WBP GK in Bengali
আজ তোমাদের কাছে নিয়ে এসেছি WBP পরীক্ষায় উপযোগী 30 টি জেনারেল নলেজের প্রশ্নোত্তর। প্রস্নগুলির কতগুলি সঠিক উত্তর করতে পারো, একবার মিলিয়ে নাও।
1. সিসচুরা হিরণ্যকেশী বায়ো ডাইভারসিটি হেরিটেজ সাইট কোথায় অবস্থিত? (1) পশ্চিমবঙ্গ (2) মহারাষ্ট্র (3) কেরালা (4) উত্তরপ্রদেশ
2. P-note নিম্নলিখিত কোনটির সাথে যুক্ত?
(1) WTO (2)
স্টক
মার্কেটে বিনিয়োগ (3) RBIএর আর্থিক নীতির অংশ
(4)
কোনটি নয়
3. বায়ুমন্ডলে যে বিরলতম গ্যাস সর্বাধিক তা হল (1) জেনন (2) আর্গন (3) নিয়ন (4) হিলিয়াম
4. যে পদ্ধতিতে LPG সিলিন্ডার থেকে গ্যাস মুক্ত হয় তাকে বলে (1) ভেন্টিলেসন (2) ডিফিউসন (3) এফিউসন (4) প্রেশার
5. দ্যা কালা ঘোড়া (The
Kala Ghoda)আর্টস ফেস্টিভ্যাল কোন শহরে উদযাপিত হয়? (1) কটক (2) বেনারস (3) কোলকাতা (4) মুম্বই
6. সম্প্রতি জন ম্যাগুফুলি (John Magufuli)পরলোক গমন করেছেন। তিনি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? (1) কেনিয়া (2) তানজানিয়া (3) সোমালিয়া (4) ইথিওপিয়া
7. H+ এ উপস্থিত ইলেকট্রন সংখ্যা (1) 0 (2) 1 (3) 2 (4) 3
8. আলোকবর্ষ কি ধরণের একক (1) রৈখিক একক (2) লব্ধ একক (3) মূল একক (4) কোনটি নয়
9. নিচের কোনটি ভেক্টর রাশির উদাহরন? (1) ক্ষেত্রফল (2) দৈর্ঘ্য (3) সরণ (4) সময়
10. নর্মাল স্যালাইন হল সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যার মাত্রা (1) 1% (2) 0.84% (3) 1 মোলার (4) 0.84 নর্মাল
CurrentAffairs Practice Set-8:
11. ইকতা প্রথার প্রবর্তন কে করেন? (1) গিয়াসুদ্দিন বলবন (2) ইলতুতমিস (3) কুতুবুদ্দিন আইবক (4) মহঃ ঘোরি
12. একা আন্দোলন ছিল (1) একটি ধর্মীয় আন্দোলন (2) একটি কৃষক আন্দোলন (3) গোপন বিপ্লবী আন্দোলন (4) কোনটি নয়
13. 2021 সালে কতজনকে পদ্ম বিভূষণ পুরস্কারে সন্মানিত করা হয়েছে?(1) 5 (2) 9 ( 3) 7 (4) 10
14. গান্ধীজীর আইন অমান্য আন্দোলনের সময় কে গভর্নর ছিলেন? (1) লর্ড হার্ডিঞ্জ (2) লর্ড মিন্ট (3) লর্ড লিনলিথগো (4) লর্ড আরউইন
15. ‘অনাবশ্যক মহামহিম’ বলা হয় ভারতের (1) রাষ্ট্রপতিকে (2) উপরাষ্ট্রপতিকে (3) রাজ্যপালকে (4) স্পিকারকে
16. WHO এর মতে COVID-19 রোগের জন্য দায়ী ভাইরাসটির অফিসিয়াল নাম হল
(1) SARS-CoV-2 (2) Covid-19 (3) nCovid-19 (4)করোনা ভাইরাস
17. ভাগীরথী ও অলকানন্দার সংযোগস্থল অবস্থিত (1) রুদ্রপ্রয়াগে (2) দেবপ্রয়াগে (3) হরিদ্বারে (4) এলাহাবাদে
18. ভারতীয় সংবিধানের
কোন সংশোধনীর দ্বারা ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? (1) 60
তম (2) 62
তম (3) 61 তম (4) 63 তম
19. ডিলাটোমিটার কিসের পরিমাপে ব্যবহৃত হয়? (1) তড়িৎশক্তি (2) যান্ত্রিকশক্তি (3) পদার্থের মাত্রাগত পরিবর্তন (4) তাপীয় শক্তি
20. শান্তিস্বরূপ ভাটনগর যে ক্ষেত্রে দেওয়া হয় সেটি হল (1) শান্তি (2) বিজ্ঞান ও প্রযুক্তি (3) চিকিৎসা (4) অর্থনীতি
21. সুন্দরবনকে রামসর ক্ষেত্র হিসাবে ঘোষণা করা হয় কত সালে? (1) 1987 (2) 1972 (3) 2018 (4) 2019
22. ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন কোথায় অবস্থিত? (1) দিল্লী (2) দেরাদুন (3) শ্রীনগর (4) কোলকাতা
23. খাদর কোন মৃত্তিকার সঙ্গে সম্পর্কিত? (1) কৃষ্ণ মৃত্তিকা (2) নতুন পলিমাটি (3) ল্যাটেরাইট মৃত্তিকা (4) লোহিত মৃত্তিকা
24. ফিয়র্ড কিসের ফল? (1) নদীর ক্ষয়কার্য (2) বায়ুর ক্ষয়কার্য (3) হিমবাহের ক্ষয়কার্য (4) বায়ুর বহনকার্য
25. 2020 সালের ব্যাস সম্মান পুরস্কার কে পেয়েছেন ? 1) মমতা কালিয়া 2) নাসিরা শর্মা 3) শরদ পাগারে 4) সুরিন্দর বর্মা
26. ভারতের কোন রাজ্য প্রথম সরকার পরিচালিত Animal Ambulance Network চালু করেছে ? (1) কর্ণাটক (2) অন্ধ্রপ্রদেশ (3) পাঞ্জাব (4) মধ্যপ্রদেশ
27. ভারতের কোন রাজ্য সম্প্রতি ( 25 জানুয়ারি,2021) 50 তম প্রতিষ্ঠা দিবস পালন করলো ? (1) কর্ণাটক (2) পাঞ্জাব (3) হিমাচল প্রদেশ (4) উত্তর প্রদেশ
28. অ্যাপোজি হল (1) চন্দ্রের অনুসুর অবস্থান (2) চন্দ্রের অপসুর অবস্থান (3) জোয়ার ভাটা (4) কোনটি নয়
29. গোলাপি বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? (1) ফল উৎপাদন (2) দুগ্ধ উৎপাদন (3) চিংড়ি বা পেঁয়াজ উৎপাদন (4) বস্ত্র উৎপাদন
30. সম্প্রতি Lou Ottens প্রয়াত হয়েছেন। তিনি নিম্নের
কোনটির আবিষ্কর্তা? (1) টেলিস্কোপ
(2) অডিও ক্যাসেট টেপ (3) রেডিও
(4) গ্রামোফোন
উত্তর
:
(1) 2 (2) 2 (3) 2 (4) 2 (5) 4
(6) 2 (7) 1 (8) 3 (9) 3 (10) 2 (11) 2 (12) 2 (13) 3 (14) 4 (15) 2 (16) 1 (17) 2
(18) 3 (19) 3 (20) 2 (21) 4 (22) 3 (23) 2 (24) 3 (25) 3 (26) 2 (27) 3 (28) 2 (29)
3 (30) 2
0 Comments
Please do not enter any spam link in the comment box