Pages

PSC Clerkship Main Descriptive Bengali

PSC Clerkship (Main) Examination  || 

PSC Clerkship (Main) Descriptive Bengali  || 

PSC Clerkship (Main) Examination Descriptive Paper –Group B ||



হ্যালো বন্ধুরা ,

আসন্ন PSC Clerkship (Main) পরীক্ষার Group-B এ বাংলাতে 50 নম্বরের Descriptive Paper এর কথা মাথায় রেখে কিছু নমুনা প্রস্নত্তর নিচে দেওয়া হল। Descriptive Paper এর উত্তর কিরকম হওয়া উচিত,তা জানানোর উদ্দেশ্যে এবং এখন থেকে তোমাদের Main পরীক্ষার জন্য প্রস্তুত করার লক্ষে এই সিরিজ চালু থাকবে পরীক্ষার আগে পর্যন্ত।



PSC Clerkship Main Descriptive Bengali


PSC Clerkship (Main) Bengali


1. সারমর্ম লিখুন

প্রতিভা মানুষের সমস্তটা নহে, তাহা মানুষের একাংশ মাত্র প্রতিভা মেঘের মধ্যে বিদ্যুতের মতো ; আর মনুষ্যত্ব চরিত্রের দিবালোক ,তাহা সর্বত্রব্যাপী স্থিরপ্রতিভা মানুষের সর্বশ্রেষ্ঠ অংশ ; আর মনুষ্যত্ব জীবনের সকল মুহূর্তেই সকল কার্যেআপনাকে ব্যক্ত রিতে থাকেপ্রতিভা অনেক সময় বিদ্যুতের ন্যায় আপনার আংশিকতাবশত লোকচক্ষে তীব্রতর রূপে আঘাত করে এবং চরিত্র মহত্ব আপনার ব্যাপকতা গুনে প্রতিভা অপেক্ষা ম্লানতর বলিয়া  প্রতীয়মান হয়  কিন্তু চরিত্রের শ্রেষ্ঠতা যথার্থ শ্রেষ্ঠতা , ভাবিয়া দেখিলে সে বিষয়ে কাহারো সংশয় থাকিতে পারেনা


উত্তর : মনুষ্যত্ব এবং প্রতিভাকে সম পর্যায়ে ফেলা যায় না প্রতিভা মানুষের অংশমাত্র ;  আংশিকতাবশত তার ঔজ্জ্বল্য আকর্ষণী ক্ষমতা সহজেই অন্যের দৃষ্টি আকর্ষণ করে  অপরদিকে মনুষ্যত্ব একজন মানুষের সামগ্রিক গুনের পরিচয় বহন করে যা  ব্যাপকতা জন্য সহজে কারো নজরে পড়ে না তুলনামুলকভাবে চরিত্রের শ্রেষ্ঠতা বা  মনুষ্যত্ব যে শ্রেষ্ঠ একথা অনস্বীকার্য 



2. Translate the following passage into English :

1. মানুষ প্রতিদিনের ছক বাঁধা কাজ থেকে একদিন বিপরীত কাজ করতে চেষ্টা করে প্রতিদিন উপার্জন করে ,একদিন খরচ করে; প্রতিদিন দ্বার রুদ্ধ করিয়া রাখে ,একদিন দ্বার উন্মুক্ত করিয়া দেয়;  প্রতিদিন গৃহের মধ্যে আমি গৃহকর্তা ,আর একদিন আমি সকলের সেবায় নিযুক্ত সেই দিন শুভ দিন, আনন্দের দিন, সেই দিনই উৎসব সেই দিনটি সম্বৎসরের আদর্শ


উত্তর : Man sometimes tries to reverse his daily schedule of work. Every day he earns ,but one day he spends it;  every day he keeps his door closed, but one day he keeps it open ; every day he is the master of the house, but one day he is devoted to the service of others . That day is an auspicious day, a day of joy, a day of festivity.That day is an ideal day for the whole year .



3. Translate the following passage into English :

পাঁচ ছেলের পর যখন এক কন্যা জন্মিল তখন বাপমায়ে আদর করিয়া তাহার নাম রাখিলেন নিরুপমা গোষ্ঠীতে এমন শৌখিন  নাম ইতিপূর্বে কখনো শোনা যায়নিপ্রায় ঠাকুর দেবতার নামে প্রচলিত ছিল -গণেশ ,কার্তি পার্বতী তাহার উদাহরণ

এখন নিরুপমার বিবাহের প্রস্তাব চলিতেছেতাহার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন কিন্তু পাত্র কিছুতেই মনের মতন হয় না অবশেষে মস্ত এক রায়বাহাদুরের ঘরের একমাত্র ছেলেকে সন্ধান করিয়া বাহির করিয়াছেন উক্ত রায় বাহাদুরের পৈত্রিক বিষয়-আশয় যদিও অনেক হ্রাস হইয়া আসিয়াছে কিন্তু বনেদি ঘর বটে বর পক্ষ হইতে দশ হাজার টাকা পণ এবং বহুল দান সামগ্রী চাহিয়া বসিল

উত্তর : When a daughter was born after five sons, her parents very affectionately named her Nirupama. Such a fashionable name was previously unheard of in this family. Mostly the names of Gods and Goddess such as Ganesh, kartick, Parvati etc., were in vogue.


Proposals for Nirupama’s marriage were mooted in due course. In spite of his best efforts, her father Ram Sundar Mitra could not find out a suitable groom for her.  At last he found out the only son of a reputed Roy Bahadur family. Though the ancestral wealth of that Roy Bahadur family had waned to a great extent, still  they were traditionally aristocratic family. The groom’s side demanded ten thousand rupees and a lot of valuable things as dowry .



PSC ICDS (Main) Arithmetic : Link 


Post a Comment

0 Comments