাভের হার কত হবে ? (1) 13.7(2)12.87 (3)14.4 (4)13.4     
                   

2. একটি ছোট সংখ্যার 20% , অন্য আরেকটি বড় সংখ্যার 25% সঙ্গে যোগ করা হলে ,দুটি সংখ্যার সমষ্টির 23% পাওয়া যায় বড় সংখ্যাটি ছোট সংখ্যার চেয়ে 4 বেশি সংখ্যাগুলি নির্ণয় করুন (1) 8,12(2) 10,14(3)12,16 (4) 6,10


3. একটি 40   মিটার  লম্বা ইস্পাতের রড থেকে 20    মিটার  লম্বা ইস্পাতের রড কেটে নিলে অবশিষ্ট রডের দৈর্ঘ্য হবে
(1) 19 & 13/15 (2) 19 & 9/15 (3) 19 & 14/15  (4) 19 & 7/15

4.
একটি রাস্তার দৈর্ঘ্য 23 কিলোমিটার 75 মিটার যদি পৌরসভা রাস্তাটির উভয় পাশে 325 মিটার অন্তর অন্তর গাছ লাগানোর সিদ্ধান্ত নেয় তবে কতগুলি গাছ লাগানো যাবে ?  (1)72 (2)146 (3)71 (4)144


5.
X,Y এর 90% হয় ,তবে Y, X এর কত শতাংশ ? (1)121.11 (2)11.1 (3)101.1 (4)111.1


6.
পুরনো স্টক খালি করার জন্য এক ব্যক্তি 2565 টাকায় একটি টি সেট বিক্রি করেন ,যা ক্রয় মূল্যের চেয়ে 43 % কম 12% মুনাফা অর্জনের জন্য বিক্রেতাকে আরো কত টাকা বেশিতে সেটটি বিক্রি করতে হবে ? (1) 2525(2)2575 (3)2365 (4)2475


7. প্লে উইথ গ্রাফ নামে একটি বিখ্যাত বইয়ের পৃষ্ঠা সংখ্যা 465 টি । যদি 4/5 ভাগ পৃষ্ঠায় ছবি ও 2/3 ভাগে লেখা থাকে তাহলে মোট কত পৃষ্ঠায় লেখা আছে ? (1) 71(2)42 (3)62 (4)52


8. 1,2,3,4,1,2,3,4,…… ক্রমের প্রথম 2009 টি পদের সমষ্টি হবে : (1) 5221(2)5021 (3)5017 (4)5023



9. পাইপ A একটি ভরা ট্যাংক খালি করতে পারে 32 ঘন্টায় এবং পাইপ B এটি ভর্তি করতে পারে 40 ঘন্টায় । যদি পাইপ A এবং পাইপ B এক এক ঘন্টা করে খোলা থাকে , ট্যাংকটি যখন ভর্তি থাকবে তখন শুরু থেকে ট্যাংকটি খালি হয়ে যেতে কত সময় লাগবে ? (1) 315 ঘন্টা (2) 311 ঘন্টা (3) 319 ঘন্টা (4) 320 ঘন্টা


10.
একটি নির্দিষ্ট কাজ শেষ করার জন্য B এবং C একসাথে যে সময় কাজ করে A তার দ্বিগুণ সময় কাজ করে এবং A এবং B একসাথে যে সময় কাজ করে C তার তিনগুণ সময় কাজ করে যদি A,B এবং C একসঙ্গে কাজ করে 6 দিনের মধ্যে কাজটি সম্পন্ন করে, তবে A একা কাজটি সম্পন্ন করতে কতদিন সময় নেবে ? (1) 15 দিন (2) 18 দিন (3) 24 দিন (4) 20 দিন





WBP (Main) English Set -1 : PDF Link

WBP (Main) English Set - 2 : PDF Link

WBP (Main) English Set - 3 PDF Link




11. যদি একটি ধনাত্মক ভগ্নাংশের বর্গমূল এর সাথে 1 যোগ করা হয় তবে উত্তর আসে 3   প্রকৃত ভগ্নাংশটি কত ? (1) 5 & 1/16(2) 2 & ¼ (3) 6 & ¼ (4) 3 & 1/6
 
12.
পুরনো গাড়ি 4 লাখ টাকায় কিনে 20% লাভে বিক্রি করা হয় গাড়ির বিক্রয় মূল্য কত ? (1) 4,50,000 টাকা (2)5,00,000 টাকা (3) 4,72,000 টাকা (4) 4,80,000 টাকা


13.
কলেজে পড়ার জন্য 100 জন ছাত্র উপস্থিত ছিলেন 15 জন পরীক্ষা 1 এবং 2 তে  অংশ নেয় , 20 জন পরীক্ষা 1 এবং 3 অংশ নেয় এবং 15 জন পরীক্ষা 3 এবং 2 তে  অংশ নেয় ছাত্রদের সংখ্যা যারা শুধু পরীক্ষা 1, শুধু পরীক্ষা 2 এবং পরীক্ষা 3 অংশগ্রহণ করে তারা 20 জন করেকতজন ছাত্র তিনটি পরীক্ষাতেই অংশগ্রহণ করে ? (1)5 (2)2 (3)3 (4)4


14. যদি secα + tan α =2.5 হয় তবে secα - tan α =?
(1)0.6 (2)1 (3)0.8 (4)0.4

15. যদি tanα + cotα =4 হয় তবে  tan2α + cot2α = ?
(1) 15(2)16 (3)12 (4)14


16.
একটি কঠিন ধাতব  চোঙ যার ব্যাস হলো 14 সেন্টিমিটার উচ্চতা 15 সেন্টিমিটার ,  যেটিকে গলানো হোল এবং একটি কঠিন তার বানানো হল , যার দৈর্ঘ্য 60 মিটার তারের ব্যাস নির্ণয় করো (1) 7 মিলিমিটার  (2) 35 মিলিমিটার (3)3.5 মিলিমিটার  (4)14 মিলিমিটার


17. একটি সামগ্রি 2275 টাকায় কিনে 8% লাভে বিক্রি করা হলো । সেই সামগ্রীর বিক্রয় মূল্য কত ছিল ? (1) 2093 টাকা (2) 2453 টাকা (3)2443 টাকা (4) 2457টাকা


18. 4375/7 = ?
(1) 64(2)36 (3)16 (4)25


19. X হল চার অঙ্কের বৃহৎ সংখ্যা যা  18,15 12  দিয়ে বিভাজ্য ।  X হল
(1) 9989(2)9980 (3)9900 (4)9999


20. (3/10 +8/15) এর অনন্যক হল
(1) 6/5(2)11/15 (3)3/15 (4)11/10


21.
এক ব্যক্তি প্রবাহের বিপরীত দিকে 9 কিলোমিটার / ঘন্টা গতিতে এবং প্রবাহের গতিতে 14 কিলোমিটার / ঘন্টা গতিতে একটি নৌকা চালাতে পারে স্থির জলে তার গতি কত ? (1) 11.25 কিলোমিটার / ঘন্টা  (2) 11.5 কিলোমিটার / ঘন্টা (3)10.5 কিলোমিটার / ঘন্টা  (4) 12.5 কিলোমিটার / ঘন্টা


22. 50
ডেসিমিটার দীর্ঘ একটি মই একটি নির্দিষ্ট কৌণিকে একটি বাড়ির প্রাচীরে স্থাপন করা হলে ,এটি শুধুমাত্র জানালা পর্যন্ত পৌঁছায় যদি জানালাটি ভূমি থেকে 48 ডেসিমিটার উপরে হয় তাহলে মই এর ভূমি এবং প্রাচীরের মধ্যে দূরত্ব নির্ণয় করো (1) 11ডেসিমিটার  (2) 16 ডেসিমিটার (3) 10 ডেসিমিটার (4) 14 ডেসিমিটার



23. 2 বছরে  5 শতাংশ হারে 400 টাকার সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত  টাকা ? (1) 3 (2) 4 (3) 10 (4) 1


24. যদি  x+y+z = π , tanx.tanz =2, tany.tanz =18 হয় তাহলে tan2z এর মান কত ? (1)19 (2)16 (3)20 (4)25


25. .সা.গু X গ.সা.গু
(1) 2 টি সংখ্যার বিয়োগফল (2) 2 টি সংখ্যার গুনফল (3) 2 টি সংখ্যার ভাগফল (4) 2 টি সংখ্যার যোগফল


২০১৮ সালে Railway Group-D   প্রশ্নের PDF : 




Answers : Answers : (1) 3 (2) 1(3) 3(4) 4 (5) 4 (6) 4 (7) 3 (8)2 

(9)2 (10)2 (11) 1(12) 4 (13)1 (14) 4 (15) 4 (16) 1(17) 4 (18)4 

(19)3 (20)1  (21)2 (22)4 (23)4 (24)2 (25)2 



অঙ্কের সমাধান এর জন্য নিচে দেওয়া ভিডিও লিঙ্কে ক্লিক কর : 


Post a Comment

2 Comments

  1. Hallo sir ami apnar sob videos dekhi... apni khub valo math bojhan.. sir akta request apni Akta pdf diye6ilen math er oi rokom r o pdf din... all math er apni je gulo video te cover koriye6en. please air

    ReplyDelete

Please do not enter any spam link in the comment box