Railway Group-D Examination ||
Railway Gr-D Math solve paper 2018 ||
Railway Group-D Math Questions 2018||
হ্যালো বন্ধুরা ,
আসন্ন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে,
২০১৮ সালে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় আসা একটি
শিফটের প্রশ্ন দেওয়া হোল । নিজেরা এটার সমাধান
করে উত্তর গুলো মিলিয়ে নাও ।অঙ্কের সমাধান এর
জন্য নিচে দেওয়া ভিডিও লিঙ্কে ক্লিক করে সমাধান
দেখে নিও ।
২০১৮ সালে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় আসা একটি
শিফটের প্রশ্ন দেওয়া হোল । নিজেরা এটার সমাধান
করে উত্তর গুলো মিলিয়ে নাও ।অঙ্কের সমাধান এর
জন্য নিচে দেওয়া ভিডিও লিঙ্কে ক্লিক করে সমাধান
দেখে নিও ।
1. একটি ট্যাংকের দুটি পাইপ রয়েছে যা যথাক্রমে 5 ঘণ্টা এবং 7 ঘণ্টায় ট্যাংকটি পূরণ করতে পারে । একটি পাইপ 14 ঘণ্টা পূর্ণ ট্যাংকটি খালি করতে পারে । 3 টি পাইপ একসঙ্গে খোলা থাকলে খালি ট্যাংকে সম্পূর্ণরূপে ভরতি করতে সময় লাগবে ___ ঘণ্টা ?
(1) 3 13/19 (2)5 11/13 (3)4
11/13 (4) 5 2/13
2.
20000 টাকার
2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 800 টাকা । সুদের হার নির্ণয় করো
? (1)15% (2)20% (3)30% (4)25%
3. আপনি একটি বক্সের প্রতিটি প্রান্তকে তার মূল দৈর্ঘ্যের অর্ধেক দ্বারা প্রসারিত করে একটি ঘন আকৃতির বাক্সের আকারে বৃদ্ধি করতে চান । বাক্সটি আকারে বাড়ার পরে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি নতুন বাক্সের আয়তন সম্পর্কে সত্য ? (1) মূল বাক্সের আয়তনের 150%
(2) মূল বাক্সের আয়তনের 112.5% (3)মূল বাক্সের আয়তনের 337.5% (4) মূল বাক্সের আয়তনের 450%
4. যদি p 108 ,135 এবং 162 লসাগু হয় তাহলে p/4 এর মান কত ? (1)1620 (2)400 (3)602 (4)405
5. p এর কোন মান গুলির জন্য নিম্নলিখিত সমীকরণ গুলির একটি অনন্য সমাধান রয়েছে 2x+3y =-5 এবং 2x +py =2
(1) p সব মান নেয় (2) p এর মান
শুধুমাত্র 2 (3) p এর মান 3 ছাড়া বাকি সব (4) p এর মান শুধুমাত্র 3
6.
এক ব্যক্তি তিন লক্ষ টাকা দিয়ে একটি জমি কিনে তার
25 % জমি বিক্রি করলেন 25% ক্ষতিতে এবং 40 শতাংশ জমি
25% লাভে বিক্রি করলেন । সামগ্রিক 15% লাভ করতে হলে তাকে অবশিষ্ট জমি বিক্রি করতে হবে ___ টাকায় ? (1) 1,45,000 টাকা (2)1,34,500 টাকা (3)1,38,750 টাকা (4)1,37,500 টাকা
7. একটি বালতিতে A এবং B দুটি তরলের মিশ্রণ 7:5 অনুপাতে আছে । যদি মিশ্রণটির 9 লিটারকে B তরলের 10 লিটার দিয়ে প্রতিস্থাপিত করা যায় তাহলে দুটি তরলের অনুপাত হবে 7: 9 । বালতিতে A তরলটি কত পরিমাণে ছিল ? (1) 21(2) 22.75(3)31 (4)25
8. ত্রিভুজটি যার কোনগুলি (3,5) , (-2,0) এবং (6,4) আকারে দেওয়া আছে তার ক্ষেত্রফল হল (1)7 বর্গ ইউনিট (2) 14 বর্গ ইউনিট (3)20 বর্গ ইউনিট (4)10 বর্গ ইউনিট
9.
রমাকান্ত সাইকেলে প্রতি ঘন্টায়
10 কিমি এবং পায়ে হেঁটে প্রতি ঘণ্টায় 3
কিমি যায় । 45
কিমি দূরত্ব
যেতে তার লেগেছে 8ঘণ্টা । এর মধ্যে কত ঘন্টা সে সাইকেলে গিয়েছিল (1)2 (2)4 (3)3 (4)5
10.
90 এবং 100 এর মধ্যে থাকা মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত ? (1) 198(2)386 (3)291 (4)97
WBP (Main) English Set -1 : PDF Link
WBP (Main) English Set - 2 : PDF Link
WBP (Main) English Set - 3 : PDF Link
WBP (Main) English Set - 4 : PDF Link
11.
একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য √5
সেন্টিমিটার এবং এর ক্ষেত্রফল
4 সেন্টিমিটার2 হলে এর কর্ণগুলির যোগফল কত ? (1)6 সেন্টি (2)5 সেন্টি (3)7 সেন্টি (4)8 সেন্টি
12. অঞ্জলি দুবছরের জন্য 6% হারে 22500 টাকা সরল সুদে ধার নিল এবং ওই একই দিনে অশোককে সমপরিমাণ টাকা এবং একই হারে একই সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদে হারে ধার দিল । তার লাভ বা ক্ষতি কত হবে ? (1) 81ক্ষতি (2) 81 লাভ (3)73 ক্ষতি (4)73 লাভ
13. মনি ব্যাংকে 12500 টাকা জমায় এবং তা সরল সুদে 6 বছরে দাঁড়ায় 15500 টাকা । এ ক্ষেত্রে সুদের হার কত ? (1) 4%(2)6% (3)3% (4)5%
14.
মেরির একটি আয়তকার বাগান পরিদর্শন করতে
30 মিনিট সময় লাগে । শিলার সেই একই বাগান পরিদর্শন করতে
45 মিনিট সময় লাগে । একদিন তারা উভয়ই সকাল 9 টার
সময় একই কেন্দ্র থেকে একই দিশাতে যাত্রা শুরু করে । কখন তাদের আবার যাত্রা শুরু করার জায়গায় দেখা হবে ? (1) 11 a.m(2) 10:45 a.m(3) 10:30
a.m(4)10 a.m
15. একটি বৃত্তের পরিধি সেটির ব্যাসের থেকে 15 সেন্টিমিটার বেশি । বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো ।(1) 4 cm(2) 7 cm(3)8 cm (4)3.5 cm
16.100 বছর সময় যদি X অধিবর্ষের সংখা হয় তাহলে (X-1) এর মান কত (1)22 (2)25 (3)24 (4)23
17.
23X33=759 হলে 0.00759/33
এর মান কত (1) 0.23(2)0.023 (3)0.0023 (4)2.3
18.
সমাধান করো (2+5)X4+4/2 (1)20 (2)42 (3)30 (4)16
19. কিষাণ একটি নির্দিষ্ট গতিতে 96 কিলোমিটার সাইকেল চালিয়ে গেল । যদি সে প্রতি ঘণ্টায় 4 কিলোমিটার ধীরে চালাতো তাহলে গন্তব্যে পৌঁছতে তার আরো দু'ঘন্টা বেশি সময় লাগতো। বাস্তবে কিষাণ কত কিলোমিটার / ঘন্টা গতিতে সাইকেল চালিয়েছে ? (1) 18(2)12 (3)15 (4)16
20. রাস্তার বিপরীত দিকে অবস্থিত একটি রাস্তার উপর ভিত্তি করে একটি 5 মিটার লম্বা মই যথাক্রমে মাটির উপরে দুটি জানালা 4 মিটার এবং 3 মিটার পর্যন্ত পৌঁছাতে পারে । রাস্তার প্রস্থ কত ? (1) 5 মিটার (2) 6 মিটার (3)6 মিটার (4)7 মিটার
Railway Group D Questions 2018 (Part-1): PDF
21.
8281 এর বর্গমূল কত ? (1) 89(2) 81(3)91 (4)99
22.
মেদিনী একা একটি সম্পূর্ণ দেওয়াল
16 দিনে রং করতে পারে , যখন ইউকির তার তিনগুণ সময় দরকার হয় । যদি তারা একসাথে কাজ করে তাহলে দেয়ালটির অর্ধেক রং করতে তাদের কতদিন সময় লাগবে ? (1) 12(2) 3(3)9 (4)6
PDF (Railway Gr-D Questions Part-2) :
Railway Group D Questions 2018 (Part-2): Answers
(1) 1(2)2 (3)3 (4)4 (5)3 (6)3 (7) 2(8)4 (9)3
(10)4 (11)1 (12)2 (13)
1(14) 3(15)4 (16)4 (17)3 (18)3 (19)4 (20)4 (21)3 (22)4
Railway Group D Questions 2018 (Part-2) অঙ্কের সমাধান
এর জন্য নিচে দেওয়া ভিডিও লিঙ্কে ক্লিক কর :
0 Comments
Please do not enter any spam link in the comment box