Static GK (Collected from Current events May ,2021)
আজ তোমাদের কাছে নিয়ে এসেছি মে, ২০২১ এর কারেন্ট অ্যাফেয়ার্স-এ যে সমস্ত স্থান, সংগঠন ইত্যাদি খবরে এসেছিল, তাদের স্ট্যাটিক জিকে-র প্রস্ন। পরীক্ষার সময় অনেকেই বুঝতে পারেনা, স্ট্যাটিক জিকে-র প্রশ্ন কোথা থেকে দেবে। আসলে, যে সমস্ত ঘটনা সাম্প্রতিক খবরে আসে, বেশিরভাগ সময়–ই স্ট্যাটিক জিকে-র অংশ সেখান থেকে নেওয়া হয়। তাই, আর দেরি না করে নিচে দেওয়া তথ্যগুলি ভালোভাবে দেখে নাও; আর প্রয়োজন মনে করলে এর PDF নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সংগ্রহে রেখে দাও। পরীক্ষার আগে একবার চোখ বুলিয়ে নিলেই কেল্লাফতে।
1.এশিয়ান ডেভালপমেন্ট ব্যাঙ্ক 19 ডিসেম্বর 1966 সালে প্রতিষ্ঠিত হয়
এবং এর সদর দপ্তর ফিলিপিন্স এ অবস্থিত।
2. UNICEF
(United Nations International Children's
Emergency Fund) 11 ডিসেম্বর 1946 সালে প্রতিষ্ঠিত
হয় এর সদস্য দেশের বর্তমান সংখ্যা 192 । এর সদর দপ্তর আমেরিকার
নিউ ইয়র্ক এ অবস্থিত। এই সংগঠনের প্রধান Henrietta H.
Holsman Fore
3. RBI 1 এপ্রিল 1935 সালে স্থাপিত হয় এবং এর সদর দপ্তর মুম্বাই
এ অবস্থিত। এর বর্তমান ও 25 তম গভর্নর
এর নাম শক্তিকান্ত দাস ।
4. মাউন্ট এভারেস্ট নেপালে সাগরমাতা নামে এবং তিব্বতে
Chomolungma নামে
পরিচিত।
5. Zayed Book Award আরব বিশ্বের নোবেল প্রাইজ
নামে খ্যাত।
6. ICC-র
চেয়ারম্যান Greg Barclay, CEO- Manu Sawhney,
7. ভারতীয় নৌসেনা প্রধান- অ্যাডমিরাল করমবীর সিং , বায়ুসেনা
প্রধান- রাকেশ
কুমার সিং ভাদুরিয়া
8. ফিফার
প্রেসিডেন্ট- গিয়ানি ইনফ্যান্তিনো ( Gianni Infantino)
9. IMF এর
চেয়ারম্যান- Kristalina Georgieva
10. (i)সিকিমের মুখ্যমন্ত্রী – PS
Golary, গভর্নর – Ganga Prasad
(ii) পুদুচেরির মুখ্যমন্ত্রী - এন রঙ্গস্বামী
(iii)ঝাড়খণ্ড এর মুখ্যমন্ত্রী – হেমন্ত সোরেন , গভর্নর –শ্রীমতী
দ্রৌপদী
মুরমু,
(iv) কর্ণাটক এর মুখ্যমন্ত্রী – এস ইয়েদুরিয়াপ্পা
(v) হরিয়ানার মুখ্যমন্ত্রী – মনোহর লাল খাট্টার
(vi) উত্তরাখণ্ড এর মুখ্যমন্ত্রী – Tirath Singh Rawat, গভর্নর-বেবি রানি
মৌর্য
(vii) আসামের মুখ্যমন্ত্রী - Sri Himanta Biswa Sarma , গভর্নর-
জগদীশ মুখী
(viii)
নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী –নেফিউ রিও , গভর্নর- এন রবি
11. সদর দপ্তর :
(i) এশিয়ান বক্সিং কাউন্সিল – ব্যাংকক, (ii) PAYTM – নয়দা (iii)
UNESCO- প্যারিস (iv) NATO- ব্রুসেলস (v) United Nations - নিউ
ইয়র্ক (আমেরিকা) (vi) NABARD – মুম্বাই (vii) FAO- রোম, ইটালি
(viii) World Meterological Organisation- জেনেভা, সুইজারল্যান্ড
(ix) IMF – ওয়াশিংটন .ডি.সি (x) এশিয়ান ডেভালপমেন্ট ব্যাঙ্ক –
ফিলিপিন্স (xi) UNICEF- নিউ ইয়র্ক (xii) Indian Institute of Rice
Research – হায়দ্রাবাদ, তেলেঙ্গানা (xiii) National Human Rights
Commission – নিউদিল্লী (স্থাপিত- 12 অক্টোবর 1993) (xiv) ICC-
দুবাই (xv) DRDO- নিউদিল্লী (স্থাপিত-1958) (xvi) FIFA- জুরিখ
, সুইজারল্যান্ড (স্থাপিত- 21 মে 1904), (xvii)ইন্টারন্যাশনাল হকি
ফেডারেশন- Lausanne, Switzerland, (xviii)IMF- ওয়াশিংটন
ডি.সি
12. রাজধানী,প্রধান, মুদ্রা, ইত্যাদি :
(i)UAE-র রাজধানী আবুধাবি এবং এর মুদ্রার নাম দিরহাম
(ii)নরওয়ের রাজধানী ওসলো (Oslo) এবং এর মুদ্রার নাম Norwegian
krone (iii)ফ্রান্সের রাজধানী- প্যারিস,রাষ্ট্রপতি– এমানুয়েল ম্যাক্রন
,প্রধানমন্ত্রী- জিয়ান ক্যাস্তেক্স (iv)ইন্দোনেশিয়ার রাজধানী – জাকার্তা,
রাষ্ট্রপতি– জোকো উইডোডো এবং এর মুদ্রার নাম ইন্দোনেশিয়ান
রুপিয়া(v)নিউজিল্যান্ডের রাজধানী – ওয়েলিংটন , প্রধানমন্ত্রী-
জ্যাকিন্ডা আর্দেন (vi)ইসরায়েলের রাজধানী- জেরুজালেম,
প্রধানমন্ত্রী – বেঞ্জামিন নেতানেয়াহু, মুদ্রার নাম- Israeli Shekel (vii)
কেনিয়ার রাজধানী- নাইরোবি, মুদ্রার নাম- কেনিয়ান সিলিং
(viii)তিব্বতের রাজধানী –লাসা, মুদ্রার নাম- রেনমিনবি (Renminbi)
(ix) শ্রীলঙ্কার রাজধানী- Sri Jayawardenapura Kotte ( Administrative
Capital), Colombo ( Commercial Capital), মুদ্রার নাম- শ্রীলঙ্কান
রুপি (x)মালদ্বীপের রাজধানী- মালে (Male), মুদ্রার নাম-
মালদিভিয়ান রুফিয়া (Maldivian Rufiyaa)(xi)ইকুয়েডরের রাজধানী-
কুইটো (Quito) , মুদ্রার নাম- US Dollar (xii)সিরিয়ার রাজধানী-
দামাস্কাস, মুদ্রার নাম- সিরিয়ান পাউন্ড
PDF এর জন্য নিচে
দেওয়া লিঙ্কে ক্লিক কর :
File Details :
PDF Name: Static GK May 2021
Language: Bengali
Size: 343 KB
No. of Pages : 2
Download Link:
আর যারা কারেন্ট
অ্যাফেয়ার্স নির্দিষ্ট সময়ে অভ্যাস করতে চাও, তারা এই ওয়েব সাইটে কারেন্ট অ্যাফেয়ার্স
প্র্যাকটিস সেট গুলো দেখতে পারো। কিছু লিঙ্ক নিচে দেওয়া হল।
Current Affairs Practice Set-7: LINK
Current Affairs Practice Set-6: LINK
Current Affairs Practice Set-5: LINK
আর যারা WBP Math
নির্দিষ্ট সময়ে অভ্যাস করতে চাও, তারা এই ওয়েব সাইটে WBP Math প্র্যাকটিস সেট গুলো
দেখতে পারো। কিছু লিঙ্ক নিচে দেওয়া হল।
WBP Math Practice Set-6 : LINK
WBP Math Practice Set-5 : LINK
WBP Math Practice Set-4 : LINK
0 Comments
Please do not enter any spam link in the comment box