Pages

PSC Clerkship Math Practice Set-1


PSC Clerkship Math Practice Set


বন্ধুরা,

এই পর্বে আমরা PSC Clerkship Exam এর জন্য বাছাই করা 15 টি প্রশ্ন উত্তর নিয়ে এসেছিএটি শুধু PSC Clerkship পরীক্ষার জন্য নয়, PSC Miscellaneous Examএর জন্য এবং WBP পরীক্ষার জন্যও সমানভাবে উপকারীপ্রশ্নের উত্তর আগে নিজে করো এবং এর PDF টি অবশ্যই সংগ্রহ করে নিও 

PSC Clerkship Math


PSC Clerkship Math Practice Set 



1. দুটি বিপরীত অভিমুখে ধাবমান ট্রেন একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে যথাক্রমে 27 সেকেন্ড ও 17 সেকেন্ডে অতিক্রম করে এবং ট্রেন দুটি পরস্পরকে 23 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত?
a) 1:3
b) 3:2
c) 3:4
d) 2:3



2.একজন দোকানদার 20 টাকা কেজি দরে 26 কেজি চায়ের সঙ্গে 36 টাকা কেজি দরের 30 কেজি চা মেশালেন। তারপর সেই চায়ের মিশ্রণ কেজি প্রতি 30 টাকা দরে বিক্রি করলেন। তার কত শতাংশ লাভ হল ?
a) 4%
b) 5%
c) 6.25%
d) কোনোটিই নয়



3. একটি পরীক্ষায় 48টি প্রশ্ন রয়েছে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর পাওয়া যায়। প্রতিটি ভুল উত্তরের জন্য1/2 নম্বর কেটে নেওয়া হয়। একজন শিক্ষার্থী সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে 21 নম্বর পেয়েছে। ভুল উত্তর দেওয়া প্রশ্নের সংখ্যা হল
a) 28
b) 12
c) 18
d) 30



4.তিন অঙ্কের কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হলে মুল সংখ্যাটি সর্বদা নিম্নের কোনটি দ্বারা বিভাজ্য হবে
a) 6
b) 3
c) 2
d) 12



5. 'A' একই সময়ে ‘B’ এর চেয়ে 50% বেশি কাজ করতে পারে । ‘B’ একা একটি কাজ 12 ঘণ্টায় করতে পারে । তাহলে ‘A’, ‘B’-এর সহায়তায় কতদিনে কাজটি শেষ করতে পারবে ?
a) 4 ঘণ্টা 48 মিনিট
b) ৪ ঘণ্টা
c) 7 ঘণ্টা 12 মিনিট
d) 3 ঘণ্টা 42 মিনিট



6. যদি একটি নিয়মিত বহুভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের পরিমাপ 150° হয় তবে এর কর্ণের সংখ্যা নির্ণয় করো।
a) 54
b) 27
c) 15
d) 12



7.চারজন ছেলেমেয়ে ও তাদের মায়ের গড় বয়স, চারজন ছেলেমেয়ে ও পিতার গড় বয়স থেকে 2 বছর কম, পিতার বয়স 58 বছর হলে, মায়ের বয়স হল
a) 35 বছর
b) 48 বছর
c) 50 বছর
d) 40 বছর



8.রমেশের বয়স, সুরেশের বয়সের তিন গুণ । 9 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 66 বছর। তাদের বর্তমান বয়স কত?
a) 21 ও 63
b) 22 ও 66
c) 28 ও 84
d) 23 ও 69



9. একজন অসাধু ব্যবসায়ী তার পণ্যের উপর 5% বেশি দাম লিখে রাখে এবং একটি প্রতারণামুলক ব্যালেন্স ব্যবহার করে যার রশ্মি অনুভুমিক হয় যখন একটি স্কেলে ওজন অন্যটির ওজনের তুলনায় 1/5 অংশ বেশি হয়। তার প্রকৃত লাভের পরিমাণ কত?
a) 29.25%
b) 31.25%
c) 33%
d) 32.5%



10.যদি A এর 30% , B এর 40% এর সঙ্গে যোগ করা হয় তবে যোগফল B এর 80% হয়। B A এর কত শতাংশ?
a) 30%
b) 40%
c) 70%
d) 75%



11. কত টাকা থেকে 5% খরচ করলে 133 টাকা থাকবে?
a) 150
b) 140
c) 160
d) কোনোটিই নয়



12.3টি সংখ্যার গ. সা. গু. 6 এবং ল. সা. গু. 630, যদি 2টি সংখ্যা 18 এবং 42 হয় তবে তৃতীয় সংখ্যাটি কত?
a) 30
b) 20
c) 24
d) 28



13. একটি নির্বাচনে কেবলমাত্র দুজন প্রার্থী ছিলেন । একজন প্রার্থী মোট ভোটের 62% পেয়ে নির্বাচিত হন। যদি তিনি 288 ভোটে জেতেন তবে নির্বাচিত প্রার্থী কত ভোট পেয়েছিলেন?
a) 456 ভোট
b) 744 ভোট
c) 912 ভোট
d) 1200 ভোট



14.মোহন তার জমির 1/2 অংশ বিক্রি করলেন এবং বাকি অংশের 1/2 দিলেন তার পুত্রকে ও অবশিষ্টের 1/3 অংশ দিলেন তার কন্যাকে। তার কন্যার অংশের মূল্য 6250 টাকা হলে তার পুরো সম্পত্তির মূল্য কত ছিল ?
a) 18,750 টাকা
b) 25,000 টাকা
c) 75,000 টাকা
d) 1,50,000 টাকা



15. দুটি নৌকা একে অপরের দিকে যথাক্রমে 36 কিমি/ঘন্টা ও 54 কিমি/ঘন্টা বেগে এগিয়ে আসছে। নৌকা দুটির মধ্যে ধাক্কা লাগার 1 সেকেন্ড আগে তাদের মধ্যে কত মিটার দূরত্ব হবে?
a) 10
b) 15
c) 25
d) 5




PSC Clerkship Math Practice Set-1 PDF

Download from here
You have to wait 40 seconds.


Post a Comment

0 Comments