PSC Clerkship (Pre) Examination 2019 Math Practice
Set - 4 in Bengali || পি এস সি ক্লার্কশিপ পরীক্ষার অঙ্কের
প্রাকটিশ পেপার || PSC Clerkship Math in Bengali ||
হ্যালো বন্ধুরা
PSC Clerkship (Pre) 2019 এর সম্ভাব্য প্রশ্নের একটি সেট নিচে দেওয়া দেওয়া হল ।এর সমাধান আগে নিজেরা্ 20 মিনিটের মধ্যে করো এবং উত্তর দেখে তোমার প্রাপ্ত নম্বরমিলিয়ে নাও। এই প্রশ্ন গুলির সমাধান এর ভিডিও লিঙ্কনিচে দেওয়া হল ।চ্যাপ্টার অনুযায়ী ভিডিও পাবার জন্য আমার You Tube চ্যানেল( www.youtube.com/bengaliman ) Subscribe করতে পারো ।
হ্যালো বন্ধুরা
PSC Clerkship (Pre) 2019 এর সম্ভাব্য প্রশ্নের একটি সেট নিচে দেওয়া দেওয়া হল ।এর সমাধান আগে নিজেরা্ 20 মিনিটের মধ্যে করো এবং উত্তর দেখে তোমার প্রাপ্ত নম্বরমিলিয়ে নাও। এই প্রশ্ন গুলির সমাধান এর ভিডিও লিঙ্কনিচে দেওয়া হল ।চ্যাপ্টার অনুযায়ী ভিডিও পাবার জন্য আমার You Tube চ্যানেল( www.youtube.com/bengaliman ) Subscribe করতে পারো ।
PSC Clerkship (Pre) 2019 Math Practice Set - 4
1. একটি মোটর বোট 10 কিলোমিটার দূরত্ব স্রোতের অনুকূলে গিয়ে ফিরে আসতে মোট 50 মিনিট সময় নেয় । যদি স্রোতের বেগ 5 কিমি/ ঘন্টা হয় তবে স্থির জলে বোটের বেগ কত ? (1)20 কিমি/ ঘন্টা (2)25 কিমি/ ঘন্টা (3) 26 কিমি/ ঘন্টা (4)28 কিমি/ ঘন্টা
2. যদি (2000)10 = 1.024 X 10k হয় তবে k এর মান কত ?
(1)30 (2)31 (3)33 (4)34
3. P ও Q দুটি পাইপ একটি ট্যাঙ্ককে যথাক্রমে 10 ঘন্টা 12 ঘন্টায় ভর্তি করতে পারে এবং C পাইপ ওই ট্যাঙ্কটিকে 6 ঘন্টায় খালি করতে পারে । যদি পাইপ তিনটিকে একত্রে সকাল 7 টার সময় খোলা হয় তবে কখন ট্যাঙ্কটির এক-চতুর্থাংশ ভর্তি হবে ? (1) 10 a.m(2) 10 p.m (3) 11 p.m (4) 11 a.m
4. মান নির্ণয় করো : (1+1/2) (1+1/3)(1+1/4)....(1+1/120)
(1) 30.5(2)40.5 (3) 60.5 (4)121
5. কোন সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান , প্রতিটি বহিঃকোণের মানের 8 গুণ অপেক্ষা 18° বেশি হলে , বহুভুজটির বাহু সংখ্যা নির্ণয় করো । (1)10 (2)15
(3)20 (4)25
6. বড় থেকে ছোট সাজাও: 3/5, 7/9, 11/13
(1)3/5,7/9,11/13(2)7/9,3/5,11/13(3)11/13,7/9,3/5 (4)11/13,3/5,7/9

7. ভিন্ন দৈর্ঘ্যের দুটি রেখাংশের উপর দুটি বর্গক্ষেত্র অঙ্কন করা হোল
যাদের ক্ষেত্রফলের পার্থক্য 32 বর্গ সেমি । যদি রেখাংশ দুটির দৈর্ঘ্যের অন্তর 2 সেমি হয় তবে বৃহত্তর রেখাংশের দৈর্ঘ্য নির্ণয় করো ।
(1) 7 সেমি (2) 9 সেমি (3) 11 সেমি (4) 12 সেমি
8. মান নির্ণয় করো : 1/5 + (999 494/495)X99
(1) 90000(2)99000 (3)90900 (4)99990
9. চালের মূল্য 20% শতাংশ কমে যাওয়ায় কোন ব্যক্তি 385 টাকায় 3.5 কেজি বেশি চাল ক্রয় করতে পারেন । চালের আসল মূল্য (original price) কত ছিল ?
(1) Rs 20(2) Rs 22.50 (3)Rs 27.50 (4) Rs 25
10. A, B কে 2500 টাকা ও C কে কিছু টাকা 7 % সরল সুদের হারে ধার দিল । যদি A , 4 বছর পরে B ও C দুজনের কাছ থেকে মোট 1120 টাকা সুদ পায় তবে A, C কে কত টাকা ধার দিয়েছিল ? (1) Rs 700(2) Rs
1500(3)Rs 6520 (4) Rs 4000
Current Affairs November 2019 (100 most important Questions in Bengali+English)
11. একটি পাইপ কোন পাত্রকে 6 ঘন্টায় ভর্তি করতে পারে ।অর্ধেক ভর্তি হওয়ার পর (After half the tank is filled) এই পাইপের সমতুল্য ক্ষমতা সম্পন্ন আরো তিনটি পাইপ খুলে দেয়া হলো ।পাত্রটি কতক্ষনে সম্পূর্ণরূপে ভর্তি হবে ?
(1)4 hrs (2)4 hrs 15 min (3)3 hrs 15 min (4) 3 hrs 45 min
12. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি পাওয়া যায় সেটিকে মূল সংখ্যার সঙ্গে যোগ করলে যোগফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে ? (1)11 (2)9 (3)5 (4)3
13. 16 বছর আগে আমার দাদু আমার বয়সের 8 গুণ বড় ছিল ছিল । 8 বছর পরে দাদুর বয়স আমার বয়সের 3 গুণ হবে। 8 বছর আগে আমার ও দাদুর বয়সের অনুপাত কত ছিল ? (1)3:8 (2)1:5 (3)1:2 (4)11:12
14. কোন ছাত্র পরীক্ষায় 30% নম্বর পাওয়ার ফলে 6 নম্বরের জন্য ফেল করলো ।অপর একজন ছাত্র 40% নম্বর পেল এবং ন্যূনতম পাশ নম্বরের তুলনায় 6 নম্বর বেশি পেল । পরীক্ষাটি সর্বোচ্চ কত নম্বরের হয়েছিল ? (1) 140(2)120 (3)100 (4)180
15. A ও B কোন কাজ যথাক্রমে 12 দিন ও 15 দিনে করতে পারে। A কাজটি শুরু করল এবং 6 দিন পর B তার সঙ্গে ওই কাজে যুক্ত হয়ে কাজটি শেষ করলো । B কতদিন কাজটির সঙ্গে যুক্ত ছিল ? (1) 3
(2) 9
(3) 5
(4) 7




16. দুটি পাইপ কোন একটি ট্যাঙ্ক যথাক্রমে 24 মিনিট ও 40 মিনিটে ভর্তি করতে পারে।অপর একটি নির্গমন পাইপ প্রতি মিনিটে 30 লিটার জল বাইরে বার করে দিতে পারে । যদি তিনটি পাইপ একসঙ্গে খোলা হয় তাহলে ট্যাঙ্কটি এক ঘন্টায় পূর্ণ হয় । ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত ? (1) 700 লিটার (2) 800 লিটার (3) 600 লিটার (4) 500 লিটার
17. 60 টি বস্তু বিক্রি করে কোন বিক্রেতার 15 টি বস্তুর বিক্রয় মূল্যের সমান মূল্য লাভ হলো । লাভের হার কত ? (1)20% (2)25% (3) 33.33 % (4)27.82%
18. এক ব্যক্তি 50 টি পেন 50 টাকায় কিনলেন । 40 টি পেন তিনি 5% ক্ষতিতে বিক্রি করলেন । যদি তিনি মোটের উপর 10% লাভ করতে চান তবে বাকি পেন গুলিতে তার কত শতাংশ লাভ করতে হবে ? (1)20 (2)15 (3)70 (4)50
19.A ও B একত্রে কোন কাজের 11/19 অংশ করে ।একই সময় B ও C সেই কাজটির 14/19 অংশ করতে পারে । A,B ও C এর দ্বারা কৃত কাজটির অনুপাত কত ? (1) 3:4:5 (2) 4:5:6 (3) 5:6:8 (4) 5:7:8
Math Practice Set-1 এর প্রশ্ন ডাউনলোড করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো :
Math Practice Set-2 এর প্রশ্ন ডাউনলোড করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো :
Answers of PSC Clerkship (Pre) 2019 Math Practice Set - 4 :
Answers : (1) 2(2)3 (3) 2 (4) 3(5)3 (6)3 (7)2 (8)2 (9)3 (10)2 (11)4 (12)1 (13)2 (14)2 (15) 1 (16)3 (17)3 (18)3 (19)3
Set-4 এর প্রশ্ন ডাউনলোড করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো :
All mixture Question asked in PSC Clerkship 2000-2007
Set-4 এর প্রশ্নের সমাধানের জন্য নিচের লিঙ্কে ক্লিক করো :
0 Comments
Please do not enter any spam link in the comment box