Pages

PSC Clerkship Math Practice Set 5

PSC Clerkship (Pre) Examination 2019 Math Practice 


Set - 5 in Bengali || পি এস সি ক্লার্কশিপ পরীক্ষার অঙ্কের 


প্রাকটিশ পেপার || PSC Clerkship Math in Bengali || 


হ্যালো বন্ধুরা
PSC Clerkship (Pre) 2019 এর সম্ভাব্য প্রশ্নের একটি সেট নিচে দেওয়া দেওয়া হল এর সমাধান আগে নিজেরা্ 15 মিনিটের মধ্যে করো এবং উত্তর দেখে তোমার প্রাপ্ত নম্বরমিলিয়ে নাও এই প্রশ্ন গুলির সমাধান এর ভিডিও লিঙ্কনিচে দেওয়া হল চ্যাপ্টার অনুযায়ী ভিডিও পাবার জন্য আমার You Tube  চ্যানেল( www.youtube.com/bengaliman ) Subscribe করতে পারো 



 


PSC Clerkship (Pre) 2019 Math Practice Set - 5




1. একজন ভদ্রলোক বাড়িতে পরিচারক রাখলেন এই শর্তে যে এক বছর পর তিনি তাকে 900 টাকা এবং একটি পোশাক দেবেন। পরিচারক মাত্র 9 মাস কাজ করলেন এবং বদলে 650 টাকা একটি পোশাক পেলেন । পোশাকটির মূল্য কত টাকা ছিল ? (1) 80 টাকা (2) 90 টাকা (3)100 টাকা (4)110 টাকা

2. যখন কোন একটি সংখ্যাকে পর্যায়ক্রমে 3, 5 এবং 7 দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষ থাকে যথাক্রমে 2,3 ও 4 । সম্পূর্ণ ভাগ প্রক্রিয়ায় প্রাপ্ত ভাগশেষ গুলির যোগফল কত (Find the complete remainder when a certain number divided successively by 3,5 and 7 leaves remainders 2,3 and 4 respectively) (1)52 (2)61 (3) 71(4)72

3. একটি বস্তু X  টাকায় বিক্রি করা হলো যদি বস্তুটি বিক্রয় মূল্যের 54  % দামে বিক্রি করা হতো , তবে তার 22 % ক্ষতি হতো বস্তুটি X  টাকায় বিক্রি করা হলে তার কত শতাংশ লাভ হতো  ? (1) 42% (2) 43% (3) 44 % (4) 45 %

4. পাঁচ অংকের ক্ষুদ্রতম কোন সংখ্যার একটি উৎপাদক 123 (The least number of five digits which has 123 as a factor is ___ )
(1)10037 (2)10086 (3)10081 (4)10065



5.
একটি কাজ করতে A ও C একত্রে যত সময় নেয়, B তার তিনগুণ সময় নেয় এবং A B একত্রে যতটা সময় নেয় C তার দ্বিগুণ সময় নেয় যদি তিনজন একত্রে কাজটি 10 দিনে সম্পূর্ণ করে , তবে A একা কাজটি কতদিনে করবে ?  (1) 22 দিনে (2) 23 দিনে (3)24 দিনে (4)30 দিনে

6. 10.
সমপরিমাণ দুটি টাকা একি সময়ের জন্য যথাক্রমে 10% 8 % সাধারণ সুদের হারে ধার দেওয়া হল যদি দুটি ক্ষেত্রেই প্রাপ্ত টাকার পরিমাণ 36 ,900 টাকা হয় এবং প্রথম টাকাটি দ্বিতীয় টাকার 2 বছর আগে পাওয়া যায়, তবে কত টাকা করে ধার দেওয়া হয়েছিল ? (1) 20000 টাকা (2) 20500 টাকা (3)18000 টাকা (4)18500 টাকা










Current Affairs November 2019 (100 most important Questions in Bengali+English)








7. একটি নৌকা P  Q  পর্যন্ত দূরত্ব অনুকূল  প্রতিকূল  যাতায়াতে মোট   ঘন্টা সময় নেয় । যদি স্থির জলে নৌকার গতিবেগ 9 কিমি/ ঘন্টা ও স্রোতের বেগ 3 কিমি/ ঘন্টা হয় তবে P  Q  এর মধ্যে দূরত্ব কত ? (1) 12 কিমি (2) 14 কিমি (3)16 কিমি (4) 8 কিমি


8. কোন একটি মাসে যতগুলি রবিবার পড়েছে তার মধ্যে তিনটি রবিবার যদি জোড় সংখ্যার দিনে পড়ে সেই মাসে 15 তারিখ কি বার পড়বে?

(1) শনিবার (2) বুধবার (3)শুক্রবার  (4) মঙ্গলবার



9. 
এক ব্যক্তি তার আয়ের 25% সঞ্চয় করেন । যদি তার আয় 20% বৃদ্ধি পায় কিন্তু তিনি পূর্বের মতোই সঞ্চয় করেন ,তবে তার খরচ কত শতাংশ বৃদ্ধি পেয়েছে ?  (1) 26 2/3 % (2) 26% (3) 23 2/3 % (4)23 %

10. 9 জন ভদ্রলোক কোন একটি হোটেলে গেল ।  তাদের মধ্যে 8 জন প্রত্যেকে 30 টাকা করে দিল এবং নবম ভদ্রলোক তাদের খরচ হওয়া গড় টাকার থেকে কুড়ি টাকা বেশি দিল । তারা সকলে মিলে কত টাকা খাবার বাবদ খরচ করেছে ?  (1)290 টাকা (2)292.50 টাকা (3)292 টাকা (4)294 টাকা


11. সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রার গড় 60° আবার মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত তাপমাত্রার গড় 63° যদি সোমবার শুক্রবার এর তাপমাত্রার অনুপাত 21: 25 হয় , তবে শুক্রবার এর তাপমাত্রা কত ছিল ? (1) 700 (2) 750 (3) 780 (4) 760

12. একটি গ্রামে 60% ভোটার ভোট দিয়েছিলেন । A B  দুজন প্রার্থীর মধ্যে A , B তুলনায় 600 ভোট বেশি পেয়ে জয়লাভ করেন।  যদি B,      40 % বেশি ভোট পেত তবে তাদের প্রাপ্ত ভোট সমান হতো ।  গ্রামে মোট ভোটারের সংখ্যা কত ছিল ? (1) 3500(2)6000 (3)4500 (4)5000   



Math Practice Set-1 এর প্রশ্ন ডাউনলোড করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো :  



Math Practice  Set-2 এর প্রশ্ন ডাউনলোড করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো : 



Math Practice  Set-3 এর প্রশ্ন ডাউনলোড করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো : 









Answers of PSC Clerkship (Pre) 2019 Math Practice Set - 5 :


Answers : (1) 3(2) 3(3) 2(4)2 (5)3 (6)2 (7)1 (8)1 (9)1 (10)2 (11)2 (12)2 


Set-5 এর প্রশ্ন ডাউনলোড করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো :  








All mixture Question asked in PSC Clerkship 2000-2007



Set-5 এর প্রশ্নের সমাধানের জন্য নিচের লিঙ্কে ক্লিক করো : 



Post a Comment

0 Comments