Pages

WBP (Main) Math Practice Set-2

WBP (Main) Examination 2019 Math Practice 



Set - 2 in Bengali || WBP (Main)  পরীক্ষার অঙ্কের 



প্রাকটিশ পেপার || WBP (Main)  Math in Bengali || 


হ্যালো বন্ধুরা

WBP (Main)  2019 এর সম্ভাব্য প্রশ্নের একটি সেট নিচে দেওয়া দেওয়া হল 

এর সমাধান আগে নিজেরা্ 12 মিনিটের মধ্যে করো এবং উত্তর দেখে তোমার প্রাপ্ত নম্বরমিলিয়ে নাও এই প্রশ্ন গুলির সমাধান এর ভিডিও লিঙ্কনিচে দেওয়া হল চ্যাপ্টার অনুযায়ী ভিডিও পাবার জন্য আমার You Tube  চ্যানেল( www.youtube.com/bengaliman ) Subscribe করতে পারো 


WBP (Main) Math Practice Set


WBP (Main) Math Practice Set - 2



1. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা ,তার অঙ্কদ্বয়ের সমষ্টি তিনগুনের সমান যদি সংখ্যাটির সঙ্গে 45 যোগ করা হয় তবে সংখ্যাটির অংকদ্বয় পরস্পর স্থান পরিবর্তন করে সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি কত ? (1)11 (2) 9 (3) 7 (4) 5

2 . 200 থেকে 400 এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলি হয় 3 দিয়ে শুরু অথবা 3 দিয়ে শেষ অথবা 3 দিয়ে শুরু 3 দিয়ে শেষ ?  (1)15 (2) 105 (3) 110 (4)120

3. 395 টাকা A,B C এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেয়া হলো যাতে করে B, A এর প্রাপ্ত টাকার থেকে 25% বেশি পায় এবং C এর প্রাপ্ত টাকা থেকে 20% বেশি পায় A কত টাকা পেয়েছিল ? (1)185 (2)180 (3)96 (4)120

4.
একটি মোটর বোট  এবং স্রোতের বেগ এর অনুপাত 36 : 5 যদি স্রোতের অনুকূলে কোন স্থানে যেতে বোটটি 5 ঘণ্টা 10 মিনিট সময় নেয় তবে সেই স্থানে ফিরে আসতে বোটটির কত সময় লাগবে  ?(1) 5 hrs 50 min (2) 6 hrs (3) 6 hrs 50 min (4) 10 hrs 50 min


5. A ও B এর  গতিবেগের অনুপাত 3 : 4 কোন স্থানে যেতে A, B এর  তুলনায় 20 মিনিট বেশি সময় নেয় সেই স্থানে যেতে A এর  কত সময় লাগবে ? (1) 4/3 hrs (2) 8/3 hrs (3)2 hrs (4) 5/3 hrs

WBP (Main) English Set -1 : PDF Link

WBP (Main) English Set - 2 : PDF Link

WBP (Main) English Set - 3 : PDF Link

WBP (Main) English Set - 4 : PDF Link

WBP (Main) English Set - 5 : PDF Link



6.100 টি সংখ্যার গড় 44 এই 100 টি সংখ্যা এবং অন্য চারটি নতুন সংখ্যার গড় 50 নতুন চারটি সংখ্যার গড় কত ?
(1) 600(2)400 (3)200 (4)800


7. 40% অ্যালকোহল যুক্ত 5 লিটার অ্যালকোহল মিশ্রিত জলের মধ্যে 1 লিটার জল মেশানো হল নতুন মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ কত ? (1) 33.33 % (2) 30% (3) 60% (4) 33%


8. একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা 25 পয়সার মুদ্রার অনুপাত 8 : 5 : 3 যদি বাক্সে মোট 112 টাকা 50 পয়সা থাকে তবে বাক্সে 50 পয়সা মুদ্রার সংখ্যা কটি ?(1)50 (2)60 (3)80 (4)36


WBP (Main) Math Set -1 : PDF Link



9. সরল সুদের হারে 6000 টাকা 4 বছরে 7200 টাকায় পরিণত হয়  যদি সুদের হার  1.5 গুণ হয় তবে একই পরিমাণ টাকা 5 বছরে কত টাকায় পরিণত হবে ?(1) 8000 টাকা (2) 8250 টাকা (3) 9000 টাকা (4) 9250 টাকা


10.1000 টাকা 5% সরল সুদের হারে বিনিয়োগ করা হলো যদি প্রতি 10 বছর অন্তর  মোট সুদ , মূল টাকার  সঙ্গে যোগ করা হয়,  তবে ওই টাকা কত বছর পর 2000 টাকায় পরিণত হবে ?   (1) 15 বছর (2) 16 বছর (3)18 বছর (4)16  2/3 বছর


11. একটি জামা একটি প্যান্টের ধার্য মূল্যের অনুপাত 1 : 2  দোকানদার  জামা টিতে 40% ছাড় দেন যদি জামা প্যান্ট এর সেটটিতে মোট 30% ছাড় দেন তবে প্যান্টটিতে  কত শতাংশ ছাড় দিয়েছিলেন ?  (1) 15% (2) 20% (3) 25% (4)23 %
                           

12. A B কোন কাজ একত্রে 3 দিনে শেষ করতে পারে তারা একত্রে কাজটি  শুরু করল কিন্তু দুদিন পর B কাজটি  ছেড়ে চলে গেল যদি কাজটি আরও দু'দিন পর শেষ হয় , তবে B একা কাজটি কতদিনে শেষ করবে ?(1) 5 দিনে (2) 6 দিনে (3) 9 দিনে (4) 8 দিনে



Current Affairs November 2019 (100 most important Questions in Bengali+English)








Answers of WBP (Main) 2019 Math Practice Set - 2 :



Answers : (1)2(2)3(3)4(4)3(5)1(6)3(7)1


 (8)1(9)2(10)4(11)3(12)2

.



WBP (Main) Math Set-2 এর প্রশ্ন ডাউনলোড করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো :  











All mixture Question asked in PSC Clerkship 2000-2007



WBP (Main) Math Set-2 এর প্রশ্নের সমাধানের জন্য নিচের লিঙ্কে ক্লিক করো : 


Post a Comment

0 Comments