Pages

Railway group-D math questions 07-12-2018

Railway Group-D Math Questions 07-12-2018 (1st Shift)






হ্যালো বন্ধুরা ,

আসন্ন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে,

 07-12-2018 রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় আসা 1st

শিফটের প্রশ্ন দেওয়া হোল (Set-7)। নিজেরা এটার

 সমাধান  করে উত্তর গুলো মিলিয়ে নাও ।










Railway Group-D Math Questions 07-12-2018


No. of Questions : 24

1. যদি একটি সামান্তরিকের একটি কোণ 900 হয় তাহলে এটি হলো

(1) রম্বস (2) ট্রাপিজিয়াম (3) কাইট (4) আয়তক্ষেত্র


2. 18769
এর বর্গমূল কত (1)137(2)117(3)123(4)127


3.
একজন বাবার বয়স তার ছেলের বয়সের 3 গুণ এবং ছেলের বয়স তার মায়ের বয়সের 3/8 ভাগ যদি তার বাবা মায়ের বয়সের মধ্যে 4 বছরের পার্থক্য থাকে তাহলে ছেলেটির বয়স কত? (1)12 বছর (2) 9 বছর (3) 11 বছর (4) 10 বছর 

 
4. 0.065 X 0.4 =?
(1)0.0026(2)0.026(3)0.26(4)2.6


5. 2187 ÷ 34  X 3 +3 = ?(1)84(2)108(3)12(4)162


6. 5,2,2,7,3
8 এর মধ্যমা হল  (1)4.5(2)3(3)4(4)3.5


7.
একজন শিক্ষার্থী মোট নম্বরের মধ্যে কিছু নম্বর অর্জন করেছে শতকরা হিসেবে তা হয় 75 % যদি আরেকটি এক নম্বরের প্রশ্ন পত্রে যোগ করা হয় এবং শিক্ষার্থীটি তার সঠিক উত্তর দিতে পারে, তাহলে সেই পাবে 76 % নম্বর পরীক্ষার শুরুতে মোট নম্বর কত ছিল (1)24(2)19(3)25(4)20     

 

8. একজন দোকানদার তিনটি পাত্র থেকে একটি ক্যান দিয়ে তেল তুলে বিক্রি করে, পাত্র গুলির ধারণক্ষমতা হল যথাক্রমে 210 লিটা , 615 লিটার এবং 960 লিটার তেল ওঠাবার ক্যানটির সর্বাধিক ধারণ ক্ষমতা কত হতে পারে যদি প্রতিবার তেল তোলার সময় ক্যানটি পুরোপুরি ভাবে ভরে যায় এবং  কোন পাত্রে তেল বাকি না থাকে (1)13 লিটা (2) 10 লিটা (3) 20 লিটা (4) 15 লিটা

 
9.
একটি পরীক্ষায় দূর্বা 70% নম্বর প্রাপ্ত করে অন্য একটি পরীক্ষায় সে 25 এর মধ্যে 20 পায় যদি ওর সামগ্রিক শতাংশ 78% হয়,তাহলে প্রথম পরীক্ষাটি কত নম্বরের ছিল (1)7.25(2)6.25(3)6(4)7.5

  
10.
দুটি ট্রেন একটি 144.5  মিটার দীর্ঘ এবং অন্যটি 165.5 মিটার দীর্ঘ, এরা একে অপরের বিপরীত দিক থেকে এসে 9.3 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে প্রতি ঘন্টা হিসেবে এই দুটি ট্রেনের সম্মিলিত দ্রুতি হবে (1)130 km(2)125 km(3)120 km(4)115 km


11.
A,B এবং C 2.4 দিনের মধ্যে একসাথে একটি কাজ শেষ করতে পারেন যদি শুধু A আর B কাজ করতো, তাহলে তাদের শুধুমাত্র 4 দিন সময় লাগতো, যদি শুধু B আর C সেই করতো, তাহলে তাদের দুজনের 3 দিন সময় লাগতো যদি B একলা কাজ করতো তাহলে তার একার কাজটি শেষ করতে কতদিন সময় লাগতো (1)6(2)4.4(3)5(4)9


12. 25
জন লোক 8 দিনের মধ্যে একটি কাজ শেষ করতে পারে 2 দিন পর আরো 5 শ্রমিক যোগদান করেন তখন থেকে কতদিন পরে কাজ শেষ হবে? (1)7(2)8(3)6(4)5


13. 144/100
175/216 এর গুণফল কত (1)7/3(2)7/6(3)14/3(4)7/12

 
14.
দুটি ইনলেট পাইপ A এবং B একটি খালি পাত্রকে যথাক্রমে 17 ঘণ্টা এবং 25.5 ঘন্টায় ভরতে পারে আর পাইপ C একটি আউটলেট পাইপ  যা ভর্তি পাত্রটিকে 8.5 ঘন্টায় খালি করতে পারে পাত্রটি ভর্তি থাকাকালীন পাইপ C কে এক ঘন্টার জন্য চালু রাখা হয় এবং তারপর বন্ধ করা হয় এবং পাইপ A কে এক ঘন্টার জন্য চালু করা হয়, তারপর বন্ধ করা হয় এবং পাইপ B কে এক ঘন্টার জন্য চালু করা হয় এই প্রক্রিয়ায় পাত্রটি খালি না হওয়া পর্যন্ত চলতে থাকে ভরা পাত্রটি খালি হতে কত সময় লাগবে (1)6 দিন 9 ঘণ্টা (2) 5 দিন 19 ঘণ্টা (3) 5 দিন 16 ঘণ্টা (4) 6 দিন 7 ঘণ্টা  

 
15.
সীতার বয়স রাম, মোহন এবং সীতার গড় বয়সের দ্বিগুণ রামের বয়স, রাম, মোহন এবং সীতার গড় বয়সের অর্ধেক যদি মোহনের বয়স 5 বছর হয়, তাহলে রাম, মোহন এবং সীতার  গড় বয়স কত (1)10 বছর (2) 8 বছর (3) 7 বছর (4) 15 বছর   


16. 52
65 এর লসাগু কত? (1)390(2)650(3)260(4)520


17. 25281
এর বর্গমূল কি (1)149(2)159(3)139(4)143

18. একটি ঘনকের একটি প্রান্তের দৈর্ঘ্য হল 80 সেমি ঘনকটির প্রতিটি পৃষ্ঠে হলুদ রঙের একটি করে বৃত্ত আঁকা আছে ঘনকটির পৃষ্ঠতলের রং না করা অংশের ক্ষেত্রফল কত হবে যদি বৃত্তগুলির সর্বাধিক সম্ভাব্য ক্ষেত্রফল হয়ে থাকে  (1)8200.14 cm2(2)8127.14 cm2 (3)8528.57 cm2 (4)8228.57 cm2


19.
একজন ব্যক্তি 2500 টাকা দিয়ে একটি ঘড়ি কিনেছেন এবং তার ক্রয় মূল্যের চেয়ে 15 % বেশি বিক্রি করেছেন যদি ব্যক্তিটি 150 টাকা ট্যাক্স দিয়ে থাকে তার লাভের শতাংশ নির্ণয় করুন (1)11%(2)20%(3)15%(4)9%


20. x2 + 4.5 kx + 13.5 k = 0 সমীকরণটির যদি দুটি সমান বীজ থাকে, তাহলে k এর মান হবে

(1)k<0 অথবা  k>8/3(2)0<k<8/3(3)k=8/3(4)k=8/3 অথবা k=0

 21. প্রথম 100 টি অযুগ্ম স্বাভাবিক সংখ্যাগুলির মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে? (1)50(2)46(3)49(4)45

22. একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হলো 7.8 cm, 5 cm এবং 11.2 cm, তাহলে সেটির ক্ষেত্রফল কত হবে  (1)12 cm2(2)18 cm2 (3)16.8 cm2 (4)17.4 cm2

23. একটি বৃত্তে AB কে স্পর্শক DE এর সঙ্গে D বিন্দুতে মিলিত করার জন্য প্রসারিত করা হয় যদি AB = 24 সেমি এবং BD= 8 সেমি হয় ,তাহলে DE এর দৈর্ঘ্য নির্ণয় করুন  (1)16 cm(2)24 cm(3)18 cm(4)12 cm


24. যদি sin(A-B)=sinAcosB-cosAsinB হয় তাহলে sin150 =?  

(1)(√6-√2)/2(2)(√3-√2)/2(3) (√6-√2)/4 (4) (√3-1)/4

 


07-12-2018 সালে Railway Group-D   প্রশ্নের (Set-7)PDF : 




Answers of Railway Gr-D Math (Set-7):  


(1)4(2)1(3)1(4)2(5)1(6)3(7)1(8)4(9)2(10)3(11)1 (12)4(13)2(14)3(15)1(16)3(17)2(18)4(19)4(20)4(21)4(22)3(23)1(24)3

 




অঙ্কের সমাধান এর জন্য নিচে দেওয়া ভিডিও লিঙ্কে ক্লিক কর : 

Post a Comment

0 Comments