Pages

Railway group-D math questions 03-12-2018

Railway Group-D Math Questions 03-12-2018 (1st Shift)






হ্যালো বন্ধুরা ,

আসন্ন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে,

 03-12-2018 রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় আসা 1st

শিফটের প্রশ্ন দেওয়া হোল (Set-8)। নিজেরা এটার

 সমাধান  করে উত্তর গুলো মিলিয়ে নাও ।







Railway Group-D Math Questions 03-12-2018


No. of Questions : 23

1. 13 বছর আগে মোহনের বয়স তার দিদির বয়সের অর্ধেক এর সাত বছর বেশি ছিল  এখন থেকে পাঁচ বছর পর মোহনের দিদির বয়স মোহনের বয়সের 1.2 গুণ হবে মোহনের বর্তমান বয়স কত(1) 38 বছর (2) 32 বছর (3) 34 বছর (4) 35 বছর


2.
সম্রাট 5.5 কিমি / ঘঃ গতিতে হাঁটতে পারে এবং 12.5 কিমি / ঘঃ গতিতে সাইকেল চালাতে পারে 76 কিমি দূরত্বকে সম্পূর্ণ করার জন্য সম্রাট 10 ঘন্টা সময় নেয় সম্রাট কত ঘন্টা পায়ে হেঁটেছিল ? (1) 6 (2) 5 (3) 7 (4) 8


3.
অভয় একা 15 দিনের মধ্যে একটি কাজ করতে পারেন ভানু একা 12 দিনের মধ্যে সেই একই কাজ করতে পারে চেতন একা 20 দিনের মধ্যে একই কাজ করতে পারেন একসঙ্গে তারা কাজ শুরু করল চেতন 2 দিন পর বিদায় নিল অভয় ভানু কতদিন কাজ করে বাকি কাজগুলো শেষ করতে পারবে ? (1) 3 দিনে (2) 4 দিনে (3) 10 দিনে (4) 6 দিনে

 

4.  1.005 ÷ 100.5 এর মান নির্ণয় করুন (1) 1.001 (2) 0.1 (3) 0.01 (4) 0.001


5. ত্রিভুজ ABC তে, AD হল ভূমি BC এর উপর উচ্চতা  AB বাহু = 26, BC পার্শ্ববাহু = 28 এবং AC পার্শ্ববাহু = 30  হলে AD উচ্চতার দৈর্ঘ্য নির্ণয় করো (1) 26 (2) 28 (3) 20 (4) 24


6.
দুটি উলম্ব মেরুর উচ্চতা যথাক্রমে 15 মিটার এবং 25 মিটার তাদের তলের মধ্যে দূরত্ব 24 মিটার তাদের মধ্যে শীর্ষ দূরত্ব কত ? (1) 26m (2) 32m (3) 30m (4) 36m

 

7.  1.5 – 0.15 – 0.015 – 0.0015 এর মান নির্ণয় করুন  (1) 1.3335 (2) 1.3435 (3) 1.3535 (4) 1.3635


8. সহজ সুদের উপর 3 বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন বিনিয়োগের  পর ম্যাচুরিটির সময় তা 1560 টাকা হয়ে থাকে যদি মূলধনকে আরও 2 বছরের জন্য বিনিয়োগ করা হয়, ম্যাচুরিটির সময় পাওয়া অর্থে 240 টাকা বেশি থাকত বিনিয়োগ করা মূলধনের পরিমাণ ছিল : (1) 1275 টাকা (2) 1200 টাকা (3) 1250 টাকা (4) 1350 টাকা


9.
যদি  3 : 8 :: 7.5 : X, তাহলে X এর মান হবে: (1) 22.5 (2) 15 (3) 20 (4) 21.25


10. যদি  sin(A+B) = sinAcosB + cosA sinB হয় তাহলে sin750 = ? (1)(√3+1)/4 ((2) (√3+√2)/2(3) (√6+√2)/4 (4) (√6+√2)/2


11.
গত বছরে একটি ক্ষুদ্র ব্যবসায়ী উদ্যোগে মাহির মূলধন  বিনিয়োগের পরিমাণ ছিল 75000 টাকা বছরে একদল নিয়মিত গ্রাহকদের চাহিদা মেটানোর জন্য 1,00,000 টাকার অতিরিক্ত ঋণ যা  15 % হারে ধার নিয়েছেন তা সমেত তিনি তার বিনিয়োগের পরিমাণ তিনগুণ করেছেন ঋণের অর্থ  ব্যতীত  তার ব্যক্তিগত তহবিল থেকে তিনি কত টাকা বিনিয়োগ করেছেন ? (1) 60,000 টাকা (2) 1,30,000  টাকা (3) 1,25,000 টাকা (4) 1,23,000  টাকা


12.
একটি জলাধার E এবং F পাইপ এর দ্বারা যথাক্রমে 5 এবং 10 ঘণ্টায় পূর্ণ করা যেতে পারে,  যেখানে অপর একটি পাইপ G দ্বারা 15 ঘণ্টায় পূর্ণ জলাধারটি কে খালি করা যায় যদি তিনটি পাইপ একই সময় খোলা হয় , তবে জলাধারটি পূর্ণ হতে কত সময় লাগবে  ? (1) 1 hrs(2) 4 and 2/7  hrs(3) 5  and 1/2 hrs (4) 3 and 2/3  hrs



13.  Please see PDF


14.
যদি  239X7 , 11 দ্বারা বিভক্ত হয় তাহলে X  এর মান নির্ণয় করুন (1) 3 (2) 1 (3) 2 (4) 4


15. প্রকৃত সংখ্যা 96 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল এর গুনকের সংখ্যা বিজোড় হয়(1) 4 (2) 8 (3) 12 (4) 6


16. 0.36, 1.8 এবং 6.4 এর চতুর্থ সমানুপাতিক হলো (1) 0.32 (2) 3.22 (3) 3.2 (4) 32



17.
পলসন শহর A এর অন্তর্গত এবং রবসন শহর B এর অন্তর্গত  তারা একই সময়ে একই রুট অনুসরণ করে একে অপরের শহরগুলির দিকে যাত্রা শুরু করে  তারা পথে কোথাও দেখা করে এবং তাদের যাত্রা আবার শুরু করে রবসনকে দেখা করার পর , পলসন   গন্তব্যে পৌছনোর জন্য  আরও  3 ঘন্টা সময় নেয় এবং রবসন, পলসন এর  শহরে পৌঁছানোর জন্য 6.75 ঘন্টা সময় নেয়  রবসন  36 km/hr গতিতে ভ্রমণ করলে পলসন এর গতিবেগ km/hr কত ছিল নির্ণয় করুন (1) 48 (2) 45 (3) 54 (4) 51


18. Please see PDF


19,  একটি 13 মিটার সিঁড়ি ঘরের দেওয়াল বরাবর দাঁড় করালে মাটি থেকে 5 মিটার উঁচু হয়  সিঁড়ির  তলদেশ দেওয়ালের মধ্যে দূরত্ব কত মিটার হবে? (1) 12 (2) 8 (3) 10 (4) 11


20.
পাঁচ বছর আগে একজন মহিলার মেয়ের বয়স ছিল মহিলাটির বয়সের অর্ধেক এবং তাদের বর্তমান বয়সের সমষ্টি হল 52 মায়ের বর্তমান বয়স নির্ণয় করুন
(1) 36 বছর (2) 28 বছর (3) 33 বছর  (4) 23 বছর


21. 42 X 2 ÷ 6 – 3 X 5
এর মান নির্ণয় করুন (1) -5 (2) -1(3)55  (4) 140


22.180
এর  25% কত (1) 30 (2) 20 (3) 36 (4) 45


23.  38 ÷ 19 X 2 -6 এর মান নির্ণয় করুন  (1) -2 (2) -0.5 (3) -8 (4) -5 


03-12-2018 সালে Railway Group-D   প্রশ্নের (Set-8)PDF : 





Answers of Railway Gr-D Math (Set-8):  


(1) 4 (2) 3 (3) 2 (4) 3 (5) 4 (6) 1 (7) 1 (8) 2 (9) 3 (10) 3 (11) 3 (12) 2 (13) 3  (14) 4 (15) 4 (16) 4 (17) 3 (18) 2 (19) 1 (20) 3 (21) 2 (22) 4 (23) 1

 




অঙ্কের সমাধান এর জন্য নিচে দেওয়া ভিডিও লিঙ্কে ক্লিক কর : 

Post a Comment

0 Comments