Railway NTPC Examination || Chapter
wise Math for NTPC
Examination||Pipe
and Cistern for Railway NTPC
Examination ||
হ্যালো বন্ধুরা ,
আসন্ন Railway NTPC
পরীক্ষার কথা মাথায় রেখে
1997-
2017 সাল পর্যন্ত নল ও
চৌবাচ্চা এই চ্যাপ্টার থেকে
আসা প্রশ্ন দেওয়া হল।Repeated Questions গুলোকে বাদ
দিয়ে ভিন্ন মানের প্রশ্ন গুলিকেই শুধু এখানে দেওয়া
হয়েছে। নিজেরা এটার সমাধান করে
উত্তর গুলো মিলিয়ে নাও ।
অঙ্কের সমাধান এর জন্য নিচে দেওয়া ভিডিও লিঙ্কে ক্লিক করে
সমাধান দেখে নিও ।
Railway NTPC Previous Year Math
1. দুটি নল A ও B কোন ট্যাংক যথাক্রমে 6 ও 8 মিনিটে ভর্তি করতে পারে । যদি এই নল দুটি যথাক্রমে এক মিনিট অন্তর চালু করা থাকে তাহলে ট্যাংকটি কতক্ষণে ভর্তি হবে ? (1) 6 & 3/4 মিনিট (2) 6 & 6/7 মিনিট (3) 3 & 3/7 মিনিট (4) 5 মিনিট
2. তিনটি পাইপ এই A,B ও C একত্রে একটি ট্যাংক 6 ঘন্টায় ভর্তি করতে পারে । দু'ঘণ্টা পরে C পাইপটিকে বন্ধ করে দেওয়া হল এবং A ও B আরো 7 ঘণ্টায় ট্যাংকটিকে ভর্তি করলো । C পাইপটি একা কতক্ষণে ট্যাংকটি ভর্তি করতে পারে ? (1) 10 hrs (2) 11 hrs (3) 13 hrs (4) 14 hrs
3. দুটি নল A ও B কোন ট্যাংক যথাক্রমে 15 ঘণ্টা 20 ঘন্টায় ভর্তি করতে পারে । C পাইপ ট্যাংকটিকে 60 ঘন্টায় খালি করতে পারে । তিনটি নল একত্রে চালু থাকলে কতক্ষণে ট্যাংকটি ভর্তি হবে ? (1)10 hrs (2)12.5 hrs (3) 11 hrs(4)11.5 hrs
4. একটি পাইপ কোন ট্যাংককে 15 মিনিটে ভর্তি করতে পারে এবং অপর একটি দ্বিতীয় পাইপ ওই ট্যাংককে 30 মিনিটে খালি করতে পারে । নল দুটিকে একত্রে চালানো হল এবং যদি 15 মিনিট পর দ্বিতীয় পাইপটিকে বন্ধ করে দেওয়া হয় তবে ট্যাংকটি কত অংশ ভর্তি হল ? (1)1/5 (2)2/5 (3) 3/4(4) এগুলির কোনটি নয়
5. একটি পাত্র সাধারণত 8 ঘন্টায় ভর্তি হয় ; কিন্তু একটি ছিদ্র থাকার দরুন পাত্রটি ভর্তি হতে আরো দু'ঘন্টা বেশি সময় নেয় । যদি পাত্রটি সম্পূর্ণ ভর্তি থাকে তবে ছিদ্র দিয়ে কতক্ষণে পাত্রটি খালি হয়ে যাবে ? (1) 16 hrs (2) 25 hrs(3) 40 hrs (4) 20 hrs
Railway Gr-d math question (Pt-1) 2018 : Link
Railway Gr-d math Questions (Pt-2) 2018 : Link
6. তিনটি পাইপের ব্যাস যথাক্রমে 1 সেমি , 1

7. কোন ট্যাংক একটি ভর্তি করার পাইপ দিয়ে চার ঘন্টায় ভর্তি হয় এবং বের করার নল দিয়ে 5 ঘন্টায় খালি হয়। দুটি পাইপকে সকাল 9 টার সময় চালানো হলো কিন্তু কিছুক্ষণ পর জল বের করার নলটি বন্ধ করে দেওয়া হল এবং দেখা গেল বিকেল পাঁচটার সময় ট্যাংকটি ভর্তি হয়ে গেল । কটার সময় জল বের করার নলটি বন্ধ করে দেওয়া হয়েছিল ? (1) 1 p.m (2) 2 p.m (3) 3 p.m (4) 4 p.m
8. দুটি নল A ও B কোন ট্যাংক যথাক্রমে 15 মিনিট ও 20 মিনিটে ভর্তি করতে পারে । দুটি পাইপকে একত্রে চালানো হল কিন্তু 4 মিনিট পরে A পাইপ বন্ধ করে দেওয়া হল । ট্যাংকটি ভর্তি হতে মোট কতক্ষণ সময় লাগবে ? (1)12 min 40 sec (2)11 min 35 sec (3) 14 min 40 sec
(4) 13 min 35 sec
9. একটি নির্গমন নল দিয়ে কোন ট্যাংক কে তিন ঘন্টায় খালি করে দেওয়া যায় । কতক্ষণে ট্যাংকটির 2/3 অংশ খালি হয়ে যাবে ? (1)3 hrs (2)5 hrs (3)2 hrs (4)4 hrs
10. 6 টি পাইপ প্রতিদিন 12 ঘণ্টা করে চালানো থাকলে একটি জল ভর্তি ট্যাংক 4 দিনে খালি হয়ে যায় । ট্যাংকটিকে 2দিনে খালি করতে হলে একইরকম 8টি পাইপকে প্রতিদিন কত ঘন্টা করে চালাতে হবে ? (1)24 (2) 15(3) 21(4)18
11. M পাইপ , N পাইপের তুলনায় একটি খালি ট্যাংক কে চার গুণ দ্রুত ভর্তি করতে পারে এবং ট্যাংকটিকে N পাইপের তুলনায় 45 মিনিট কম সময় ভর্তি করে । দুটি পাইপ একত্রে খোলা থাকলে কতক্ষণে ট্যাংকটি সম্পূর্ণ ভর্তি হবে ?
(1)30 min (2) 15 min(3) 20 min(4)12 min
Railway NTPC Math (Pipe and Cistern) Questions PDF :
Railway NTPC Math (Pipe and Cistern) Questions PDF :
Answers of Railway NTPC Math (Pipe and Cistern) : (1) 1 (2)
4 (3) 1 (4)4 (5)3 (6) 3 (7) 2 (8) 3 (9) 3 (10) 4 (11) 4
Solution of Railway NTPC Math (Pipe and Cistern) :
4 (3) 1 (4)4 (5)3 (6) 3 (7) 2 (8) 3 (9) 3 (10) 4 (11) 4
Solution of Railway NTPC Math (Pipe and Cistern) :
0 Comments
Please do not enter any spam link in the comment box