Railway Group-D Math Questions 03-12-2018 (1st Shift)
03-12-2018 রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় আসা 1st
শিফটের প্রশ্ন দেওয়া হোল (Set-8)। নিজেরা এটার
সমাধান করে উত্তর গুলো মিলিয়ে নাও ।

1. 13 বছর আগে মোহনের বয়স তার দিদির বয়সের অর্ধেক এর সাত বছর বেশি ছিল। এখন থেকে পাঁচ বছর পর মোহনের দিদির বয়স মোহনের বয়সের 1.2 গুণ হবে । মোহনের বর্তমান বয়স কত ? (1) 38 বছর (2) 32 বছর (3) 34 বছর (4) 35 বছর
2. সম্রাট 5.5 কিমি / ঘঃ গতিতে হাঁটতে পারে এবং 12.5 কিমি / ঘঃ গতিতে সাইকেল চালাতে পারে । 76 কিমি দূরত্বকে সম্পূর্ণ করার জন্য সম্রাট 10 ঘন্টা সময় নেয় । সম্রাট কত ঘন্টা পায়ে হেঁটেছিল ? (1) 6 (2) 5 (3) 7 (4) 8
3. অভয় একা 15 দিনের মধ্যে একটি কাজ করতে পারেন । ভানু একা 12 দিনের মধ্যে সেই একই কাজ করতে পারে। চেতন একা 20 দিনের মধ্যে একই কাজ করতে পারেন । একসঙ্গে তারা কাজ শুরু করল । চেতন 2 দিন পর বিদায় নিল। অভয় ও ভানু কতদিন কাজ করে বাকি কাজগুলো শেষ করতে পারবে ? (1) 3 দিনে (2) 4 দিনে (3) 10 দিনে (4) 6 দিনে
4. 1.005
÷ 100.5 এর মান নির্ণয় করুন (1) 1.001 (2) 0.1 (3) 0.01 (4) 0.001
5. ত্রিভুজ ABC তে, AD হল ভূমি BC এর উপর উচ্চতা। AB বাহু = 26, BC পার্শ্ববাহু = 28 এবং AC পার্শ্ববাহু = 30 হলে AD উচ্চতার দৈর্ঘ্য নির্ণয় করো । (1) 26 (2) 28 (3) 20 (4) 24
6. দুটি উলম্ব মেরুর উচ্চতা যথাক্রমে 15 মিটার এবং 25 মিটার । তাদের তলের মধ্যে দূরত্ব 24 মিটার । তাদের মধ্যে শীর্ষ দূরত্ব কত ? (1) 26m (2) 32m (3) 30m (4) 36m
7. 1.5 –
0.15 – 0.015 – 0.0015 এর মান নির্ণয় করুন (1) 1.3335 (2) 1.3435 (3) 1.3535 (4) 1.3635
8. সহজ সুদের উপর 3 বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন বিনিয়োগের পর ম্যাচুরিটির সময় তা 1560 টাকা হয়ে থাকে । যদি মূলধনকে আরও 2 বছরের জন্য বিনিয়োগ করা হয়, ম্যাচুরিটির সময় পাওয়া অর্থে 240 টাকা বেশি থাকত। বিনিয়োগ করা মূলধনের পরিমাণ ছিল : (1) 1275 টাকা (2) 1200 টাকা (3) 1250 টাকা (4) 1350 টাকা
9. যদি 3 : 8 :: 7.5 : X, তাহলে X এর মান হবে: (1) 22.5 (2) 15 (3) 20 (4) 21.25
10. যদি sin(A+B) = sinAcosB +
cosA sinB হয় তাহলে sin750 = ? (1)(√3+1)/4
((2) (√3+√2)/2(3) (√6+√2)/4 (4) (√6+√2)/2
11. গত বছরে একটি ক্ষুদ্র ব্যবসায়ী উদ্যোগে মাহির মূলধন বিনিয়োগের পরিমাণ ছিল 75000 টাকা এ বছরে একদল নিয়মিত গ্রাহকদের চাহিদা মেটানোর জন্য 1,00,000 টাকার অতিরিক্ত ঋণ যা 15 % হারে ধার নিয়েছেন তা সমেত তিনি তার বিনিয়োগের পরিমাণ তিনগুণ করেছেন । ঋণের অর্থ ব্যতীত তার ব্যক্তিগত তহবিল থেকে তিনি কত টাকা বিনিয়োগ করেছেন ? (1) 60,000 টাকা (2) 1,30,000
টাকা (3) 1,25,000 টাকা (4) 1,23,000
টাকা
12. একটি জলাধার E এবং F পাইপ এর দ্বারা যথাক্রমে 5 এবং 10 ঘণ্টায় পূর্ণ করা যেতে পারে, যেখানে অপর একটি পাইপ G দ্বারা 15 ঘণ্টায় ঐ পূর্ণ জলাধারটি কে খালি করা যায় । যদি তিনটি পাইপ একই সময় খোলা হয় , তবে জলাধারটি পূর্ণ হতে কত সময় লাগবে ? (1) 1 hrs(2) 4 and 2/7 hrs(3) 5
and 1/2 hrs (4) 3
and 2/3 hrs
13. Please see PDF
14. যদি 239X7 ,
11 দ্বারা বিভক্ত হয় তাহলে X এর মান নির্ণয় করুন (1) 3 (2) 1 (3) 2 (4) 4
15. প্রকৃত সংখ্যা 96 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল এর গুনকের সংখ্যা বিজোড় হয়? (1) 4 (2) 8 (3) 12 (4) 6
16. 0.36, 1.8 এবং 6.4 এর চতুর্থ সমানুপাতিক হলো (1) 0.32 (2) 3.22 (3) 3.2 (4) 32
17. পলসন শহর A এর অন্তর্গত এবং রবসন শহর B এর অন্তর্গত। তারা একই সময়ে একই রুট অনুসরণ করে একে অপরের শহরগুলির দিকে যাত্রা শুরু করে। তারা পথে কোথাও দেখা করে এবং তাদের যাত্রা আবার শুরু করে । রবসনকে দেখা করার পর , পলসন গন্তব্যে পৌছনোর জন্য আরও 3 ঘন্টা সময় নেয় এবং রবসন, পলসন এর শহরে পৌঁছানোর জন্য 6.75 ঘন্টা সময় নেয় ।রবসন 36 km/hr গতিতে ভ্রমণ করলে পলসন এর গতিবেগ km/hr কত ছিল নির্ণয় করুন। (1) 48 (2) 45
(3) 54 (4) 51
18. Please see PDF
19, একটি 13 মিটার সিঁড়ি ঘরের দেওয়াল বরাবর দাঁড় করালে মাটি থেকে 5 মিটার উঁচু হয়। সিঁড়ির তলদেশ ও দেওয়ালের মধ্যে দূরত্ব কত মিটার হবে? (1) 12 (2) 8 (3) 10 (4) 11
20. পাঁচ বছর আগে একজন মহিলার মেয়ের বয়স ছিল মহিলাটির বয়সের অর্ধেক এবং তাদের বর্তমান বয়সের সমষ্টি হল 52 । মায়ের বর্তমান বয়স নির্ণয় করুন(1) 36 বছর (2) 28 বছর (3) 33 বছর (4) 23 বছর
21. 42 X 2 ÷ 6 – 3 X 5 এর মান নির্ণয় করুন (1) -5 (2) -1(3)55 (4) 140
22.180 এর 25% কত (1) 30 (2) 20 (3) 36 (4) 45
23. 38 ÷
19 X 2 -6 এর মান নির্ণয় করুন (1) -2 (2) -0.5 (3) -8 (4) -5
(1) 4 (2) 3 (3)
2 (4) 3 (5) 4 (6) 1 (7) 1 (8) 2 (9) 3 (10) 3 (11) 3 (12) 2 (13) 3 (14) 4 (15) 4 (16) 4 (17) 3 (18) 2 (19) 1 (20)
3 (21) 2 (22) 4 (23) 1
0 Comments
Please do not enter any spam link in the comment box