Pages

GK Practice Set-2 in Bengali

 

GK in Bengali

GK in Bengali





 GK in Bengali

আজ তোমাদের কাছে নিয়ে এসেছি সমস্ত চাকরি পরীক্ষায় উপযোগী 25 টি জেনারেল নলেজের প্রশ্নোত্তর। প্রস্নগুলির কতগুলি সঠিক উত্তর করতে পারো, একবার মিলিয়ে নাও। 

Total No. of Questions : 25


1. তেজস্ক্রিয় ভাঙনের সময়ে যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বিকিরিত হয়, তা হল- (1)  X- রশ্মি (2)   ɣ- রশ্মি (3)  আলট্রা ভায়োলেট রশ্মি (4)   ইনফ্রারেড রশ্মি

2. বিলায়েত খান কোন যন্ত্র সংগীতশিল্পী ছিলেন ? (1) সেতার (2) সরোদ  (3) সানাই (4) সন্তুর 

3. অ্যাসিটিক অ্যাসিড কোন মাধ্যমে তীব্র অ্যাসিডরূপে কাজ করে ? (1) HCI মাধ্যমে (2) H3BO3 মাধ্যমে  (3) জলীয় মাধ্যমে  (4) তরল NH3 মাধ্যমে

4. নিম্নলিখিত কোন ভাইসরয়কে আন্দামানে হত্যা করা হয় ? (1)  লর্ড কার্জন (2)  লর্ড মিন্টো (3)  লর্ড ক্লাইভ (4) লর্ড মেয়ো

5.  বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ হল - (1) তির্যক (2অনুদৈর্ঘ্য (3) তড়িৎ চুম্বকীয় (4) সমবর্তন 

6.   ভারতের সংবিধানে রাষ্ট্রের  নির্দেশকনীতি সমূহ অনুপ্রাণিত হয়েছে - (1) ব্রিটিশ সংবিধান থেকে (2) আমেরিকার সংবিধান থেকে  (3)  দঃ আফ্রিকার সংবিধান থেকে (4) আয়ারল্যান্ডের সংবিধান থেকে

7. নাইট্রোজেনের কোন অক্সাইডটির আম্লিক ধর্ম সবচেয়ে বেশি ? (1) N2O3 (2) NO2 (3) N2O5 (4) NO

8. কোন শিল্পকে সূর্যোদয় শিল্প’ বলা হয় ?  (1)  তামা  (2)   প্লাস্টিক  (3)  অটোমোবাইল  (4) গয়না

9. ‘একেই কি বলে সভ্যতা গ্রন্থটির রচয়িতা কে ?  (1)  অজিতেশ বন্দ্যোপাধ্যায়  (2)   মাইকেল মধুসূদন দত্ত  (3)  বিজন ভট্টাচার্য  (4)  শম্ভু মিত্র 

10. নিম্নলিখিত কোন মহাজনপদটি প্রজাতান্ত্রিক ছিল ? (1)  বৃজি ও  মল্ল (2) চম্পা ও কৌশাম্ভী (3) শ্রাবস্তী ও রাজগৃহ (4) উপরের সবগুলি

11. প্রথম জৈন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?  (1) পাটলিপুত্র (2) বলভী (3) বৈশালী (4) রাজগৃহ 

12. সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল - (1) শিক্ষা সংক্রান্ত সংস্কার (2) প্রশাসনিক সংস্কার (3) জেল কোড সংস্কার (4) ভারতীয় সাংবিধানিক সংস্কার 

13. গদর পার্টি কোথায় গঠিত হয়েছিল ? (1) ইংল্যান্ড (2) স্কটল্যান্ড (3) ডেনমার্ক (4) আমেরিকা 

14. দারিদ্র দূরীকরণ স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল ?   (1) তৃতীয় (2) চতুর্থ (3) পঞ্চম (4) ষষ্ঠ

15. রাষ্ট্রীয় নির্দেশাত্মক নীতি সমূহ হল -  (1) আদালতে বিচারের যোগ্য (2) আদালতে বিচারের যোগ্য নয় (3) কয়েকটি মাত্র নীতি বিচারের যোগ্য (4)  উপরের কোনোটিই নয় 

16. নিকট দৃষ্টি সম্পন্ন ত্রুটি ঠিক করা যাবে - (1) উত্তল লেন্স দ্বারা (2) অবতল লেন্স দ্বারা (3) অভিসারী লেন্স দ্বারা (4) এর কোনোটিই নয়

17. ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে - (1) ল্যাটেরাইটজাত মৃত্তিকা (2) লোহিত মৃত্তিকা  (3)  কৃষ্ণ মৃত্তিকা (4) পলি মৃত্তিকা

18. ভারতের কোন রাজ্যে বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য প্রত্যক্ষ করা যায় ? (1) মেঘালয় (2) কেরালা  (3) রাজস্থান  (4) তামিলনাড়ু

19. অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন ? (1) পুলিন বিহারী দাস (2) রাসবিহারী বসু  (3) চিত্তরঞ্জন দাশ  (4) আনন্দ মোহন বসু       

20. বায়ুমণ্ডলের সংস্পর্শে থাকা একটি NaCl  দ্রবণের PH হল - (1) 3.5 (2) 5  (3) 7 (4) 14 

21. কার অনুরোধে বুদ্ধদেব মহিলাদের সংঘে প্রবেশাধিকার দিয়েছিলেন ? (1) গৌতমী (2) ত্রিশলা  (3)  মায়াদেবী (4) সকলের অনুরোধে

22. মানুষের স্বাভাবিক রক্ত - (1) আম্লিক (2) ক্ষারীয়  (3) প্রশমিত (4) পরিবর্তনশীল

23. কলিঙ্গরাজ খারবেল কোন বংশের শাসক ছিলেন ? (1চেদি (2) চোল  (3) শক  (4) পূর্বগঙ্গা

24. পুরন্দরের চুক্তি কবে হয় ? (1)  1663 খ্রিস্টাব্দের 14 এপ্রিল  (2)   1665 খ্রিস্টাব্দের 11 জুন  (3)  1665 খ্রিস্টাব্দের 23 মার্চ  (4) 1665 খ্রিস্টাব্দের 22 জুলাই 

25. পেশি ক্লান্তির জন্য দায়ী কে ?  (1)  কার্বন-ডাইঅক্সাইড  (2)   ক্রিয়েটেনিন  (3)  ল্যাকটিক অ্যাসিড  (4) ইথাইল অ্যালকোহল 

English Practice Set 12 : LINK 

Current Affairs Practice Set-7:  LINK

Current Affairs January to June 2021 : Link 

Answers :

(1) 2 (2) 1 (3) 4 (4) 4 (5) 2 (6) 4 (7) 3 (8) 3 (9) 2 (10) 1 (11) 1 (12) 4 (13) 4  (14) 3 (15) 2 (16) 2 (17) 4 (18) 1 (19) 1 (20) 3 (21) 1 (22) 2 (23) 1 (24) 2 (25) 3

Post a Comment

0 Comments