Pages

GK Practice set -1 in Bengali

 

GK in Bengali

GK in Bengali



 GK in Bengali

আজ তোমাদের কাছে নিয়ে এসেছি সমস্ত চাকরি পরীক্ষায় উপযোগী 25 টি জেনারেল নলেজের প্রশ্নোত্তর। প্রস্নগুলির কতগুলি সঠিক উত্তর করতে পারো, একবার মিলিয়ে নাও। 

Total No. of Questions : 25


1. অশোককে কোন গ্রন্থে ‘চন্ডাশোক’ হিসাবে উল্লেখ করা হয়েছে ? (1) মহাবংশ  (2) মিলিন্দপনহো  (3) মহাপরিনির্বাণ সূত্র (4) এর কোনোটিই নয় 

2. বঙ্গভঙ্গ কে রদ করেছিলেন ? (1)  লর্ড ডাফরিন (2) লর্ড মিন্টো (3) লর্ড ক্যানিং  (4) লর্ড হার্ডিঞ্জ

3. Special Safeguard Mechanism নিম্নলিখিত কোন আন্তর্জাতিক সংস্থার কাজের সঙ্গে সম্পর্কযুক্ত ? (1) IMF (2) বিশ্ব  ব্যাঙ্ক  (3) WTO  (4) ইউরোপীয় ইউনিয়ন

4. অসমের চৈতন্যমহাপ্রভু’ কাকে বলা হয়  ?  (1)  তুলসীদাস  (2)   শঙ্করাচার্য  (3)  শঙ্করদেব  (4)  রুইদাস 

5. শাক্যমুনি নামে কে পরিচিত ছিলেন ? (1) গৌতম বুদ্ধ (2)  মহাবীর (3)  পার্শ্বর্নাথ (4)   ঋষভদেব

6. মুদ্রাস্ফীতির  ফলে কে লাভবান হয় ? (1)  ঋণদাতা  (2)   ঋণগ্রহীতা  (3)  সেভিংস ব্যাঙ্ক আমানতকারী  (4) পেনশনভোগী 

7. ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা কতগুলি ? (1) 6  (2) 7  (3)  8 (4) 9

8. একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ কত ? (1)  4 বছর (2)    5 বছর  (3)  6 বছর  (4)

অনির্দিষ্ট 

9. গৌতম বুদ্ধ কুশীনগরে দেহত্যাগ করেছিলেন এই কুশীনগর কোন মহাজনপদের রাজধানী ছিল ? (1)  মল্ল  (2)   চেদি  (3)  বৎস  (4) অবন্তী

10. নিম্নলিখিত কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না ? (1) এ ভি আলেকজান্ডার (2) স্যার স্ট্যাফোর্ড ক্রিপস (3) লর্ড ওয়াভেল (4) স্যার প্যাট্রিক লরেন্স

11. কোন ভাইসরয় ‘Vernacular Press Act  পাশ করেছিলেন ?  (1) লর্ড ডালহৌসি (2) লর্ড ওয়েলেসলি (3) লর্ড কার্জন (4) লর্ড লিটন 

12. ‘সমুদ্রগুপ্ত’ কার ছদ্মনাম ? (1) প্রাণতোষ ঘটক (2) তরুণ রায়  (3) পূর্ণেন্দু পত্রী  (4) নীহাররঞ্জন গুপ্ত

13. বাস্তব গ্যাস কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের মতো আচরণ করে ? (1) উচ্চ চাপ (2) নিম্ন চাপ (3) উচ্চ উষ্ণতা (4) উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপ

14. ‘দ্বিতীয় পরশুরাম’ নামে কে পরিচিত ?  (1) মহাপদ্মনন্দ  (2) ধননন্দ (3) চন্দ্রগুপ্ত (4) বিন্দুসার

15. নীচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয় ? (1) বেতার তরঙ্গ (2) X-রশ্মি  (3) দৃশ্য আলোক (4) শব্দতরঙ্গ

16. পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্র অবস্থিত ?  (1)  ব্যারাকপুর  (2)  পুরুলিয়া (3)   বর্ধমান  (4) তমলুক

17. সমান নিউট্রন সংখ্যা কিন্তু ভিন্ন পরমাণু ক্রমাঙ্কের পরমাণুকে কী বলা হয় ? (1)  আইসোবার  (2)   আইসোটোপ  (3)  আইসোমার  (4) আইসোটোন 

18. অবমূল্যায়নের ফলে নিম্নলিখিত কোন ঘটনাগুলি  ঘটে ? (1) রপ্তানির মূল্যবৃদ্ধি (2) রপ্তানির মূল্যহ্রাস (3) আমদানির মূল্যবৃদ্ধি  (4) আমদানির মূল্যহ্রাস

19. পর্যাপ্ত পরিমাণ অ্যামাইলেজের উৎপত্তিস্থল কোথায় ? (1) অগ্নাশয় (2) রক্ত (3) মস্তিষ্ক (4) থাইরয়েড

20. লোকসভার পাবলিক অ্যাকউন্টস কমিটির সদস্য সংখ্যা হল - (1) 7 জন (2) 10 জন (3) 12 জন (4) 22 জন

21. শিবরমণ কমিটির সুপারিশ অনুযায়ী নিম্নলিখিত কোন সংস্থাটি স্থাপিত হয়েছিল ? (1) নাবার্ড (2) সিডবি (3) সেবি  (4) এর কোনোটিই নয়

22. আঁধি নামক ঝড়  কোন স্থানে ঘটে ? (1পাঞ্জাব (2)  পশ্চিমবঙ্গ (3) অসম  (4) উত্তরপ্রদেশ

23. নিম্নলিখিত কোন রাজনৈতিক নেতা অসহযোগ আন্দোলনের সময় প্রথম গ্রেপ্তার হয়েছিলেন ? (1)  মহাত্মা গান্ধী  (2)   মতিলাল নেহরু  (3)  সি আর দাশ (4) হসরত মোহানী  

24. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে সবুজ বিপ্লব’-এর সূচনা হয়েছিল ? (1)  প্রথম  (2) দ্বিতীয়  (3)   তৃতীয়  (4) চতুর্থ    

25. CO এবং Zn-  এর লবণগুলির মধ্যে কোনগুলি তড়িৎক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় ? (1) CO  লবণ (2) Zn লবণ (3) উভয় লবণ (4) কোনোটিই নয় 

Current Affairs Practice Set-8: LINK 

English Practice Set 10LINK


Answers :

(1) 1 (2) 4 (3) 3 (4) 3 (5) 1 (6) 2 (7) 1 (8) 3 (9) 1 (10) 3 (11) 4 (12) 3 (13) 4 (14) 1 (15) 4 (16) 1 (17) 4 (18) 2 (19) 1 (20) 4 (21) 1 (22) 1 (23) 3 (24) 3 (25) 1


Post a Comment

0 Comments