Current Affairs Practice Set
![]() |
সাম্প্রতিকি |
Current Affairs Practice Set-3
বন্ধুরা
আজ তোমাদের কাছে নিয়ে এসেছি সমস্ত চাকরি পরীক্ষায় উপযোগী 20 টি প্রশ্নের কারেন্ট অ্যাফেয়ার্স এর একটি প্র্যাকটিস সেট । নির্দিষ্ট সময়ের মধ্যে প্রস্নগুলির যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা কর এবং তোমাদের স্কোর কত হল মিলিয়ে নাও। আসন্ন যে কোন চাকরি পরীক্ষায় এগুলি তোমাদের উপকারে আসবে আশা করি। এছাড়াও নিজেদের প্রস্তুতি যাচাই করে নিতে পারবে এই কুইজ (Current Affairs Quiz) এর মাধ্যমে। অঙ্ক , রিজনিং ও ইংরাজীর এইরকম কুইজ ফরম্যাটে প্র্যাকটিস সেটের জন্য আমাদের এই ওয়েব সাইট নিয়মিত ফলো করো। কুইজ শুরু করার জন্য নিচের বক্সে দেওয়া “Start The Quiz” এ ক্লিক করো।প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমরা 15 সেকেন্ড করে সময় পাবে।চলো শুরু করা যাক।
প্রতিটি প্রশ্নের জন্য সময় বরাদ্দ 15 সেকেন্ড .
Time's Up
score:
0 Comments
Please do not enter any spam link in the comment box