Railway NTPC Examination || Railway NTPC
Previous years’ all Time & Work Questions
||Railway NTPC Chapter wise math ||
Railway NTPC Previous Year all Time & Work questions
হ্যালো বন্ধুরা ,
আসন্ন Railway NTPC পরীক্ষার কথা মাথায় রেখে 1997-2017 সাল পর্যন্ত সময় ও কার্য এই চ্যাপ্টার থেকে আসা প্রশ্ন দেওয়া হল। Repeated Questions গুলোকে বাদ দিয়ে ভিন্ন মানের প্রশ্ন গুলিকেই শুধু এখানে দেওয়া হয়েছে। নিজেরা এটার সমাধান করে উত্তর গুলো মিলিয়ে নাও ।
অঙ্কের সমাধান এর জন্য নিচে দেওয়া ভিডিও লিঙ্কে ক্লিক করে সমাধান দেখে নিও ।
No. of Questions : 30
1. A,B এর তুলনায় 70% বেশি দক্ষ। যদি B কোন একটি কাজ 34 দিনে করে তবে A একা কাজটি কতদিনে করবে ? (1)11.2 দিনে (2)15.5 দিনে (3)20 দিনে (4)21 দিনে
2.16 জন পুরুষ বা 20 জন মহিলা একটি কাজ 25 দিনে সম্পন্ন করতে পারে। কত দিনে 28 জন পুরুষ এবং 15 জন মহিলা একত্রে কাজটি সম্পন্ন করবে?(1)9(2)11(3)8(4)10
3. A ও B কোন কাজ যথাক্রমে 12 ও 15 ঘন্টায় সম্পন্ন করতে পারে। প্রতি 1 ঘন্টা অন্তর পর্যাক্রমে তারা কাজ করলে এবং A কাজটি শুরু করলে কতক্ষণ পরে কাজটি শেষ হবে?(1)14ঘন্টা(2)14


4. Aও B কোন কাজ একত্রে 12 দিনে সম্পন্ন করে যেখানে A,B ও C তিনজনে মিলে একত্রে কাজটি 8 দিনে শেষ করে। C একা কাজটি কত দিনে সম্পন্ন করবে?(1)12 দিনে (2)10 দিনে(3)9 দিনে(4)24 দিনে
5. একজন কনট্রাক্টর কোন কাজ 62 দিনে শেষ করবেন বলে চুক্তিবদ্ধ হয়। তিনি কাজটির জন্য 60 জন শ্রমিক নিযুক্ত করেন। 32 দিন পর তিনি দেখলেন কাজটি 2/3 অংশ শেষ হয়ে গেছে কতজন শ্রমিক কে তিনি ছাড়িয়ে দেবেন যাতে করে কাজটি সময়মতো শেষ হয়?(1)28(2)38(3)40(4)44
6. A,B এবং C কোন কাজ যথাক্রমে 20 দিন ,15 দিন ও 12 দিনে শেষ করতে পারে। A কতদিনে কাজটি শেষ করবে যদি প্রতি একদিন অন্তর B ও C তাকে কাজে সহায়তা করে?(1)14(2)6(3)8(4)10
7. Aও B কোন কাজ একত্রে 30 দিনে সম্পন্ন করতে পারে। কিন্তু 20 দিন পর B কাজটি ছেড়ে চলে গেল এবং A বাকি কাজটি আরও 20 দিনে সম্পন্ন করল। B একা কাজটি কত দিনে সম্পন্ন করতে পারত ? (1)48(2)50(3)56(4)60
8. A,B এবং C কোন কাজ যথাক্রমে 15,20 ও 30 দিনে সম্পন্ন করতে পারে। তারা কাজটির জন্য 810 টাকা মজুরি নেয়।A এর প্রাপ্ত টাকার পরিমান B এর তুলনায় কত বেশি ? (1)90 টাকা (2)190 টাকা (3)270 টাকা (4)360 টাকা
9.16 জন লোক কোনো কাজ 16 দিনে সম্পন্ন করতে পারে। কাজ শুরু হওয়ার 4 দিন পর আরও 8 জন লোক কাজে যুক্ত হলো। বাকি কাজ সম্পন্ন করতে আরও কতদিন সময় লাগবে?(1)10 দিন (2)6 দিন (3)8 দিন (4) উপরের কোনটি নয়
10. একদল শ্রমিক কোন কাজ 25 দিনে শেষ করতে পারে। যদি দলের মধ্যে 6 জন শ্রমিক না আসে তবে বাকি শ্রমিক 40 দিনে কাজটি শেষ করে। প্রথমে দলের মধ্যে কতজন শ্রমিক ছিল?(1)22(2)20(3)18(4)16
11. যদি 12 জন পুরুষ ও 16 জন বালক কোন কাজ পাঁচ দিনে এবং 13 জন পুরুষ ও 24 জন বালক সেই কাজটি 4 দিনে সম্পন্ন করে তবে কত দিনে 7 জন পুরুষ এবং 10 জন বালক ওই কাজটি সম্পন্ন করবে?(1)10




12. X ও Y কোন কাজ একত্রে 12 দিনে, Yও Z সেই কাজটি একত্রে 15 দিনে এবং Z ও X একত্রে কাজটি 20 দিনে সম্পন্ন করতে পারে। যদি তিনজনে একত্রে কাজটি করে তবে কাজটি কত দিনে সম্পন্ন হবে?(1)7(2)8(3)9(4)10
13. X ও Y কোন কাজ যথাক্রমে 12 ও 16 দিনে সম্পন্ন করে। তারা একত্রে কাজ শুরু করল এবং 3দিন পর X চলে গেল। বাকি কাজটি Y কত দিনে সম্পন্ন করবে? (1)9(2)10(3)12(4)15
14. X,Y ও Z কোন একটি কাজ করে দেওয়ার জন্য 1058 টাকা মজুরি হিসেবে ধার্য করল। যদি X ও Y একত্রে কাজটির 19/23 অংশ এবং Yও Z কাজটির 8/23 অংশ সম্পন্ন করে তবে X কত টাকা পাবে?(1)680(2)688(3)690(4)682
15. কিছু লোক কোন একটি কাজ 60 দিনে সম্পন্ন করতে পারে। যদি আরও 8 জন লোক থাকতো, তবে কাজটি সম্পন্ন করতে 10 দিন সময় কম লাগতো। প্রথমে কত জন লোক ছিল ? (1)40(2)42(3)45(4)50
Railway Gr-d math question (Pt-1) 2018 : Link
Railway Gr-d math Questions (Pt-2) 2018 : Link
16. X কোন কাজ 5 দিনে , Y 4 দিনে এবং X,Yও Z মিলে কাজটি 2 দিনে সম্পন্ন করে। Z একা কাজটি কত দিনে সম্পন্ন করতে পারে?(1)12(2)15(3)18(4)20
17. কোন কাজ Aও B একত্রে 12 দিনে সম্পন্ন করতে পারে এবং A একা কাজটি 20 দিনে সম্পন্ন করতে পারে। যদি B এখন অর্ধেক দিন করে কাজ করে তবে এখন Aও B একত্রে কাজটি কত দিনে সম্পন্ন করবে?(1)15(2)11(3)20(4)10
18. 8 টি মাকড়সা 7 টি জাল 7 দিনে তৈরি করে। 1 টি মাকড়সা 1 টি জাল তৈরি করতে কতদিন সময় নেবে?(1)1(2)8(3)49(4)3.5
19. একজন পুরুষ ও একজন বালক একত্রে কোন একটি কাজ 40 দিনে সম্পন্ন করে। যদি তাদের দক্ষতার অনুপাত যথাক্রমে 8:5 হয় তবে বালকটি একা কাজটি কতদিনে সম্পন্ন করতে পারবে?(1)52(2)68(3)80(4)104
20. P,Q ও R কোন কাজ যথাক্রমে 24 ,30 ও 40 দিনে সম্পন্ন করতে পারে। তারা একত্রে কাজ শুরু করলো। কিন্তু কাজটি শেষ হওয়ার 4 দিন আগে R চলে গেল কাজটি কত দিনে সম্পন্ন হয়েছিল?(1)15(2)14(3)13(4)11
21. 8 জন পুরুষ ও 12 জন বালক কোন কাজ 9 দিনে সম্পন্ন করতে পারে। কাজটি শেষ করতে একজন বালক একজন পুরুষের দ্বিগুণ সময় নেয়। কত দিনে 12 জন লোক কাজটির দ্বিগুণ কাজ শেষ করবে?(1)10(2)14(3)16(4)21
22. রাম ও শ্যাম কোন কাজ একত্রে 8 দিনে সম্পন্ন করে। যদি রামের একা কাজটি শেষ করতে 12 দিন সময় লাগে তবে শ্যামের একা কাজটি শেষ করতে কতদিন লাগবে?(1)16(2)20(3)24(4)30
23. যদি 10 জন শ্রমিকের 6 দিনের মজুরি 1200 টাকা হয় তবে 4 জন শ্রমিকের একদিনের মজুরি কত ? (1)40 টাকা (2)32 টাকা (3)80 টাকা (4)24 টাকা
24. কোন কাজ শেষ করতে A,B এর দ্বিগুণ সময় নেয় এবং C এর তিনগুণ সময় নেয়। তারা একত্রে কাজটি একদিনে সম্পন্ন করল। A একা কাজটি কত দিনে সম্পন্ন করবে?(1)9(2)5(3)6(4)4
25. 2 জন পুরুষ ও 1 জন মহিলা কোন কাজ 14 দিনে সম্পন্ন করতে পারে ; ওই কাজটি 4 জন মহিলা ও 2 জন পুরুষ একত্রে 8 দিনে সম্পন্ন করতে পারে। যদি একজন পুরুষ প্রতিদিন 600 টাকা করে মজুরি পায় তবে প্রতিদিন একজন মহিলা কত টাকা করে মজুরি পাবে ? (1)400(2)450(3)480(4)360
Railway NTPC Math 1997-2019 ( Profit & Loss) Questions : Link
Railway NTPC Math 1997-2017 (Pipe and Cistern) Questions
PDF : Link
Railway NTPC previous year (1997-2019) all Mixture Questions PDF: Link
26. কোন একটি কাজ শেষ করে রিতা, রাম এবং রেশমি 625 টাকা পায়। যদি রিতা ও রাম কাজটির 17/23 অংশ সম্পন্ন করে তবে রেশমি কত টাকা পাবে?(1)161.04(2)163.04(3)162.04(4)
উপরের কোনটি নয়
27. 10 জন পুরুষ একটি পাঁচিল 8 দিনে তৈরি করতে পারে. এই পাঁচিল টি অর্ধেক দিনে তৈরি করতে কতজন পুরুষ লাগবে ? (1)80(2)100(3)120(4)160
28. 50 জন শ্রমিক প্রতিদিন 8 ঘণ্টা করে কাজ করে একটি কাজ 6 দিনে শেষ করে। যদি কাজটি শেষ করার জন্য 40 জন শ্রমিক নিযুক্ত করা হয় তবে তারা 20 দিনে কাজটি শেষ করে দেয়। প্রতিদিন শ্রমিকেরা কত ঘন্টা করে কাজ করেছিল?(1)4(2)6(3)9(4)3
29. A,B ও C কোন কাজ যথাক্রমে 4 ঘন্টা, 2 ঘন্টা ও 1 ঘন্টায় সম্পন্ন করে। কোন একদিন যদি তিনজনের মধ্যে যেকোনো দুজন কাজে যোগ দেয় তবে সবথেকে দ্রুত কাজ শেষ হওয়ার সময় এবং সবথেকে ধীরে কাজ শেষ হওয়ার সময় এর মধ্যে পার্থক্য কত হবে ? (1)0.66 ঘন্টা (2)0.80 ঘন্টা (3)1.00 ঘন্টা (4) উপরের কোনটি নয়
30. মানষ , মনুর তুলনায় দ্বিগুণ দক্ষ শ্রমিক। তারা একত্রে কোন কাজ 21 দিনে সম্পন্ন করতে পারে। কত দিনে মনু একা কাজটি সম্পন্ন করবে?
(1)42(2)63(3)84(4)25
PDF : will be provided soon
Answers of Railway NTPC all Time & Work (Question 1-30) :
(1)3(2)4(3)3(4)4(5)1(6)3(7)4(8)1(9)3(10)4
(11)2(12)4(13)1(14)3(15)1(16)4(17)1(18)2(19)4
(20)4(21)4(22)3(23)3(24)3(25)1(26)2(27)4(28)4
(29)1(30)2
Solution of Railway NTPC all Time and WorkQuestions 1-30 (Pt-1) :
0 Comments
Please do not enter any spam link in the comment box