General Knowledge in Bengali
আজ তোমাদের কাছে নিয়ে এসেছি সকল চাকরি পরীক্ষায় উপযোগী গুরুত্বপূর্ণ 40 টি জিকে প্রশ্ন ও তার উত্তর ।আজ তৃতীয়
পর্ব। এই প্রশ্ন গুলির মাধ্যমে তোমাদের জিকে স্টক ধীরে ধীরে বাড়বে আশা রাখি যা তোমাদের জ্ঞানের পরিধিকে আরও বাড়িয়ে তুলতে সাহায্য করবে।
*******************
1. আর্কিওপটেরিক্স পক্ষী ও সরিসৃপ শ্রেণীর
প্রাণীর মধ্যেকার মিসিং লিঙ্ক।
2. ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে অশ্রু নির্গত হয়।
3. উত্তর মেরুতে ভারতের গবেষণা কেন্দ্রের নাম হিমাদ্রি।
4. ব্লটিং পেপার কৈশিক ক্রিয়ার ফলে কালি শোষণ করে।
5. ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায়
1976 সালে অন্তর্ভুক্ত করা হয়।
6. নাইট্রোজেনের অভাবে গাছের ক্লোরোসিস রোগ হয়।
7. নীল চাঁদ
(Blue Moon) ঘটনাটি ঘটে যখন একই
মাসে দুটি পূর্ণিমা হয়।
8. গরমপানি অভয়ারণ্য আসামে অবস্থিত।
9. দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ও মতিলাল নেহেরু প্রো-চেঞ্জার
নামে পরিচিত ছিলেন।
10.শবরীমালা কেরল রাজ্যে অবস্থিত।
11. ভারতীয় সংবিধানের তম সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান বলা হয়।
12. আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য ভারতে INSAT 2B উপগ্রহকে কাজে লাগান হয়।
13. রাষ্ট্রকূট, পাল ও গুর্জর-প্রতিহার – এই তিন
শক্তির মধ্যে ত্রিশক্তি সংঘর্ষ বাধে।
14. ভারতের আয়তনের দিক থেকে ক্রান্তীয়
পর্ণমোচী বনভূমির শতকরা পরিমান বেশি ।
15. টাইপ মেটাল বা হট মেটালে লেড,টিন ও
অ্যান্টিমনি থাকে।
16. ভারতীয় সংবিধানের একাদশতম তফসিলে
পঞ্চায়েতিরাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে।
17. ভারত সংবিধান সংশোধনী পদ্ধতি দক্ষিণ
আফ্রিকা থেকে গ্রহণ করেছে।
18. সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির বিরোধিতা
করে গান্ধীজি ইয়ারবেদা জেলে আমরন অনশন শুরু করেন।
19. মহাপদ্মনন্দ-কে ‘উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক
সম্রাট’ বলা হয়।
20. ট্রপোস্ফিয়ারের প্রতি 1 কিলোমিটারে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড
হারে তাপ কমতে থাকে।
21. গণপরিষদে ভারতীয় জাতীয় পতাকার ধারণা
গৃহীত হয় 1947 সালের 22 এ জুলাই।
22. মোহিনীআট্টম নৃত্যশৈলীটি কেরল রাজ্যে বিখ্যাত।
23. গুরুশিখর শৃঙ্গটি রাজস্থানে অবস্থিত।
24. কাচ ফলকের নিচে অবস্থিত কোন বিন্দুকে লঘুতর
মাধ্যম থেকে দেখলে, বিন্দুটি উপরে উঠে এসেছে মনে হয়। এটি আলোর প্রতিসরণের জন্য ঘটে।
25. একটি জলপূর্ণ কাঁসার গ্লাস ও একটি খালি কাঁসার গ্লাসে হাতুড়ি দিয়ে সমান জোরে আঘাত করলে সনকের কম্পন বিস্তারের জন্য খালি কাঁসার গ্লাসের উৎপন্ন শব্দের প্রাবল্য বেশি হয় ।
26. পশ্চিম বঙ্গের পুরুলিয়া জেলায় সমপ্রায় ভূমি (Peneplain) দেখা যায়।
27. অরবিন্দ ঘোষকে ‘জাতীয়তাবাদের দার্শনিক ও স্বদেশীকতার কবি’
বলা হয়।
28. মহাত্মা গান্ধী যখন বন্দি হন তখন লবণ
সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন আব্বাস তৈয়াব্জী ।
29. ভারতের বিখ্যাত লেগুন হ্রদ হল চিলকা।
30. 23 শে সেপ্টেম্বর দিনটিকে জলবিষুব বলা হয় ।
31. ইলবার্ট বিল এর প্রধান উদ্দেশ্য ছিল ইউরোপীয় বিচারকদের সঙ্গে ভারতীয় বিচারকদের
সমমর্যাদা প্রতিষ্ঠা করা।
32. বাংলার এডমন্ড বার্ক বলা হতো বিপিনচন্দ্র পাল কে।
33. দিল্লি ষড়যন্ত্র মামলার সঙ্গে বসন্ত বিশ্বাস যুক্ত ছিলেন।
34. মোগল রাজশক্তির কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে ভকিল বলা হত।
35. আসানসোলকে ‘কালো হীরের দেশ’ বলা হয়।
36. পরিচলন বৃষ্টিকে “4O’ Clock Rain” বলে ।
37. প্রথম বাজীরাওকে মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা
বলা হয়।
38. 40% ফরমালডিহাইড এর দ্রবণ হলো ফরমালিন।
39. আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত।
40. নিফটি সুচক, 50 টি কোম্পানির শেয়ার
দর নির্দেশ করে।
Also Read:
Current Affairs Practice Set-7: LINK
0 Comments
Please do not enter any spam link in the comment box