General Knowledge in Bengali
আজ তোমাদের কাছে নিয়ে এসেছি সকল চাকরি পরীক্ষায় উপযোগী গুরুত্বপূর্ণ 50 টি জিকে প্রশ্ন ও তার উত্তর । আজ চতুর্থ পর্ব। এই প্রশ্ন গুলির মাধ্যমে তোমাদের জিকে স্টক ধীরে ধীরে বাড়বে আশা রাখি যা তোমাদের জ্ঞানের পরিধিকে আরও বাড়িয়ে তুলতে সাহায্য করবে।
************************
1.সরকারি চাকরিতে পশ্চাদপদ শ্রেণীর জন্য সংরক্ষণ ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ নং 16 ধারা(4) অনুযায়ী স্বীকৃত।
2. একটি উপগ্রহ, একটি গ্রহকে একটি নির্দিষ্ট কক্ষপথে বৃত্তাকার প্রদক্ষিণ করছে। যদি গ্রহটির ভর হঠাৎ কমে অর্ধেক হয়ে যায় তবে উপগ্রহটি অপেক্ষাকৃত কম গতিতে গ্রহটিকে প্রদক্ষিণ করতে থাকবে।
3. নিয়মিত প্রতিফলনে উৎসের প্রতিবিম্ব গঠিত হয়।
4. দাড়ি কাটার সবচেয়ে উপযোগী দর্পণ হল অবতল দর্পণ।
5. সপ্তদশ বিধি দ্বারা বেন্টিঙ্ক সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন।
6. কলকাতার মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
7. কংগ্রেসি আন্দোলনকে ‘অস্ত্রবিহীন গৃহযুদ্ধ’ বলেছিলেন থিওডোর বেক।
8. এনহ্যান্স রেডিয়েশন এর অপর নাম নিউট্রন বোমা।
9. কাচ থেকে বায়ুতে প্রবেশকারী বেগুনি বর্ণের আলোকরশ্মির সংকট কোণ সবচেয়ে কম হয়।
10. দৃশ্যমান বর্ণালীতে সবচেয়ে কম তরঙ্গদৈর্ঘ্যের আলোক হল বেগুনি।
11. একটি পাতলা গোলাকৃতি পেতলের চাকতিতে একটি ছিদ্র করা হলো। এরপর চাকতিটিকে উত্তপ্ত করলে ছিদ্রের ব্যাস বৃদ্ধি পাবে।
12. সঠিক সময় নির্দেশ করার জন্য ঘড়িতে ইনভার ধাতু নির্মিত ব্যালেন্স হুইল ব্যবহার করা হয়।
13. মাদুরাই শহরকে দাক্ষিণাত্যের কাশি বলা হয়।
14. বাংলায় মাৎসন্যায় হয়েছিল 650 থেকে 750 খ্রিষ্টাব্দ।
15. ভারতের সরবচ্চ পর্বতশৃঙ্গ কারাকোরাম
পর্বত শ্রেণীর অন্তর্গত।
16. জিরো আওয়ার বলতে দুপুর 12 টা থেকে দুপুর 1 টা পর্যন্ত সময়কে বোঝায়।
17. মুরুগুপ্পা গোল্ড কাপ হকি খেলার সঙ্গে
যুক্ত।
18. একটি সজীব কোষ থেকে সমস্ত মাইটোকনড্রিয়াগুলিকে অপসারণ করলে কোষটির শ্বসন ক্রিয়া সম্পন্ন হবে না এবং শক্তি উৎপাদন বন্ধ হয়ে যাবে।
19. ডুরালুমিনে অ্যালুমিনিয়াম, তামা, ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজ ধাতু থাকে।
20. পালমোনারি কপাটিকা অবস্থিত ডান নিলয় ও ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে।
21. অ্যাড্রিনালিনকে এপিনেফ্রিন বলা হয়।
22. বিশুদ্ধ জলে সামান্য লবণ মিশিয়ে ফোটালে স্ফুটনাঙ্ক বেড়ে যায়।
23. টেলিফোনের প্রেরকযন্ত্রের কাছে কথা বলার সময় শব্দশক্তি থেকে তড়িৎ শক্তি তৈরি হয়।
24. চ্যালেঞ্জার খাত অবস্থিত প্রশান্ত মহাসাগরে।
25. বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়।
26. সম্পত্তির অধিকারকে ভারতীয় সংবিধানের 44 তম সংশোধনে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়।
27. ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ মালভূমি।
28. গান্ধীজীর চম্পারন আন্দোলন হয়েছিল নীলচাষীদের সমস্যা সমাধানের জন্য।
29. রামমোহন রায়কে ‘রাজা’ উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর শাহ।
30. সাইন্টিফিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমেদ খান।
31. ভারতীয় সংবিধানে সাংবিধানিক প্রতিকারের অধিকারটি হৃদয় ও আত্মা নামে আখ্যা দিয়েছিলেন বি. আর. আম্বেদকর।
32. মানবদেহে রক্তভান্ডার হল প্লীহা।
33. লাইসোজোমকেকোষের আত্মঘাতী থলি বলা হয়।
34. নানা সাহেবের আসল নাম ছিল ধুন্দুপন্থ।
35. বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ গ্রন্থে বাংলার ছিয়াত্তরের মন্বন্তরের বর্ণনা পাওয়া যায়।
36. ঋকবেদে হিমালয় পর্বতকে হিমবত নামে অভিহিত করা হয়েছিল।
37. ক্রিকেট খেলায় কিছু কিছু সময় ‘এগ্রিকালচারাল শট’ কথাটি ব্যবহার করা হয়।
38. যশোর ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি গুজরাটে অবস্থিত।
39. মাতুঙ্গা রেল স্টেশন ভারতের প্রথম সম্পূর্ণ মহিলা কর্মচারী দ্বারা পরিচালিত রেলস্টেশন।
40. নাগপুর শহরকে টাইগার গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়।
41. দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ টির নাম ছিল অস্মক।
42. ঝরোখা–ই- দর্শন প্রথার প্রবর্তন করেন আকবর।
43. ভারতবর্ষে Blue Water Policy-র সঙ্গে যুক্ত আলফানসো আলবুকার্ক।
44. বিশাখাপত্তনম বন্দরটি একটি প্রস্তর নির্মিত ‘ডলফিনস নোজ’ দ্বারা ঘেরা রয়েছে।
45. ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 1(a) অনুযায়ী সংবাদ মাধ্যমের স্বাধীনতা সুনিশ্চিত করা হয়েছে।
46. জলের মধ্যে দুটি বাতাসের বুদবুদ পরস্পরকে আকর্ষণ করে।
47. ভিতরকণিকা অভয়ারণ্যটি উড়িষ্যায় অবস্থিত।
48. ম্যানগ্রোভ বনভূমির অপর নাম বাদাবন।
49. ভারতবর্ষের জাতীয় সংগীত জনগণমন রবীন্দ্রনাথের ভারত বিধাতা কবিতা থেকে নেওয়া হয়েছে।
50. এডমন্ড হিলারির আত্মজীবনী নাম ‘ভিউ ফ্রম সামিট’।
0 Comments
Please do not enter any spam link in the comment box