Pages

Railway NTPC previous year all Mixture questions

Railway NTPC Examination || Railway NTPC Previous years’ all Mixture Questions ||Railway NTPC Chapter wise math ||



Railway NTPC previous year math


 Railway NTPC Previous Year all Mixture questions


   



হ্যালো বন্ধুরা ,

আসন্ন Railway NTPC পরীক্ষার কথা মাথায় রেখে 1997-

2019 সাল পর্যন্ত মিশ্রণ এই চ্যাপ্টার থেকে আসা প্রশ্ন দেওয়া হল। Repeated Questions গুলোকে বাদ দিয়ে ভিন্ন মানের প্রশ্ন গুলিকেই শুধু এখানে দেওয়া হয়েছে। নিজেরা এটার সমাধান করে উত্তর গুলো মিলিয়ে নাও ।

অঙ্কের সমাধান এর জন্য নিচে দেওয়া ভিডিও লিঙ্কে ক্লিক করে সমাধান দেখে নিও ।

 No. of Questions : 23



1. একজন দুগ্ধ বিক্রেতা দুধের মধ্যে জল মিশিয়ে সেটিকে ক্রয় মূল্যের দরে বিক্রি  করেও 20 % লাভ করলো সে 1 কেজি দুধের মধ্যে কত গ্রাম জল মিশিয়ে ছিল (1) 200 (2)100 (3)250 (4)50


2.
একটি পাত্রের মিশ্রণে 5 ভাগ দুধ এবং 3 ভাগ জল আছে মিশ্রণের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল মেশালে মিশ্রণে অর্ধেক  জল অর্ধেক দুধ থাকবে ? (1)1/5 (2)1/4 (3)1/2 (4)4/5


3.
প্রতি কেজি 6 টাকা 20 পয়সা দরের চালের সঙ্গে প্রতি কেজি 7 টাকা 20 পয়সা দরের চাল কি অনুপাতে মেশালে মিশ্রিত চালের মূল্য প্রতি কেজি 6 টাকা 50 পয়সা হবে  ? (1)3:7(2)7:3 (3)6:4 (4)2:5


4.
দুধ জলের 40 লিটার একটি মিশ্রণে জলের পরিমাণ 10% মিশ্রণে আর কতটা জল মেশাতে হবে যাতে করে মিশ্রণে জলের পরিমাণ 20% হয় (1) 4 লিটার (2) 5 লিটার (3) 6.5 লিটার (4) 7.5 লিটার


5. 15 লিটার একটি মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ 20% বাকিটা জল যদি মিশ্রণে 3 লিটার জল ঢালা হয় তবে নতুন মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ কত হবে ? (1) 17%(2)16 & 2/3 % (3)18 & 1/2 %  (4) 16%


6.
60 লিটার একটি মিশ্রণে দুধ জলের অনুপাত 2: 1 আর কতটুকু জল মেশালে এই অনুপাত 1: 2 হবে ? (1) 20(2)30 (3)40 (4)60


7.
4 % চিনিযুক্ত একটি 6 লিটার দ্রবণ থেকে 1 লিটার জল বাষ্পীভূত করা হলো এখন দ্রবণে চিনির পরিমাণ কত ? (1) 4 % 4/5 %(2) 4 %(3) 5 % (4) 3 %



Railway Gr-d math question (Pt-1) 2018 : Link

Railway Gr-d math Questions (Pt-2) 2018 : Link 



8. প্রতি লিটার 3 টাকা 50 পয়সা ক্রয় মূল্যের দরে 40 লিটার দুধের সঙ্গে কতটা জল মেশালে মিশ্রণে দুধের ক্রয় মূল্য  2 টাকা / লিটার হবে ? (1) 25 লিটার (2) 28 লিটার (3) 35 লিটার (4) 30 লিটার


9. একটি ট্যাংকে খাঁটি দুধ ভর্তি আছে অর্ধেক দুধ বিক্রি হয়ে গেল এবং ট্যাংক টিতে জল মিশিয়ে আবার ভর্তি করে দেওয়া হল এরপর আবার অর্ধেক মিশ্রণ বিক্রি করা হল এবং আবার তার মধ্যে জল মিশিয়ে তাকে ভর্তি করা হলো তিন বার এই পদ্ধতি পুনরাবৃত্তি করার পর ট্যাংক টিতে দুধের পরিমাণ কত হবে ? (1)50% (2)12.5% (3)33.5% (4)37.5%


10.
45 লিটার স্পিরিট জলের একটি মিশ্রণে জলের পরিমাণ 20% এই মিশ্রণে কতটুকু জল মেশাতে হবে যাতে করে নতুন মিশ্রণে জলের পরিমাণ 25% হয় ? (1) 5 লিটার (2) 4 লিটার  (3) 3 লিটার (4) 6 লিটার
11. 3 লিটার চিনির দ্রবণে চিনির পরিমাণ 40% যদি দ্রবণে আরও 1 লিটার জল মেশানো হয় তবে মিশ্রণে চিনির পরিমাণ কত হবে ? (1) 13.5 %(2)15% (3)30 % (4)33 %


12. জলের তুলনায় সোনা 19 গুণ ভারী এবং তামা 9 গুন ভারী  কি অনুপাতে সোনা তামা মেশাতে হবে যাতে করে নতুন শংকর ধাতু জলের তুলনায় 15 গুণ ভারী হবে ? (1) 1:1 (2) 2:3 (3)1:2 (4) 3:2


13. দুধ জলের 20 লিটার মিশ্রণে দুধ জলের অনুপাত 5:3 যদি 4 লিটার মিশ্রন তুলে তার মধ্যে সমপরিমাণ দুধ মেশানো হয় তবে এখন দুধ জলের অনুপাত কত হবে ? (1)2:1(2)6:5(3)7:3(4)8:3


14.
দুধ জলের দুটি মিশ্রণে জলের পরিমাণ যথাক্রমে 10 % 20% মিশ্রন দুটি কি অনুপাতে মেশাতে হবে যাতে করে নতুন মিশনে 16 % জল থাকে ? (1)1:2(2)2:1(3)2:3(4)3:2


15.
তিনটি ভিন্ন ধরনের ধাতুর আয়তনের (Volume) অনুপাত 3:4:7 এবং  সমআয়তন ধাতু গুলির ওজনের (weight) অনুপাত যথাক্রমে 5:2:6 এই ধাতু তিনটিকে মিশিয়ে 65 কেজি ওজনের একটি ধাতু তৈরি করা হলে মিশ্রণে দ্বিতীয় ধাতুর ওজন (weight) কত হবে ? (1)8 কেজি (2)23 কেজি(3)15 কেজি (4)42 কেজি

16. সিরাপ জলের একটি মিশ্রণে 60% সিরাপ আছে যদি আরও 5  লিটার সিরাপ মেশানো হয় তবে মিশ্রণে জলের পরিমাণ হয় 35 % প্রথমে মিশ্রণের পরিমাণ কত লিটার ছিল ? (1)40(2)35(3)30(4)32


17. দুটি ভিন্ন ধরনের লবণ T S এর প্রতি কেজির মূল্য যথাক্রমে 25 টাকা এবং 35 টাকা লবণ দুটিকে যথাক্রমে 4:6 অনুপাতে মিশিয়ে যদি প্রতি কেজি 37 টাকা হিসেবে বিক্রি করা হয় তবে আনুমানিক কত শতাংশ লাভ হবে ? (1)20(2)33(3)25(4)38
 
18.
দুটি পাত্র A B তে দুধ জলের অনুপাত যথাক্রমে 4 :3 এবং 2:3 এই মিশ্রণ দুটিকে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে অর্ধেক দুধ এবং অর্ধেক জল থাকবে ? (1)75:5(2)7:75(3)70:5(4)7:5

19.30 লিটার একটি মিশ্রণে দুধ জলের অনুপাত 2:1 এই অনুপাত  1: 2 পরিণত করতে হলে আরো কতটুকু জল মেশাতে হবে ? (1) 5 লিটার (2)30 লিটার (3)20 লিটার (4)15 লিটার


20. দুধের সঙ্গে জল কি অনুপাতে মিশ্রিত করে ক্রয় মূল্যের দরে বিক্রি করেও 20 % লাভ থাকবে ? (1)4:7(2)1:5(3)1:9(4)5:1


21. সঞ্জয় 15 টাকা লিটার দরে খাটি দুধ কিনলো সে এর মধ্যে কিছু  জল মেশালো এবং মিশ্রনটিকে ক্রয় মূল্যের দরে বিক্রি করেও 20% লাভ করল জল মিশ্রিত দুধের প্রতি লিটার এর মূল্য কত টাকা ? (1)13 (2)12.5(3)14.6(4)13.2
 
22.12
টাকা / কেজি 18 টাকা / কেজি দরের দুটি ভিন্ন প্রজাতির গম যথাক্রমে 3: 2 অনুপাতে মিশ্রিত করা হলো মিশ্রণের প্রতি কেজির মূল্য কত ? (1)12(2)14.4(3)14.6(4)13.2

23. P,Q
R তিনটি পাত্রে অ্যালকোহল জল আছে P পাত্রে 16% অ্যালকোহল ,Q পাত্রে 25% অ্যালকোহল এবং R পাত্রে 28% অ্যালকোহল আছে যদি তিনটি পাত্র থেকে সমপরিমাণ মিশ্রন অন্য একটি পাত্রে মেশানো হয় তবে সেখানে অ্যালকোহলের পরিমাণ কত হবে ?
 (1)22%(2)25%(3)20%(4)23%







Railway NTPC Math 1997-2017 (Pipe and Cistern) Questions 

PDF : Link 




Railway NTPC previous year (1997-2019) all Mixture  Questions : 





Answers of  Railway NTPC Math (Mixture) :  

(1)1 (2) 1 (3) 2 (4) 2 (5) 2 (6) 4 (7) 1 (8) 4 (9) 2 (10) 3 (11) 3 (12) 4 (13) 3 (14) 3 (15)1 (16) 2 (17) 1 (18) 4 (19) 2 (20) 2 (21) 2 (22) 2 (23) 4


Solution of Railway NTPC all Mixture Questions 1-12 (Pt-1) and 13-23 ( Pt-2): 

Post a Comment

0 Comments