Pages

General Knowledge in Bengali part-2

 

General Knowledge in Bengali


General knowledge in bengali




 GK in Bengali



আজ তোমাদের কাছে নিয়ে এসেছি সকল চাকরি পরীক্ষায় উপযোগী ৫০ টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও তার উত্তর (One Liner)।আজ দ্বিতীয় পর্ব। এই প্রশ্ন গুলির মাধ্যমে তোমাদের জিকে স্টক ধীরে ধীরে বাড়বে, যা তোমাদের জ্ঞানের পরিধিকে আরও বাড়িয়ে তুলতে সাহায্য করবে আশা রাখি

**************************


1. হিমোফিলিয়া রোগ কে বলা হয় ব্লিডারস ডিসিজ (Bleeders’ Disease)


2.
কর্পাস লুটিয়াম দেহের ওভারি বা ডিম্বাশয় অবস্থিত একটি কোষগুচ্ছ


3.
প্যারাথাইরয়েড হরমোন রক্তে ফসফেট ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে

4. যাদুবিদ্যা যে বেদের বিষয়বস্তু তা হল অথর্ববেদ

5. সোনার ঘনত্ব রুপোর তুলনায় অস্বাভাবিক বেশি হওয়ার কারণ হল উচ্চ প্রতিবন্ধক ইলেকট্রনের প্রভাব

6. লাখবক্স ছদ্মনাম হলো কুতুবুদ্দিন আইবকের

7. নিউক্লিয় চুল্লিতে সংঘটিত সংশ্লিষ্ট নিউক্লিয় বিক্রিয়া হলো ফিসন ( বিভাজন)।


8.
মহাসাগরীয় পাত যে শিলা দ্বারা গঠিত তা হল ব্যাসল্ট

9. গ্লিসারলে ডোবানো এক স্বচ্ছ কাচদন্ড পৃথকভাবে দৃশ্যমান হয় না, কারণ গ্লিসারলে প্রতিসরাঙ্ক কাচের প্রতিসরাঙ্কের প্রায় সমান


10.
প্রাণীদেহে  রক্ত সংবহন আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে  


11.
 কর্ডি টেন্ডনি(Chordae tendineae )যেখানে পাওয়া যায় সেটি হল হৃদপিন্ডের নিলয়


12.
রসায়নের সিল্ক অফ লাইম’ হল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড  

13. H আকৃতির ধূসর বস্তু পাওয়া যায় সুষুম্নাকাণ্ড


14.
সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ,অ্যারাকনয়েড এবং পায়া ম্যাটারের মধ্যে থাকে


15. ভয় পেলে গায়ের লোম খাড়া হয় যে হরমোনের কারণে তা হল অ্যাড্রিনালিন হরমোন


16.
মানবদেহে মোট কশেরুকার সংখ্যা 33 টি


17.
হিরে কে উজ্জ্বল দেখায় কারণ আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য


18.
দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য যে আলোর তা হলো লাল


19.
শ্বেত নগরী বলে বেলগ্রেড কে


20.
বাংলার অক্সফোর্ড বলা হয় নদীয়াজেলা কে


21.
আবহমন্ডলে অবস্থিত হাইড্রোকার্বন এর জন্য সালোকসংশ্লেষের হিল বিক্রিয়া বন্ধ হয়ে যায়।  


22.
দেহের হাইপোথ্যালামাস গ্রন্থিটি দেহের থার্মোস্ট্যাট হিসেবে কাজ করে


23.
মিত্র মেলার প্রতিষ্ঠাতা বিনায়ক সাভারকার


24. 1912
সালে লর্ড হার্ডিঞ্জ এর উপর আক্রমণ করেন রাজবিহারী বসু


25.
চৌরি চৌরার গণ হিংসা ঘটনা মহাত্মা গান্ধীকে 1922 সালে অসহযোগ আন্দোলন স্থগিত রাখতে বাধ্য করেছিল


26.
দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে ভগৎ সিং ধ্বনি তুলেছিলেন বিপ্লব দীর্ঘজীবী হোক’।  


27.
ভারতের প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট এর নাম IRS 1A


28.
গুপ্ত বংশের রাজা সমুদ্রগুপ্ত লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন


29.
ভারত বাংলাদেশের মধ্যে গঙ্গাজল চুক্তি সম্পাদিত হয়েছিল 1996 সালের 12 ডিসেম্বর


30.
তারিখ ফিরোজশাহী বইটির রচয়িতা জিয়াউদ্দিন বরনী


31.
দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন ত্রিপুরিতে।


32.
ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে.বি কৃপালিনী


33.
সংবিধানের 61 তম সংশোধনীতে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে


34.
দিল্লির সুলতান ফিরোজ শাহ তুঘলক ক্রীতদাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন


35.
ঘূর্ণমান পরিকল্পনার সময়কাল ছিল 1978-83


36. একটি উত্তল লেন্সে বস্তু প্রতিবিম্বের মধ্যে সবচেয়ে কম দূরত্ব হলো 2f এর সমান।  


37.
কালিদাসের কুমারসম্ভবমে কুমার কার্তিকেয়–র জন্ম বৃত্তান্তের বর্ণনা দেওয়া হয়েছে

38.  যে কপাটিকা বন্ধের ফলে DUP ধ্বনি উৎপন্ন হয় তা হলো সেমিলিউনার কপাটিকা


39.
অমৃতসর সরোবর খনন করেছিলেন শিখ গুরু রামদাস


40.
লোহিত পেশিতন্তুর মধ্যে যে অঙ্গাণুগুলি অধিক থাকে তা হল মাইটোকনড্রিয়া


41.
জলের ভিতর বুদবুদ অবতল লেন্স হিসেবে আচরণ করে 


42.
আলারা কালাম ছিলেন বুদ্ধের শিক্ষক


43.
সৈন্যদের নগদে বেতন প্রদানের প্রথা চালু করেন আলাউদ্দিন খিলজি।  


44.
ভ্যান আর্কেল(Van Arkel) পদ্ধতি , টাইটানিয়াম ধাতুর শুদ্ধিকরণে ব্যবহৃত হয়।  


45.
স্ট্যানলি জলাধার কেরালা রাজ্যে অবস্থিত 


46.
জিপসাম লবণের আংশিক জল বিয়োজনে প্লাস্টার অফ প্যারিস পাওয়া যায়


47.
প্রাণী কোষে নিউক্লিয়াস ছাড়া মাইটোকনড্রিয়াতে DNA উপস্থিত থাকে


48.
একটি জিও স্টেশনারি স্যাটেলাইট এর আবর্তন কাল 24 ঘন্টা


49.
রেড ডাটা বুক IUCN(International Union for Conservation of Nature) প্রকাশ করে


50.
প্রজেক্ট আসমান (Project Asman) নবজাতকের মৃত্যুহার হ্রাস এর সঙ্গে সম্পর্কিত


Also Read : 

Static GK from Current Affairs May 2021 : LINK

Current Affairs Practice Set-7 : LINK


 


Post a Comment

0 Comments