Railway Group-D Questions 01-12-2018
01-12-2018 রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় আসা 3rd
শিফটের প্রশ্ন দেওয়া হোল (Set-4)। নিজেরা এটার
সমাধান করে উত্তর গুলো মিলিয়ে নাও ।
1. 1.5 + 1.505 + 1.055 + 1.5505 =
?
(1) 6.1 (2) 5.6015 (3) 6.015 (4)
5.6105
2. 2/3 কে একটি ভগ্নাংশের সঙ্গে যোগ করা হলে তার যোগফল
হয় 3/4 । ভগ্নাংশটি হল (1)1/12 (2) 1/6 (3) 1/18 (4) 1/24
3. 84 km/hr গতিবেগে গাড়ি চালিয়ে এক ব্যক্তি তার অফিসে 1 মিনিট আগে পৌঁছায় 72 km/hr গতিবেগে গাড়ি চালালে সে 3 মিনিট
দেরিতে অফিস পৌঁছায় ।সে কতটা দূরত্ব অতিক্রম করছে (km হিসাবে)? (1) 30.8 (2) 25.8 (3) 33.6 (4) 36.4
4. যদি sec Ѳ + tan Ѳ= x
হয়, তবে secѲ = ?
(1) (1+x2)/2x(2) (1+x2) (3)
x (1+x2) (4) (1- x2)/2x
5. যদি √0.0361x =1.9 হয় তবে x =?
(1) 1 (2) 10 (3) 1000 (4) 100
6. 3/7 এবং একটি ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য হল 1/6 । অপর সংখ্যাটি হল
(1) 5/21 (2) 3/14 (3) 2/11 (4)11/42
7. 80 km/hr গতিতে চলমান একটি ট্রেন 9 সেকেন্ডের মধ্যে একটি থাম এবং 27 সেকেন্ডে
একটি প্ল্যাটফর্ম পেরিয়ে যায় । প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত ?(1) 480 m (2) 500 m (3) 540 m (4) 400
m
8.
একটি
সামান্তরিকের উচ্চতা হল তার ভুমির 1/3 ভাগ । যদি সামান্তরিকের ক্ষেত্রফল 243 cm2 হয়,
তাহলে সামান্তরিকটির উচ্চতা ( cm হিসাবে )
কত হবে ? (1) 8 (2) 9 (3)
6 (4) 7
9. ত্রিভুজ PQR ,
ত্রিভুজ ABC এর সদৃশ
। ত্রিভুজ PQR এর
ক্ষেত্রফল 576 cm2
এবং
ত্রিভুজ ABC এর
ক্ষেত্রফল 324 cm2
। ত্রিভুজ PQR এর
বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য হল 72 cm ,
ত্রিভুজ ABC এর বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত ? (1) 54 cm (2) 48 cm (3) 52 cm (4) 72
cm
10. 112 এবং 84 এর গ.সা.গু কত ?(1) 28 (2) 42 (3) 14 (4)21
11. যদি cos3x = 4cos3x – 3 cosx হয় , তাহলে sec 1350 = ? (1) – cos 450 (2) – cosec
450 (3) cosec 450 (4) sec 450
12.α ও β যদি 2x2 + 7x – 4 =0 এর বীজ হয়, তাহলে যে সমীকরণটির বীজ α2
এবং β2 হবে, সেটি হল (1) 4x2 + 65x +16 =0 (2) 4x2 - 65x - 16
=0 (3) 4x2 +65x - 16 =0 (4) 4x2 - 65x +16 =0
13. 1330 টাকা দুজন ব্যক্তির মধ্যে 12:23 অনুপাতে ভাগ করা হল। ছোট ভাগটি যে পেয়েছে তার
পরিমাণ হল (1) 444 (2) 494
(3) 468 (4) 456
14.
একটি
ত্রিভুজের বাহুগুলির অনুপাত 4:5:6 এবং তার
পরিসীমা 105m । বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে সেই
বাহুটির লম্ব উচ্চতা (m হিসেবে) কত ? (1) 35√7/4 (2) 35√7/3 (3) 35√7/6 (4) 35√7/11
15. নিম্নলিখিতটি সমাধান করুন : √(9
+ 6√2) (9- 6√2) = ? (1) 1
(2) 3 (3) 4 (4) 2
16. 3.03 a.m এ ঘড়ির
ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা যে ক্ষুদ্রতম কোণটি তৈরি করে, তার মাপ হল (1) 86.6750 (2) 86.7250
(3) 73.500 (4) 73.7250
17. রামের একা একটি কাজ করতে 24 দিন সময় লাগে, এবং শ্যামের একা সেই কাজটি করতে 30 দিন সময় লাগে। যদি তারা 4 দিনের জন্য
একসাথে কাজ করে , মোট কাজের কত শতাংশ বাকি থাকবে ? (1) 25% (2) 30% (3) 70% (4) 75%
18. একটি আয়তঘনের কটি প্রান্ত থাকে ? (1) 4 (2) 6 (3) 8 (4)12
19. বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে ষাণ্মাসিক পর্বে এক বছরের
জন্য একটি মূলধন বিনিয়োগ করা হয়েছে । মেয়াদপূর্তিতে এটি 11025 টাকা হয়ে যায় ।মূলধনের পরিমাণ কত (টাকায়) ? (1) 10500 (2) 10000 (3) 9600 (4)
10250
20. 211 X 35 X
53 X 75 এর কতগুলি উৎপাদক 1440 এর গুনিতক ?(1) 560 (2) 504 (3) 336 (4) 180
21. পাইপ A একটি
ভর্তি করার পাইপ যা 69 ঘণ্টায় একটি খালি পাত্র ভর্তি করতে পারে । পাইপ B
ভরা
পাত্রটিকে 46 ঘণ্টায় খালি করতে পারে । যখন পাত্রতি ভর্তি ছিল,
পাইপ B দিয়ে শুরু করে দুটি পাইপকে দফায় দফায় এক ঘণ্টা
-এক ঘণ্টা করে চালানো হয়। পাত্রটি খালি হতে কতক্ষণ সময় লাগবে ? (1) 11 দিন 7 ঘণ্টা (2) 11 দিন 12 ঘণ্টা (3) 11 দিন 10 ঘণ্টা (4) 11 দিন 13 ঘণ্টা
22.
একজন পরীক্ষার্থী একটি পরীক্ষায় 82% নম্বর পেয়েছে, যাতে সর্বচ্চ নম্বর ছিল 650 । সে ___ নম্বর পেয়েছে (1) 492 (2) 533 (3) 574 (4) 546
23. দুটি সংখ্যার অনুপাত 5:4 । যখন 3 ও
4 যথাক্রমে সেই
সংখ্যা দুটি থেকে বিয়োগ করা হয়, তাদের অনুপাত 4:3 হয়ে যায় । মূল সংখ্যা দুটির যোগফল কত ? (1) 63 (2) 84 (3) 72 (4) 56
24. 38 এবং 57 এর
ল.সা.গু হল :
(1) 152 (2) 76 (3) 114 (4) 95
(1) 4(2) 1 (3) 3(4) 1(5) 4 (6)4 (7)4
(8)2 (9)1 (10)1 (11)2 (12)4 (13)4 (14)1 (15)2 (16)3 (17)3 (18)4 (19)2 (20)2
(21)1 (22)2 (23)1 (24)3
0 Comments
Please do not enter any spam link in the comment box