Pages

Railway Exam GK


Railway Exam GK (রাজ্যসভা ও লোকসভা)

বন্ধুরা,

এই পর্বে আমরা Railway Exam এর জন্য বাছাই করা 35 টি জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। রেলের যে কোন পরীক্ষার জন্য [ Railway NTPC, Rail Gr. D, JE, RPF etc] এবং  PSC Clerkship , PSC Miscellaneous Exam এবং WBP পরীক্ষার জন্যও সমানভাবে উপকারী। প্রশ্নের উত্তর আগে নিজে করো এবং এর PDF টি অবশ্যই সংগ্রহ করে নিও।   


Railway Exam GK

Railway Exam GK (রাজ্যসভা ও লোকসভা)




1. রাজ্যসভা প্রথম কখন গঠন হয়েছিল ?
a) 7 মে 1951
b) 15 আগষ্ট 1947
c) 3 এপ্রিল 1952
d) 26 জানুয়ারী 1950



2.রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে?
a) গণেশ বাসুদেব
b) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন
c) এস ভি কৃষ্ণমূর্তি রাও
d) শ্রীমতি লেখা সালভা



3. পদাধিকারবলে রাজ্যসভার চেয়ারম্যান কে?
a) প্রধানমন্ত্রী
b) রাষ্ট্রপতি
c) উপরাষ্ট্রপতি
d) স্বরাষ্ট্রমন্ত্রী



4.রাজ্যসভার 1/3 সদস্য অবসর গ্রহণ করেন প্রত্যেক _______বছর অন্তর।
a) 3
b) 4
c) 5
d) 2



5. রাজ্যসভার মহাসচিব নিম্নলিখিত কার দ্বারা নির্বাচিত হন?
a) প্রধানমন্ত্রী
b) অ্যাটর্নি জেনারেল
c) রাজ্যসভার চেয়ারম্যান
d) রাষ্ট্রপতি



6. রাজ্যসভায় প্রয়োজনীয় কোরাম হলো
a) 50
b) 125
c) 100
d) 25



7.ভারতীয় সংসদের উচ্চ কক্ষ হল—
a) লোকসভা
b) রাজ্যসভা
c) বিধানসভা
d) রাষ্ট্রপতি ভবন



8.লোকসভায় অর্থবিল পাশ করার পর রাজ্যসভা সর্বোচ্চ কত দিনের মধ্যে বিলটিকে লোকসভায় ফেরত দিতে পারে।
a) 14
b) 22
c) 12
d) 28



9. রাজ্যসভার সদস্যরা____ মেয়াদকালের জন্য নির্বাচিত
a) 5 বছর
b) 6 বছর
c) 3 বছর
d) 4 বছর



10.রাজ্যসভার সদস্যরা নির্বাচিত হন -
a) রাজ্যগুলির আইন সভার সদস্যদের দ্বারা
b) লোকসভার সদস্যদের দ্বারা
c) ভারতের জনগন দ্বারা
d) লেজিস লেটিভ কাউন্সিলের সদস্য দ্বারা



11. রাজ্যসভার সদস্য পদ পেতে সর্বনিম্ন বয়স কত?
a) 25 বছর
b) 35 বছর
c) 18 বছর
d) 30 বছর



12.তার নিজের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের সময় ভারতের প্রধানমন্ত্রী ভোটে অংশগ্রহণ করতে পারবেন না, যদি তিনি ______
a) একজন রাজ্যসভার সদস্য হন
b) লোকসভার বিরোধী দলগুলি দ্বারা নিষিদ্ধ হন
c) সংখ্যাগরিষ্ঠ
d) লোকসভার সদস্য



13. সর্বভারতীয় চাকুরি (All India Service) তৈরির জন্য কে দায়ী ?
a) রাজ্যসভা
b) সংসদ
c) লোকসভার স্পিকার
d) লোকসভা



14.কবে প্রথম লোকসভা নির্বাচন হয়েছিল ?
a) 1948-49
b) 1953-54
c) 1951-52
d) 1949-50



15. লোকসভার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই রাষ্ট্রপতি কার পরামর্শে লোকসভা ভেঙে দিতে পারেন ?
a) প্রধানমন্ত্রী
b) ভারতের প্রধান বিচারপতি
c) রাজ্যসভা
d) লোকসভা



16. রাষ্ট্রপতি যদি কোন একটি বিলকে সংসদে পুনঃবিবেচনা করার জন্য ফেরত পাঠান তাহলে তাকে বলা হয়—
a) সাসপেনসন ভেটো
b) লিমিটেড ভেটো
c) পকেট ভেটো
d) অ্যাবসোলিউট ভেটো



17.উপপ্রধানমন্ত্রীর ( Deputy Prime Minister) দপ্তর-
a) সংবিধান প্রবর্তনের সময়েই তৈরি করা হয়েছিল
b) সংবিধান বহির্ভূত সংস্থা
c) 44-তম সংশোধনী আইন অনুযায়ী গঠিত
d) 85 তম সংশোধনী আইন অনুযায়ী গঠিত



18.কোন রাজ্যের লোকসভার আসন সংখ্যা সব থেকে বেশি ?
a) উত্তরপ্রদেশ
b) অন্ধ্রপ্রদেশ
c) পশ্চিমবঙ্গ
d) বিহার



19. এক বছরে কটি অধিবেশন লোকসভাতে অনুষ্ঠিত হয় ?
a) 5
b) 2
c) 3
d) 4



20. ভারতীয় সংসদের প্রথম স্পিকার কে?
a) জি ভি মভলঙ্কার
b) রাজেন্দ্র প্রসাদ
c) কে এম মুন্সী
d) বি আর আম্বেদকর



21. দ্বিতীয় লোকসভার স্পিকার ছিলেন কে?
a) বালি রাম ভগত
b) এম অনন্তসায়ানাম আয়েঙ্গার
c) বলরাম জাখর উত্তর
d) কে এস হেগড়ে



22.লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন?
a) হেমা মালিনী
b) মীরা কুমার
c) সুষমা স্বরাজ
d) স্মৃতি ইরানি



23. লোকসভার স্পিকার নির্বাচিত হয়
a) ভারতের রাষ্ট্রপতির দ্বারা
b) লোকসভার সমস্ত সদস্যদের দ্বারা
c) লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের দ্বারা
d) সংসদের সমস্ত সদস্যদের দ্বারা



24.লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে?
a) 25 বছর
b) 45 বছর
c) 35 বছর
d) 21 বছর



25. লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা কত?
a) 543
b) 547
c) 552
d) 549



26. নতুন লোকসভা গঠনের পর প্রথম সভাতে কে সভাপতিত্ব করেন ?
a) প্রোটেম স্পিকার
b) রাষ্ট্রপতি
c) প্রধানমন্ত্রী
d) স্পিকার



27.লোকসভায় কক্ষের নেতা বলতে ______ কে বোঝায়?
a) শাসক দল বা Coalition এর কোন মনোনীত সদস্য
b) প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত মন্ত্রী
c) বিরোধী দলনেতা
d) ভারতের রাষ্ট্রপতি



28.লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশন কে সভাপতিত্ব করেন ?
a) রাজ্যসভার সিনিয়র সদস্য
b) লোকসভার স্পিকার
c) রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত সদস্য
d) ভারতের রাষ্ট্রপতি



29. কোনো বিল অর্থ বিল কিনা তা নির্ধারণ করেন কে?
a) প্রধানমন্ত্রী
b) উপরাষ্ট্রপতি
c) লোকসভার স্পিকার
d) ভারতের প্রধান বিচারপতি



30.অর্থবিল উত্থাপন করা যেতে পারে
a) কেবল লোকসভাতে
b) কেবল রাজ্য সভাতে
c) সংসদের যে কোন কক্ষে
d) না লোকসভা না রাজ্য সভাতে



31. মন্ত্রীসভা যৌথভাবে কার কাছে দায়ী থাকে?
a) প্রধানমন্ত্রী
b) লোকসভা
c) রাজ্যসভা
d) রাষ্ট্রপতি



32.ভারত সরকারের বাজেটের সবচেয়ে বড়ো ঘাটতি কোনটি ?
a) প্রাথমিক ঘাটতি (Primary Deficit )
b) আর্থিক ঘাটতি (Revenue Deficit )
c) রাজস্ব ঘাটতি (Fiscal Deficit )
d) বাজেট ঘাটতি (Budgetary Deficit )



33. জরুরি অবস্থার সময়ে লোকসভার কার্যকালের মেয়াদ এককালীন কত বছর বাড়ানো যায় ?
a) 2 বছর
b) 1 বছর
c) 1.5 বছর
d) রাষ্ট্রপতির ইচ্ছার উপর নির্ভরশীল



34.সংবিধান অনুসারে লোকসভার মিটিংয়ে কোরামের প্রয়োজন হয় মোট সদস্যের ____ অংশ
a) 1/2
b) 2/3
c) 1/6
d) 1/10



35. কেন্দ্রীয় সরকার ‘গণনা ভোট' (Votes on Account) অনুমোদন করে
a) সর্বসাধারণের জন্য ঋণগ্রহণ করলে
b) ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক থেকে ঋণ গ্রহণ করলে
c) রাজ্যগুলিকে অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্য মঞ্জুরি প্রদান করলে
d) একটি সুনির্দিষ্ট সময়ের জন্য ভারতের সঞ্চিত তহবিল থেকে অর্থ গ্রহণ করা



Download the PDF 


You have to wait 40 seconds.


Post a Comment

0 Comments