GK in Bengali
আজ তোমাদের কাছে নিয়ে এসেছি সমস্ত চাকরি পরীক্ষায় উপযোগী 25 টি জেনারেল নলেজের প্রশ্নোত্তর। প্রস্নগুলির কতগুলি সঠিক উত্তর করতে পারো, একবার মিলিয়ে নাও।
Total No. of Questions : 25
1.
অশোককে কোন
গ্রন্থে ‘চন্ডাশোক’ হিসাবে উল্লেখ করা হয়েছে ? (1) মহাবংশ (2) মিলিন্দপনহো (3) মহাপরিনির্বাণ
সূত্র (4) এর কোনোটিই নয়
2. বঙ্গভঙ্গ
কে রদ করেছিলেন ? (1) লর্ড ডাফরিন
(2) লর্ড মিন্টো
(3) লর্ড ক্যানিং
(4) লর্ড হার্ডিঞ্জ
3. ‘Special Safeguard Mechanism’ নিম্নলিখিত
কোন আন্তর্জাতিক সংস্থার
কাজের সঙ্গে সম্পর্কযুক্ত ? (1) IMF (2)
বিশ্ব ব্যাঙ্ক (3) WTO (4) ইউরোপীয় ইউনিয়ন
4. ‘অসমের চৈতন্য ‘মহাপ্রভু’
কাকে বলা হয় ? (1) তুলসীদাস (2) শঙ্করাচার্য (3) শঙ্করদেব (4) রুইদাস
5. শাক্যমুনি নামে কে পরিচিত
ছিলেন ? (1) গৌতম বুদ্ধ (2) মহাবীর (3) পার্শ্বর্নাথ (4) ঋষভদেব
6. মুদ্রাস্ফীতির ফলে কে লাভবান হয় ? (1) ঋণদাতা (2) ঋণগ্রহীতা (3) সেভিংস ব্যাঙ্ক আমানতকারী (4) পেনশনভোগী
7. ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা কতগুলি ? (1)
6 (2) 7
(3) 8 (4) 9
8. একজন রাজ্যসভার
সদস্যের পদে থাকার মেয়াদ কত ? (1) 4 বছর (2) 5 বছর
(3) 6 বছর (4)
অনির্দিষ্ট
9. গৌতম
বুদ্ধ কুশীনগরে দেহত্যাগ
করেছিলেন । এই কুশীনগর কোন মহাজনপদের রাজধানী
ছিল ? (1) মল্ল (2) চেদি (3) বৎস (4) অবন্তী
10. নিম্নলিখিত কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না ? (1) এ ভি আলেকজান্ডার (2) স্যার স্ট্যাফোর্ড ক্রিপস (3) লর্ড ওয়াভেল (4) স্যার প্যাট্রিক লরেন্স
11. কোন ভাইসরয় ‘Vernacular Press Act’ পাশ করেছিলেন ? (1) লর্ড ডালহৌসি (2) লর্ড ওয়েলেসলি (3) লর্ড কার্জন (4) লর্ড
লিটন
12. ‘সমুদ্রগুপ্ত’ কার ছদ্মনাম ? (1) প্রাণতোষ
ঘটক (2) তরুণ রায় (3) পূর্ণেন্দু পত্রী (4) নীহাররঞ্জন
গুপ্ত
13. বাস্তব গ্যাস কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের মতো আচরণ করে ? (1) উচ্চ চাপ (2) নিম্ন চাপ (3) উচ্চ উষ্ণতা (4) উচ্চ
উষ্ণতা ও নিম্ন চাপ
14. ‘দ্বিতীয়
পরশুরাম’ নামে কে পরিচিত ? (1) মহাপদ্মনন্দ (2) ধননন্দ (3) চন্দ্রগুপ্ত (4) বিন্দুসার
15. নীচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয় ? (1) বেতার তরঙ্গ (2) X-রশ্মি (3) দৃশ্য আলোক (4) শব্দতরঙ্গ
16. পশ্চিমবঙ্গের
কোথায় পাট গবেষণা
কেন্দ্র অবস্থিত ? (1) ব্যারাকপুর (2) পুরুলিয়া (3) বর্ধমান
(4) তমলুক
17. সমান নিউট্রন সংখ্যা কিন্তু ভিন্ন পরমাণু ক্রমাঙ্কের পরমাণুকে কী বলা হয় ? (1) আইসোবার (2) আইসোটোপ (3) আইসোমার (4) আইসোটোন
18. অবমূল্যায়নের ফলে নিম্নলিখিত কোন ঘটনাগুলি ঘটে ? (1) রপ্তানির মূল্যবৃদ্ধি (2) রপ্তানির
মূল্যহ্রাস (3) আমদানির মূল্যবৃদ্ধি (4) আমদানির মূল্যহ্রাস
19. পর্যাপ্ত পরিমাণ অ্যামাইলেজের উৎপত্তিস্থল কোথায় ? (1) অগ্নাশয় (2) রক্ত (3) মস্তিষ্ক (4) থাইরয়েড
20. লোকসভার পাবলিক অ্যাকউন্টস কমিটির সদস্য সংখ্যা হল - (1) 7 জন (2) 10 জন (3) 12 জন (4) 22 জন
21. শিবরমণ কমিটির
সুপারিশ অনুযায়ী নিম্নলিখিত
কোন সংস্থাটি স্থাপিত
হয়েছিল ? (1)
নাবার্ড (2) সিডবি (3) সেবি (4) এর কোনোটিই নয়
22. আঁধি নামক ঝড় কোন
স্থানে ঘটে ? (1) পাঞ্জাব (2) পশ্চিমবঙ্গ (3) অসম (4) উত্তরপ্রদেশ
23. নিম্নলিখিত কোন রাজনৈতিক নেতা অসহযোগ আন্দোলনের
সময় প্রথম গ্রেপ্তার
হয়েছিলেন ? (1) মহাত্মা গান্ধী (2)
মতিলাল
নেহরু (3) সি আর দাশ (4) হসরত মোহানী
24. কোন
পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ‘সবুজ বিপ্লব’-এর সূচনা হয়েছিল ? (1) প্রথম (2) দ্বিতীয়
(3) তৃতীয় (4) চতুর্থ
25. CO এবং Zn- এর লবণগুলির মধ্যে কোনগুলি তড়িৎক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় ?
(1) CO লবণ (2) Zn লবণ (3) উভয় লবণ (4) কোনোটিই নয়
Current Affairs Practice Set-8: LINK
English Practice Set 10 : LINK
Answers :
(1) 1 (2)
4 (3) 3 (4) 3 (5) 1 (6) 2 (7) 1 (8) 3 (9) 1 (10) 3 (11) 4 (12) 3 (13) 4 (14) 1 (15)
4 (16) 1 (17) 4 (18) 2 (19) 1 (20) 4 (21) 1 (22) 1 (23) 3 (24) 3 (25) 1
0 Comments
Please do not enter any spam link in the comment box