PSC Clerkship Math Practice Set
বন্ধুরা,
এই পর্বে আমরা PSC Clerkship Exam এর
জন্য বাছাই করা 15 টি অঙ্কের প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। এটি শুধু PSC Clerkship পরীক্ষার
জন্য নয়, PSC
Miscellaneous Examএর জন্য এবং
WBP পরীক্ষার জন্যও সমানভাবে উপকারী। প্রশ্নের
উত্তর আগে নিজে করো এবং এর
PDF টি অবশ্যই সংগ্রহ করে নিও।
PSC Clerkship Math Practice Set
1. 400 থেকে 800 এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যারা 4,5 ও 6 দ্বারা বিভাজ্য ?
a) 7
b) 8
c) 9
d) 10
2. 12টি বাহুবিশিষ্ট একটি নিয়মিত বহুভুজের অভ্যন্তরীণ এবং বহিঃস্থ কোণের মধ্যে পার্থক্য নির্ণয় করো
a) 90°
b) 100°
c) 120°
d) 108°
3. একটি হোটেলে মধ্যাহ্নভোজে 40% লোক নিরামিষ খাবার খেয়েছেন, 30% লোক আমিষ খাবার খেয়েছেন, এবং 20% লোক উভয় প্রকার খাবার খেয়েছেন। যদি 196 জন উপস্থিত থাকেন তবে কতজন কোনও প্রকার খাবারই খায়নি ?
a) 105
b) 98
c) 110
d) 87
4. 10 বছর আগে P বয়স R এর থেকে 10 গুণ বেশি ছিল। তাদের বর্তমান বয়সের অনুপাত 4 : 1 হলে P এর বর্তমান বয়স কত ?
a) 70
b) 50
c) 40
d) 60
5. বাৎসরিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 50000 টাকার 1 বছরের এবং অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি সুদের হারে 1 বছরের প্রাপ্ত সুদের পার্থক্য কত টাকা?
a) 70
b) 80
c) 50
d) 100
6. কোন্ ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গ ও ঘনর যোগফল যদি সংখ্যাটির পরের সংখ্যার 16 গুণ হয়, তাহলে সংখ্যাটি কত?
a) 6
b) 8
c) 4
d) 2
7. একটি বর্গাকার ক্ষেত্রের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল 39 বর্গমিটার হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত ?
a) 380 বর্গমিটার
b) 400 বর্গমিটার
c) 410 বর্গমিটার
d) 390 বর্গমিটার
8. ক্ষুদ্রতম কোন্ সংখ্যাকে 20, 42, 63 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রেই 1 অবশিষ্ট থাকবে?
a) 1241
b) 1261
c) 1259
d) 1239
9. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 6 : 1 এবং ক্ষেত্রফল 150 বর্গমিটার হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত?
a) 5 মিটার
b) 30 মিটার
c) 6 মিটার
d) 40 মিটার
10. 48 লিটার একটি মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 7 : 5 । এই মিশ্রণে আর কত লিটার জল মেশালে অ্যাসিড ও জলের অনুপাত হবে 1 : 1
a) 8 লিটার
b) 1 লিটার
c) 6 লিটার
d) 4 লিটার
11. 2 বছর আগে A ও B এর বয়সের অনুপাত ছিল 3 : 2 । 2 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 4 : 3। তাদের বর্তমান বয়সের সমষ্টি কত ?
a) 22 বছর
b) 20 বছর
c) 24 বছর
d) 26 বছর
12. 96 থেকে কোন সংখ্যার 20% বিয়োগ করলে সংখ্যাটিই বিয়োগফলের সমান হয়। সংখ্যাটি হল
a) 80
b) 60
c) 110
d) 140
13. স্রোতের অনুকূলে 15 কিমি পথ অতিক্রম করতে 3 ঘণ্টা 45 মিনিট এবং স্রোতের প্রতিকূলে 5 কিমি পথ অতিক্রম করতে 2 ঘণ্টা 30 মিনিট লাগে। স্থির জলে নৌকার গতি ঘণ্টায় কত ?
a) 3 কিমি
b) 2 কিমি
c) 4 কিমি
d) 6 কিমি
14. একটি ব্যবসাতে A ও B-এর মধ্যে A মোট মূলধনের 1/4 অংশ 15 মাসের জন্য বিনিয়োগ করে এবং B লাভের 2/3 অংশ লাভ করে। B এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল ?
a) 10 মাস
b) 12 মাস
c) 9 মাস
d) 6 মাস
15. দুটি গাড়ি একই সময়ে যাত্রা শুরু করল, একটি গাড়ি A স্থান থেকে B স্থানের উদ্দেশ্যে ও অন্য গাড়িটি 'B স্থান থেকে A স্থানের উদ্দেশ্যে। গাড়ি দুটি একে অপরের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে যথাক্রমে 324 ঘণ্টা এবং 400 ঘণ্টায় গন্তব্যে পৌঁছায়। দুটি গাড়ির গতিবেগের অনুপাত নির্ণয় করো
a) 6 : 5
b) 8 : 7
c) 5 : 4
d) 10 : 9
a) 7
b) 8
c) 9
d) 10
2. 12টি বাহুবিশিষ্ট একটি নিয়মিত বহুভুজের অভ্যন্তরীণ এবং বহিঃস্থ কোণের মধ্যে পার্থক্য নির্ণয় করো
a) 90°
b) 100°
c) 120°
d) 108°
3. একটি হোটেলে মধ্যাহ্নভোজে 40% লোক নিরামিষ খাবার খেয়েছেন, 30% লোক আমিষ খাবার খেয়েছেন, এবং 20% লোক উভয় প্রকার খাবার খেয়েছেন। যদি 196 জন উপস্থিত থাকেন তবে কতজন কোনও প্রকার খাবারই খায়নি ?
a) 105
b) 98
c) 110
d) 87
4. 10 বছর আগে P বয়স R এর থেকে 10 গুণ বেশি ছিল। তাদের বর্তমান বয়সের অনুপাত 4 : 1 হলে P এর বর্তমান বয়স কত ?
a) 70
b) 50
c) 40
d) 60
5. বাৎসরিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 50000 টাকার 1 বছরের এবং অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি সুদের হারে 1 বছরের প্রাপ্ত সুদের পার্থক্য কত টাকা?
a) 70
b) 80
c) 50
d) 100
6. কোন্ ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গ ও ঘনর যোগফল যদি সংখ্যাটির পরের সংখ্যার 16 গুণ হয়, তাহলে সংখ্যাটি কত?
a) 6
b) 8
c) 4
d) 2
7. একটি বর্গাকার ক্ষেত্রের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল 39 বর্গমিটার হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত ?
a) 380 বর্গমিটার
b) 400 বর্গমিটার
c) 410 বর্গমিটার
d) 390 বর্গমিটার
8. ক্ষুদ্রতম কোন্ সংখ্যাকে 20, 42, 63 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রেই 1 অবশিষ্ট থাকবে?
a) 1241
b) 1261
c) 1259
d) 1239
9. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 6 : 1 এবং ক্ষেত্রফল 150 বর্গমিটার হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত?
a) 5 মিটার
b) 30 মিটার
c) 6 মিটার
d) 40 মিটার
10. 48 লিটার একটি মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 7 : 5 । এই মিশ্রণে আর কত লিটার জল মেশালে অ্যাসিড ও জলের অনুপাত হবে 1 : 1
a) 8 লিটার
b) 1 লিটার
c) 6 লিটার
d) 4 লিটার
11. 2 বছর আগে A ও B এর বয়সের অনুপাত ছিল 3 : 2 । 2 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 4 : 3। তাদের বর্তমান বয়সের সমষ্টি কত ?
a) 22 বছর
b) 20 বছর
c) 24 বছর
d) 26 বছর
12. 96 থেকে কোন সংখ্যার 20% বিয়োগ করলে সংখ্যাটিই বিয়োগফলের সমান হয়। সংখ্যাটি হল
a) 80
b) 60
c) 110
d) 140
13. স্রোতের অনুকূলে 15 কিমি পথ অতিক্রম করতে 3 ঘণ্টা 45 মিনিট এবং স্রোতের প্রতিকূলে 5 কিমি পথ অতিক্রম করতে 2 ঘণ্টা 30 মিনিট লাগে। স্থির জলে নৌকার গতি ঘণ্টায় কত ?
a) 3 কিমি
b) 2 কিমি
c) 4 কিমি
d) 6 কিমি
14. একটি ব্যবসাতে A ও B-এর মধ্যে A মোট মূলধনের 1/4 অংশ 15 মাসের জন্য বিনিয়োগ করে এবং B লাভের 2/3 অংশ লাভ করে। B এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল ?
a) 10 মাস
b) 12 মাস
c) 9 মাস
d) 6 মাস
15. দুটি গাড়ি একই সময়ে যাত্রা শুরু করল, একটি গাড়ি A স্থান থেকে B স্থানের উদ্দেশ্যে ও অন্য গাড়িটি 'B স্থান থেকে A স্থানের উদ্দেশ্যে। গাড়ি দুটি একে অপরের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে যথাক্রমে 324 ঘণ্টা এবং 400 ঘণ্টায় গন্তব্যে পৌঁছায়। দুটি গাড়ির গতিবেগের অনুপাত নির্ণয় করো
a) 6 : 5
b) 8 : 7
c) 5 : 4
d) 10 : 9
PDF Download Link
0 Comments
Please do not enter any spam link in the comment box