Railway NTPC Examination || Railway NTPC Previous years’ all Ratio and Proportion Questions ||Railway NTPC Chapter wise math ||
No. of Questions : 28
1. দুটি সংখ্যার গড় 62 । যদি ছোট সংখ্যাটির সঙ্গে 2 যোগ করা হয়, তাহলে এই অনুপাত হয় 1 : 2 । ছোট সংখ্যাটির মান
কত? (The average of two numbers is 62 .If 2 is added
to the smaller number, then the ratio between them becomes 1 : 2 .What is the
smaller number ?) (1) 60
(2) 30 (3) 84 (4) 40
2. একটি যৌগে তামা ও জিঙ্ক এর অনুপাত 5 : 2 এবং অপর একটি যৌগে
জিঙ্ক ও টিন এর অনুপাত 3 : 2 ।
যদি প্রথমটির দুই
ভাগের সঙ্গে দ্বিতীয়টির এক ভাগ একত্রে মেশানো হয় তবে নতুন যৌগে তামা , জিঙ্ক ও টিন
এর অনুপাত কত হবে ? (In a compound element copper and zinc are in
the ratio of 5 : 2 and in another
compound zinc and tin are in the ratio of 3 : 2 . If two parts of the first
compound and one part of the second compound are melted together so that a new
compound of copper , zinc and tin are formed ,then what will be the ratio of
the three elements in the new compound ?) (1) 5:5:4 (2) 50:41:14 (3) 5:6:4
(4) 10:7:8
3. কোন স্কুলে 720 জন ছাত্রছাত্রীর মধ্যে বালক ও বালিকার
অনুপাত 7 : 5 । আর কতজন বালিকা ভর্তি হলে এই অনুপাত 1 : 1 হবে ?(There are 720 students in a school in which the ratio of boys and girls
is 7 : 5 . How many more girls should be included so that the ratio becomes 1 :
1?) (1) 60 (2)
80 (3) 120 (4) 150
4. একটি ব্যাগে 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা আছে যাদের
সংখ্যার অনুপাত যথাক্রমে 17 : 6 । যদি ব্যাগের মধ্যে 20 টাকা থাকে তবে 50 পয়সা মুদ্রার সংখ্যা কটি ?(In a bag there are coins of 50 paise and 25
paise. The number of these coins is in the ratio of 17 : 6 . If the total coins
in the bag amount to Rs 20 then what is the number of 50 paise coins ?) (1) 6 (2)17 (3) 26 (4) 34
5. দুটি সংখ্যার অনুপাত 2 : 3 ।
যদি উভয় সংখ্যার সঙ্গে 5 যোগ করা হয় তবে এই অনুপাত হয় 5 : 7। বড় সংখ্যাটির মান কত ?(Two numbers are in the ratio 2 : 3 .If 5 is added to each number the
ratio becomes 5 : 7. Find the bigger
number.) (1) 20 (2)
40 (3) 30 (4) 60
6. 400 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 9:7।কত টুকু জল বের করে নিলে এই অনুপাত 9:5 হবে (The ratio of milk and water in 400 litres of mixture is 9:7. How much
water must be reduced to bring the ratio of milk to water at 9:5 ?) (1) 40
lt (2) 50 lt (3) 60 lt (4) 80 lt
7. একজন কনট্রাক্টর একটি কাজের জন্য 25 জন শ্রমিক নিয়োগ
করলেন। তিনি কাজটি শেষ করার পর 2750 টাকা পেলেন যার মধ্যে 20% টাকা নিজের কাছে রেখে বাকি টাকা শ্রমিকদের মধ্যে ভাগ করে দিলেন। যদি পুরুষ ও
মহিলা শ্রমিকের অনুপাত 2 : 3 এবং তাদের মজুরির অনুপাত 5 : 4 হয় তাহলে একজন মহিলা শ্রমিক কত টাকা পেয়েছিল ? (The contractor of a building hired 25 labourers. He received Rs 2750 for
the work .He kept 20% of it and distributed the rest of the money amongst the
workers .If the ratio of the men and women labourers are 2 : 3 and their wages
are in the ratio of 5 : 4 ,then how much will a women labour get (in Rs) as
wage ? ) (1) 100 (2) 80 (3) 120 (4) 150
8. A ও B এর বয়সের অনুপাত 2 : 3 । 10 বছর পরে এই অনুপাত হবে 3 : 4 ।
তাদের বর্তমান বয়স কত ?(The ratio of the ages of A and B is 2 : 3 .10 years later the ratio will
be 3 : 4 . What are their present ages (in years) ? (1) 30,40 (2) 28,42 (3) 20,30 (4) None of these
9. ট্রেনে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ভাড়ার অনুপাত 4 : 1 এবং ওই দুটি শ্রেণীতে যাওয়া যাত্রী সংখ্যার অনুপাত 1:40 । যদি মোট 1100 টাকা ভাড়া বাবদ কোন একদিন
পাওয়া যায় তবে প্রথম শ্রেণী থেকে ভাড়া বাবদ কত টাকা পাওয়া গেছিল ? (The ratio of 1st and 2nd class fares between two stations is 4 : 1 and
that of the number of passengers travelling by 1st and 2nd classes is 1:40. If
Rs 1100 is collected as total fare, the amount collected from 1st class
passengers is) (1) Rs 275 (2) Rs 315 (3)
Rs 127.50 (4) Rs 100
10. A ,B ও C এর মধ্যে 53 টাকা এমন ভাবে ভাগ করে
দেওয়া হল যে A ,B এর তুলনায় 7 টাকা বেশি পায় এবং B , C এর তুলনায় 8 টাকা বেশি পায়। A ,B ও C এর প্রাপ্ত টাকার অনুপাত কত ? (A sum of Rs 53 is divided among A ,B and C such
that A gets Rs 7 more than B and B gets Rs 8 more than C .The ratio of their
shares is :) (1) 16:9:18 (2) 25:18:10 (3)
10:18:25 (4) 15:8:30
PSC Clerkship (Main) English (part-2) : Link
11. কোন একটি সংখ্যার 30% ,অপর একটি সংখ্যার সঙ্গে যোগ করলে যোগফল
হয় প্রথম সংখ্যার 5/6 অংশ। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত ? (If the 30% of a number is added to a second number, the result will be 5/6
of the first number , then the ratio between the first and the second numbers
would be : ) (1) 6:5 (2) 15:8 (3) 7:6 (4)
6:7
12. একটি বাসে ভর্তি সিট ও খালি সিটের অনুপাত 1 : 4 । বাস যখন চলতে শুরু করে কিছু
যাত্রী বাসে ওঠার চেষ্টা করে এবং তারা যদি বাসে উঠত তবে পূর্বের অনুপাত হত 4 : 1 । কিন্তু তারা যদি উঠতে না
পারত, এবং অপর একটি সমান সিট সংখ্যার খালি বাসে উঠত তবে এই বাসে ভর্তি সিট ও খালি
সিটের অনুপাত কত হত ? (The ratio of occupied seats to the vacant seats
in a bus is 1 : 4. By the time the bus
started , some more passengers tried to enter the bus which would have made the
ratio 4 : 1 .But, as they failed in the attempt , they were seated in an empty bus
with the same capacity as the previous one .What is the ratio of occupied seats
to the vacant seats in the bus ?) (1) 3:4 (2) 4:1 (3) 3:2 (4) 2:3
13. একজন ভদ্রলোক ও
তার স্ত্রীর বর্তমান বয়সের অনুপাত 4 : 3 এবং 4 বছর পর এই অনুপাত হবে 9:7 । যদি বিবাহের সময় তাদের বয়সের অনুপাত যথাক্রমে 13 : 9 থাকে তবে কত বছর
আগে তাদের বিবাহ হয়েছিল ?(The ratio of the present age of a man and his wife is 4 : 3 and 4 years
hence , the ratio of their ages will be 9:7 .If the ratio of their ages at the
time of their marriage was 13 : 9 , how many years ago were they married ) (1) 4 (2) 8 (3) 6 (4) 9
14. মানুষের শরীরের কোন অঙ্গে একটি ভাইরাস প্রতি সেকেন্ডে তিনগুন হয়। 28 তম সেকেন্ড ও 30 তম সেকেন্ডে উৎপন্ন হওয়া ভাইরাসের সংখ্যার
অনুপাত কত হবে ?(A virus inside a human organ can triple itself
at every second. Then the ratio of the number of viruses at 28 seconds and 30
seconds is :) (1) 9:1 (2) 1:3 (3) 1:9 (4) 14:15
15. 700 টাকা A,B ও C এর মধ্যে এমনভাবে
ভাগ করে দেওয়া হল যে A,B এর অর্ধেক এবং B ,C এর অর্ধেক পায় । C কত টাকা পেয়েছিল ?(Rs 700 is divided among A,B and C such that A gets half of B and B gets
half of C. The share of C is ) (1) Rs 600 (2) Rs 400 (3) Rs 300 (4) Rs 190
16. রিনা ও মিনার বর্তমান বয়সের অনুপাত 3 : 1 । 10 বছর পর রিনার বয়স, মিনার বয়সের দ্বিগুণ হলে 5 বছর আগে তাদের বয়সের অনুপাত
কত ছিল ?(The ratio between the ages of Reena and Meena
is 3 : 1 respectively .If the age of Reena would be two times the age of Meena
after 10 years then what was the ratio between their ages 5 years ago ?) (1) 4:3 (2) 5:1 (3) 1:3 (4) 3:4
17. A ও B এর আয়ের অনুপাত 3 : 2 এবং ব্যয় এর অনুপাত 5 : 3 । যদি উভয়ে 200 টাকা সঞ্চয় করে তবে A এর আয় কত ?(The incomes of A and B are in the ratio 3 : 2
and their expenses are in the ratio 5 : 3 .If both save Rs 200 ,what is the
income of A) (1) Rs 2000 (2) Rs 1200 (3) Rs 1600 (4) Rs 800
18. কোন নিয়োগ কর্তা তার কর্মচারীর সংখ্যা 9:8 অনুপাতে কমিয়ে
দিল কিন্তু তাদের মজুরি 14:15 হারে বাড়িয়ে দিল । যদি পূর্বে মোট
বেতন 1890 টাকা থাকে
তবে এখন পূর্বের ও এখনকার মোট বেতনের পার্থক্য কত ?(An employer reduces
the number of his employees in the ratio of 9:8 and increases their wages in
the ratio 14:15 .The difference in the amount of the total salary bill which
was originally Rs 1890 after the above two changes will be) (1) Rs 100 (2) Rs 110 (3) Rs 120 (4) Rs 90
19. সোনা ও রুপোর তৈরি সমান আয়তনের 6 টি মুদ্রা গলিয়ে একটি মুদ্রা তৈরি করা হল। এই
মুদ্রাগুলির একটিতে সোনা ও রুপোর অনুপাত 2 : 1 , অপর দুটিতে এই অনুপাত 3 : 5 এবং বাকি গুলিতে এই অনুপাত 2 : 1 । নতুন মুদ্রাতে সোনা ও রুপোর অনুপাত
কত ?(Six coins of gold and silver of equal weights
are melted and new coin is cast. The ratio of gold and silver in one of the
coins is 2 : 1 ,in another two coins 3 : 5 and 7 : 5 in the remaining coins.
What will be the ratio between gold and silver respectively in the new coin ) (1) 12:11 (2) 1:1 (3) 19:17 (4) 42:25
20. একটি ভগ্নাংশ , যার সঙ্গে 1/27 এর যা অনুপাত , 3/11 এর সঙ্গে 5/9 এর তাই অনুপাত । ভগ্নাংশটি
নির্ণয় কর ।(A fraction which bears the same ratio to 1/27
as 3/11 bears to 5/9, is equal to : ) (1) 1/55 (2) 55 (3) 3/11 (4) 1/11
21. একটি ব্যাগে 25 পয়সা, 10 পয়সা এবং 5 পয়সার মুদ্রার অনুপাত 1:2:3 ।
যদি ব্যাগের মধ্যে মোট 30 টাকা থাকে, তবে ব্যাগে 5 পয়সার মুদ্রার সংখ্যা কটি ?(In a bag
25 paise ,10 paise and 5 paise coins are in the ratio 1:2:3 .If the value
of coins be Rs 30 ,the number of 5 paise coins will be) (1) 50 (2) 100 (3) 150 (4) 200
22. যদি a:b = b:c হয়, তবে a4 : b4 এর মান কত ?(If a:b = b:c , then the ratio a4
: b4 is equal to) (1) ac:b2
(2) a2:c2 (3) c2:a2 (4) b2:ac
23. 6, 7, 15 এবং 17 এর প্রত্যেকটির সঙ্গে কোন সংখ্যা যোগ করলে
সংখ্যাগুলি সমানুপাতে থাকবে ? (Which number when added to each of the numbers
6, 7, 15, 17 will make the resulting numbers proportional ) (1) 6 (2) 5 (3) 4 (4) 3
24. যদি A=2B=3C হয়, তবে A:B:C = কত ?(If A=2B=3C, then A:B:C =?) (1) 2:3:6 (2) 1/3:1/2:1 (3)
6:3:2 (4) 6:2:3
25. M এবং N দুটি বর্গক্ষেত্রের
কর্ণদ্বয়ের অনুপাত 2 : 1 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত ?(The diagonals of two squares M and N are in the ratio 2 : 1 .The ratio
of their areas is :) (1) 1:2
(2) 2:1 (3) 1:4 (4) 4:1
26. দুটি পাত্র A এবং B তে অ্যাসিড ও জলের
অনুপাত যথাক্রমে 2 : 3 এবং 4 : 3 । কি অনুপাতে এই দুটি মিশ্রণ নিয়ে নতুন একটি
মিশ্রণ তৈরি করলে তাতে অর্ধেক অ্যাসিড ও অর্ধেক জল থাকবে ?(Two vessels A and B contain acid and water mixed in the ratio 2 : 3 and
4 : 3 .In what ratio must these mixtures be mixed to form a new mixture
containing half acid and half water? ) (1) 3:5 (2) 5:7 (3) 1:2 (4) 7:3
27. এক ব্যক্তি তার জমানো টাকা তার ছেলে, মেয়ে এবং স্ত্রীর মধ্যে এমনভাবে ভাগ
করলেন যাতে করে ছেলে ও স্ত্রী এবং স্ত্রী ও মেয়ের প্রাপ্ত টাকার অনুপাত উভয় ক্ষেত্রেই 3 : 1 হয় । যদি তার মেয়ের প্রাপ্ত টাকা , ছেলের প্রাপ্ত টাকার তুলনায় 10000 টাকা কম হয়, তবে তার জমানো টাকার মোট পরিমাণ কত ?(A man divides his property so that the ratio of his son’s share to his
wife’s and the ratio of his wife's share to his daughter’s are both 3 : 1 .If
the daughter gets Rs 10000 less than the son , then the total worth of the
property is ) (1) Rs 25000 (2) Rs 16250 (3) Rs 27350 (4) Rs
65000
28. যদি X+Y : X-Y = 4:1 এবং Y+Z : Y-Z =5:1 হয় তবে X:Z =? ( If X+Y : X-Y = 4:1 and Y+Z : Y-Z =5:1 , then
X:Z =?) (1) 5:2
(2) 9:1 (3) 1:9 (4) 2:5
(1) 4 (2) 2 (3) 3 (4) 4 (5) 3 (6) 2 (7) 2 (8) 3 (9) 4 (10) 2 (11) 2 (12) 3 (13) 3 (14) 3 (15) 2 (16) 2 (17) 2 (18) 4 (19) 3 (20) 1 (21) 3 (22) 2 (23) 4 (24) 3 (25) 4 (26)2 (27) 2 (28) 1
Video Solution (All Ratio and Proportion) for Question No. (1-12 ) :
Video solution (All Ratio and Proportion) for Questions No. (13-28)
0 Comments
Please do not enter any spam link in the comment box