GK in Bengali
আজ তোমাদের কাছে নিয়ে এসেছি সমস্ত চাকরি পরীক্ষায় উপযোগী 25 টি জেনারেল নলেজের প্রশ্নোত্তর। প্রস্নগুলির কতগুলি সঠিক উত্তর করতে পারো, একবার মিলিয়ে নাও।
Total No. of Questions : 25
1. তেজস্ক্রিয়
ভাঙনের সময়ে যে তড়িৎ চুম্বকীয়
তরঙ্গ বিকিরিত হয়, তা হল- (1) X- রশ্মি (2) ɣ- রশ্মি (3) আলট্রা ভায়োলেট
রশ্মি (4) ইনফ্রারেড
রশ্মি
2. বিলায়েত খান কোন যন্ত্র সংগীতশিল্পী ছিলেন ? (1) সেতার (2) সরোদ (3) সানাই (4) সন্তুর
3. অ্যাসিটিক অ্যাসিড কোন মাধ্যমে তীব্র অ্যাসিডরূপে কাজ করে ? (1) HCI মাধ্যমে (2) H3BO3 মাধ্যমে (3) জলীয়
মাধ্যমে (4) তরল NH3 মাধ্যমে
4. নিম্নলিখিত কোন ভাইসরয়কে আন্দামানে
হত্যা করা হয় ? (1) লর্ড কার্জন (2) লর্ড মিন্টো (3) লর্ড ক্লাইভ (4) লর্ড মেয়ো
5. বায়ু মাধ্যমে
শব্দ তরঙ্গ হল - (1) তির্যক (2) অনুদৈর্ঘ্য (3) তড়িৎ চুম্বকীয় (4) সমবর্তন
6. ভারতের সংবিধানে
রাষ্ট্রের নির্দেশকনীতি সমূহ অনুপ্রাণিত হয়েছে - (1) ব্রিটিশ
সংবিধান থেকে (2) আমেরিকার
সংবিধান থেকে (3) দঃ আফ্রিকার
সংবিধান থেকে (4) আয়ারল্যান্ডের সংবিধান থেকে
7. নাইট্রোজেনের কোন অক্সাইডটির আম্লিক
ধর্ম সবচেয়ে বেশি ? (1) N2O3 (2) NO2 (3) N2O5
(4) NO
8. কোন
শিল্পকে ‘সূর্যোদয় শিল্প’ বলা হয় ? (1) তামা (2) প্লাস্টিক (3) অটোমোবাইল (4) গয়না
9. ‘একেই
কি বলে সভ্যতা’ গ্রন্থটির
রচয়িতা কে ? (1) অজিতেশ বন্দ্যোপাধ্যায় (2) মাইকেল মধুসূদন দত্ত (3) বিজন ভট্টাচার্য (4) শম্ভু মিত্র
10. নিম্নলিখিত কোন মহাজনপদটি প্রজাতান্ত্রিক ছিল ? (1) বৃজি
ও মল্ল (2) চম্পা ও কৌশাম্ভী (3) শ্রাবস্তী ও রাজগৃহ (4) উপরের সবগুলি
11.
প্রথম জৈন সম্মেলন
কোথায় অনুষ্ঠিত হয়েছিল? (1) পাটলিপুত্র (2) বলভী (3) বৈশালী (4) রাজগৃহ
12. সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল - (1) শিক্ষা সংক্রান্ত
সংস্কার (2) প্রশাসনিক
সংস্কার (3) জেল কোড সংস্কার (4) ভারতীয় সাংবিধানিক
সংস্কার
13.
গদর পার্টি
কোথায় গঠিত হয়েছিল ? (1) ইংল্যান্ড (2) স্কটল্যান্ড (3) ডেনমার্ক (4) আমেরিকা
14. দারিদ্র দূরীকরণ স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল ? (1) তৃতীয় (2) চতুর্থ (3) পঞ্চম (4) ষষ্ঠ
15.
রাষ্ট্রীয়
নির্দেশাত্মক নীতি সমূহ হল - (1) আদালতে বিচারের
যোগ্য (2) আদালতে বিচারের যোগ্য
নয় (3) কয়েকটি মাত্র
নীতি বিচারের যোগ্য (4) উপরের কোনোটিই নয়
16. নিকট দৃষ্টি সম্পন্ন ত্রুটি ঠিক করা যাবে - (1) উত্তল লেন্স দ্বারা (2) অবতল
লেন্স দ্বারা (3) অভিসারী লেন্স দ্বারা (4) এর কোনোটিই নয়
17. ভারতের সবচেয়ে
বেশি এলাকা জুড়ে রয়েছে - (1) ল্যাটেরাইটজাত
মৃত্তিকা (2) লোহিত মৃত্তিকা (3) কৃষ্ণ মৃত্তিকা (4) পলি মৃত্তিকা
18. ভারতের কোন রাজ্যে বার্ষিক
বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য
প্রত্যক্ষ করা যায় ? (1) মেঘালয় (2) কেরালা (3) রাজস্থান (4) তামিলনাড়ু
19. অনুশীলন
সমিতি কে প্রতিষ্ঠা
করেছিলেন ? (1) পুলিন বিহারী দাস (2) রাসবিহারী
বসু (3) চিত্তরঞ্জন দাশ (4) আনন্দ
মোহন বসু
20. বায়ুমণ্ডলের সংস্পর্শে
থাকা একটি NaCl দ্রবণের PH হল -
(1) 3.5 (2) 5
(3) 7 (4) 14
21. কার অনুরোধে
বুদ্ধদেব মহিলাদের সংঘে প্রবেশাধিকার দিয়েছিলেন ? (1) গৌতমী (2) ত্রিশলা (3) মায়াদেবী (4) সকলের
অনুরোধে
22. মানুষের স্বাভাবিক
রক্ত - (1) আম্লিক (2) ক্ষারীয় (3) প্রশমিত (4) পরিবর্তনশীল
23. কলিঙ্গরাজ খারবেল
কোন বংশের শাসক ছিলেন ? (1) চেদি (2) চোল (3) শক
(4) পূর্বগঙ্গা
24. পুরন্দরের
চুক্তি কবে হয় ? (1) 1663 খ্রিস্টাব্দের 14 এপ্রিল
(2) 1665
খ্রিস্টাব্দের 11 জুন (3) 1665 খ্রিস্টাব্দের 23 মার্চ (4) 1665 খ্রিস্টাব্দের 22 জুলাই
25. পেশি
ক্লান্তির জন্য দায়ী কে ? (1) কার্বন-ডাইঅক্সাইড (2) ক্রিয়েটেনিন (3) ল্যাকটিক অ্যাসিড (4) ইথাইল অ্যালকোহল
English Practice Set 12 : LINK
Current Affairs Practice Set-7: LINK
Current Affairs January to June 2021 : Link
Answers :
(1) 2 (2) 1 (3) 4 (4) 4 (5) 2 (6) 4 (7) 3 (8) 3 (9) 2 (10) 1 (11)
1 (12) 4 (13) 4 (14) 3 (15) 2 (16) 2 (17)
4 (18) 1 (19) 1 (20) 3 (21) 1 (22) 2 (23) 1 (24) 2 (25) 3
0 Comments
Please do not enter any spam link in the comment box