Pages

WBP GK in bengali set 2

 

WBP GK in Bengali

WBP GK in bengali




WBP GK in Bengali

আজ তোমাদের কাছে নিয়ে এসেছি WBP পরীক্ষায় উপযোগী 35 টি জেনারেল নলেজের প্রশ্নোত্তর। প্রস্নগুলির কতগুলি সঠিক উত্তর করতে পারো, একবার মিলিয়ে নাও। 

Total No. of Questions : 35

1. Hockey5s World Cup 2024 কোথায় অনুষ্ঠিত হবে? (1) ভারত (2) ওমান (3) পাকিস্তান (4) অস্ট্রেলিয়া

2. সম্প্রতি বুদ্ধদেব দাসগুপ্ত প্রয়াত হয়েছেন। তিনি কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন? (1) চিত্রপরিচালক (2) অভিনেতা (3) গায়ক (4) রাজনীতিবিদ

3. যে শ্রেণীর অক্ষর গুলিতে দর্পণের পার্শ্বীয় পরিবর্তন হয় না তা হল (1) APC (2) PSK (3) OMU (4) BDO

4. সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস হল (1) নিউক্লিয় সংযোজন (2) অতিরিক্ত তেজস্ক্রিয় মৌলের উপস্থিতি (3) নিউক্লিয় বিভাজন (4) কোনটি নয় 

5. স্কার্ভি রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন?(1) ভিটামিন B12 (2) ভিটামিন K (3) ভিটামিন C (4) ভিটামিন D

6.‘The Broken Wing’ কবিতাটি কার লেখা? (1) অরুনা আসফ আলি (2) সরোজিনী নাইডু (3) অচ্যুত রায় (4) লীলা রায়

7. কোন প্রাণীটির ক্ষেত্রে অসম্পূর্ণ রুপান্তর দেখা যায়?(1) প্রজাপতি (2) মশা (3) আরশোলা (4) মৌমাছি

8. লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিনের শতকরা পরিমাণ কত? (1) 48% (2) 34% (3) 20% (4) 10%

9. কোন রাজ্য সরকার সম্প্রতি ‘প্রাণবায়ু দেবতা পেনশন স্কিম’ চালু করেছে? (1) অন্ধ্রপ্রদেশ (2) হিমাচল প্রদেশ (3) হরিয়ানা (4) কর্ণাটক  

10. লাফিং গ্যাস কি?(1) N2O (2) NO2 (3) N2O2 (4)SO2

11. চন্ডালিকা’ নৃত্যনাট্টের প্রধান নারী চরিত্রটির নাম কি?(1) নন্দিনী (2) প্রকৃতি (3) সুমিত্রা (4)অপর্ণা

12. কল্প কাহিনী বিভাগে কে 2021 সালে পুলিতজার পুরস্কার পেয়েছেন?  (1) Megha Rajagopalan (2) Vernal Coleman (3) Louise Erdrich (4) None of these

 13. ‘ওভাল উইন্ডো’ কোন অঙ্গে পাওয়া যায়?(1) কান (2) চোখ (3) নাক (4) হৃদপিন্ড

14. কুচবিহার ট্রফি দেওয়া হয় যে খেলায় (1) ব্রিজ (2) দাবা (3) ক্রিকেট (4) ফুটবল

15. নিম্নোক্তোদের কে তবলা বাদক নন ? (1) জাকির হোসেন (2) আল্লারাখা (3) বিক্রম ঘোষ (4) শিবকুমার শর্মা 

16. পুরুষ বিভাগে 2021 সালে ফরাসি ওপেন বিজেতার নাম কি?  (1) রজার ফেডেরার (2) রাফায়েল নাদাল (3) নোভাক দিজকভিক (4) উপরের কেউ নয়

17. ভারতীয় বিমান বাহিনীর প্রথম এয়ার মার্শাল ছিলেন (1) কিরণ মজুমদার সাউ (2) পদ্মাবতী বন্দ্যোপাধ্যায় (3) অঞ্জু ববি জর্জ (4) সোমা বিশ্বাস

18. কোন খেলার জন্য উবের কাপ দেওয়া হয়? (1) হকি (2) নৌচালনা (3) ব্যাডমিন্টন (4)ফুটবল

19. ‘সমাজতান্ত্রিক’ শব্দটি প্রস্তাবনায় সংযোজিত হয়েছে কোন বছরে?(1) 1952 (2) 1976 (3) 1950 (4)1978

20. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটাধিকারের উল্লেখ আছে?(1) 25 (2) 17 (3) 39 (4) 326

21. ‘সম্পদের নিষ্কাশন’ এর সমালোচনা করেন (1) দাদাভাই নৌরজী (2) জি.কে.গোখলে (3) বদরুদ্দিন তায়েবজী (4) রমেশচন্দ্র দত্ত 

22. ‘আত্মীয়সভা’ কে প্রতিষ্ঠা করেন? (1) কেশব চন্দ্র সেন (2) রামমোহন রায় (3) বিদ্যাসাগর (4) মোহন সিং

23. 1857 সালের বিদ্রোহে কে অংশগ্রহণ করেননি ?(1) নানাসাহেব (2) রাণি লক্ষীবাঈ (3) লালা লাজপত রায় (4) কুনওয়ার সিং

24. শ্রুদ্রকের ‘মৃচ্ছকটিকম’ একটি (1) উপন্যাস (2) নাটক (3) ছোটগল্প (4) কবিতা

25. কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? (1) 1857 (2) 1876 (3) 1835 (4) 1817

26. তিস্তা নদীর গিরিখাত দেখা যায় নদীটির (1) মধ্য গতিতে (2) উচ্চ গতিতে (3) ব-দ্বীপে (4) নিম্ন গতিতে

27. ভারতে ____ মাসে আউস ধান রোপন করা হয়। (1) জানুয়ারি-ফেব্রুয়ারি (2) মে-জুন (3) মার্চ-এপ্রিল (4) নভেম্বর-ডিসেম্বর 

28. ফিউজ তার একটি সংকর ধাতু যার উপাদানগুলি হল (1) সীসা ও দস্তা (2) টিন ও সীসা (3) টিন ও দস্তা (4) টিন ও তামা

29. সর্বাপেক্ষা কম সালোকসংশ্লেষ হয় কোন আলোয়?(1) নীল (2) লাল (3) কমলা (4) সবুজ

30. ঝড়ে কুঁড়েঘরের চাল উড়ে যাওয়ার সঙ্গে নিম্নলিখিত কোন বৈজ্ঞানিকের সুত্রটি সম্পর্কিত? (1) আর্কিমিডিসের নীতি (2) পাস্কালের সুত্র (3) বারনৌলির উপপাদ্য (4) হুকের সুত্র 

31. কোষ চক্রের কোন দশায় DNA –র দ্বিত্বকরণ ঘটে? (1) G (2) G2 (3) S (4) M

32. ব্যাকেলাইট প্লাস্টিক তৈরি হয় ফরম্যালডিহাইডের সাথে কার বিক্রিয়ায়? (1) ন্যাপথালিন (2) ক্লোরোফর্ম (3) বেঞ্জিন (4) ফেনল

33. মানুষের স্পাইনাল নার্ভের সংখ্যা কত জোড়া? (1) 8 (2) 12 (3) 25 (4) 31

34. দুটি অসমাকৃতি গ্যামেটের মিলনকে কি বলে? (1) আইসোগ্যামী (2) সিমগ্যামী (3) অ্যানাইসোগ্যামী (4) উগ্যামী

35. কোন কোষের তড়িচ্চালক বলের একক (1) ওহম (2) অ্যাম্পিয়ার (3) ভোল্ট (4) কুলম্ব


Current Affairs Practice Set-7:  LINK

Answers:

(1) 2 (2) 1 (3) 3 (4) 1 (5) 3 (6) 2 (7) 1 (8) 2 (9) 3 (10) 1 (11) 2 (12) 3 (13) 1 (14) 3 (15) 4 (16) 3 (17) 2 (18) 3 (19) 2 (20) 4 (21) 4 (22) 2 (23) 3 (24) 2 (25) 1 (26) 2 (27) 3 (28) 2 (29) 4 (30) 3 (31) 3 (32) 3 (33) 4 (34) 3 (35) 3


Post a Comment

0 Comments