Railway Group-D Questions 05-12-2018
(3rd Shift)
05-12-2018 রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় আসা 3rd
শিফটের প্রশ্ন দেওয়া হোল (Set-6)। নিজেরা এটার
সমাধান করে উত্তর গুলো মিলিয়ে নাও ।
1. যদি a +1/a = 8, তাহলে a3 + 1/a3
এর মান কত ?
(1)512(2)488(3)536(4)500
2. দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 29 এবং 1015 ।যদি একটি সংখ্যা 145 হয় তাহলে অন্য সংখ্যাটি কত?(1)261(2)319(3)377(4)203
3. একটি রম্বসের ক্ষেত্রের পরিমাণ 324 বর্গ সেমি এবং তার তির্যকের একটির দৈর্ঘ্য হলো 36 সেমি। রম্বসের প্রতিটি প্রান্ত কতটা লম্বা ?(1)18√5 cm(2) 18 cm (3) 9√6 cm (4) 9√5 cm
4. L,K এবং J এর মধ্যে 3900 টাকা ভাগ করে দেওয়া হলো যাতে তাদের প্রাপ্ত অর্থের অনুপাত হয় 1/2 : 1/3 : 1/4 । তাহলে K কত টাকা পাবেন ?(1)900(2)300(3)1450(4)1200
5. টাইপ -1 শ্রমিকরা টাইপ - 2 কর্মীদের আড়াই গুণ করতে পারে । 30 জন টাইপ -1 কর্মী 4 দিনের মধ্যে একটি কাজ করতে পারেন। 6 জন টাইপ টাইপ -1 এবং 10 জন টাইপ - 2 শ্রমিকের একই কাজ করতে কতদিন সময় লাগবে?(1)14(2)12(3)18(4)15
6. Sinx + cosx = √6
sinx হলে, tanx এর মান হবে
(1)(√6-1)/5(2) (√6+1)/5 (3)√6(4)1
7. একটি সমবাহু বহুভুজের অভ্যন্তর কোণের যোগফল 14400 ।সমবাহু বহুভুজে কতগুলি কর্ণ আছে ? (1)35(2)20(3)27(4)44
8.15 জন মানুষ 24 দিনের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করতে পারেন। 24 জনের প্রত্যেকে প্রথম গোষ্ঠীর মতই শুধু মাত্র অর্ধেক দক্ষ একটি প্রাচীরের 4/5 সম্পন্ন করবে ____ দিনে (1)20(2)24(3)18(4)25
9. নিচে প্রদত্ত কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য নয়
(1)12676(2)11504(3)12832(4)12360
10. নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে π এর নিকটতম পরিমাপ কোনটি
(1)3.14159265(2)3.14159256(3)3.14159255(4)3.14159266
11. অস্ট্রেলিয়ার বিপক্ষে 10 ইনিংসে শচীন তেন্ডুলকর 38,70,48,34,42,55,63,46,54
এবং 44 রান করেছেন। মধ্যমার গড় বিচ্যুতি নির্ণয় করুন। (1)42/5(2)44/5(3)41/5(4)43/5
12. 144 ÷ 42 X3 +3 এর মান কত ?(1)6(2)24(3)1.5(4)30
13. নিম্নলিখিত কোন বছরের ক্যালেন্ডার 2008 সালের ক্যালেন্ডার এর সাথে মিল আছে ? (1)2036(2)2020(3)2018(4)2033
14. শঙ্কু X এর বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কু Y এর বক্রতলের ক্ষেত্রফল এর 5 গুণ। শঙ্কু Y এর তির্যক উচ্চতা শঙ্কু X এর তির্যক উচ্চতার 5 গুণ। শঙ্কু X এর ভূমির ক্ষেত্রফল এবং শঙ্কু Y এর ভূমির ক্ষেত্রফলের অনুপাত কত?(1)625:1(2)125:1(3)25:1(4)5:1
15. রাত 10:15:18 এ ঘড়ির ঘণ্টার এবং
মিনিটের হাত দ্বারা তৈরি ছোট কোণ হল (1)144.150(2)144.850(3)144.650(4)1440
16. একটি পরীক্ষায় পাস করার জন্য 38 % নম্বর অর্জন করতে হবে। যদি সর্বাধিক নম্বর 750 হয় ,পরীক্ষায় পাস করার জন্য কত নম্বর অর্জন করতে হবে?(1)266(2)304(3)323(4)285
17. প্রদত্ত সংখ্যা গুলির মধ্যে কোনটি পূর্ণবর্গ নয়?
(1)44944(2)34227(3)37249(4)30625
18.18% লোকসান ও 17 % মুনাফার মধ্যে পার্থক্য হল 63 । উল্লেখিত বস্তুটির ক্রয় মূল্য হল (1)198(2)175(3)189(4)180
19. (253/2
X 2433/5)/(165/4 X 84/3) এর মান কত (1)3310/125(2)3375/512(3)3360/512(4)3372/512
20. মার্ক 4.5 ঘণ্টায় 260 কিমি রাস্তা অতিক্রম করেছিলেন, 70 km/hr গতিবেগে ট্রেনে বা 48 km/hr গতিবেগে বাসে অথবা পরিবহন ব্যবস্থার দুটি ধাপের সমন্বয় । তিনি কতটা সময় বাসে অতিক্রম করেছিলেন?(1) 1 ঘণ্টা 30 মিনিট
(2) 2 ঘণ্টা 30 মিনিট (3) 2 ঘণ্টা (4) 1 ঘণ্টা
21. একটি কার্পেট 5 মিটার দীর্ঘ এবং 1.2 মিটার প্রশস্ত। এর পাশে 30 সেমি প্রশস্ত প্রিন্ট করা বর্ডার আছে। প্রতি বর্গ মিটারে 225 টাকা করে খরচ হলে বর্ডার প্রিন্ট করতে কত টাকা খরচ পড়বে ? (1)902(2)756(3)1027(4)854
22. 162 ÷ 33 X 6 + 3 এর মান কত? (1)2/3(2)4(3)39(4)54
23. 2/3 এর সাথে একটি ভগ্নাংশকে যোগ করে পাওয়া গেল 5/4 , ভগ্নাংশটি হলো
(1)7/12(2)7/6(3)3/1(4)7/24
24. একটি পণ্য 16% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি 63 টাকা আরো বেশিতে বিক্রি করা হতো তাহলে 2% লাভ হতে পারতো। পণ্যটির ক্রয় মূল্য হবে __ টাকা
(1)375(2)300(3)325(4)350
25. নিম্নলিখিত প্রদত্ত তথ্য সমন্বিত একটি পাই চার্ট এর মাধ্যমে সাইকেলের ভ্রমণ দেখানো কোণের পরিমাণ কত হবে?
ভ্রমনের ধরণ |
হাঁটা |
সাইকেল |
স্কুটার |
কার |
বাস |
ছাত্রের সংখ্যা |
18 |
12 |
30 |
45 |
75 |
(1)900(2)360(3)240(4)600
(1) 2 (2) 4 (3) 4 (4) 4 (5) 2 (6) 2
(7) 1 (8) 2 (9) 1 (10) 1 (11) 4 (12) 4 (13) 1
(14) 1 (15) 1 (16) 4 (17) 2 (18) 4 (19) 2 (20) 2 (21) 2 (22) 3 (23) 1
(24) 4 (25)3
0 Comments
Please do not enter any spam link in the comment box