Pages

General Knowledge in bengali Part-1

 

General Knowledge in bengali


General knowledge in bengali



 GK in Bengali



আজ তোমাদের কাছে নিয়ে এসেছি সকল চাকরি পরীক্ষায় উপযোগী গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও তার উত্তর ।আজ প্রথম পর্ব। এই প্রশ্ন গুলির মাধ্যমে তোমাদের জিকে স্টক ধীরে ধীরে বাড়বে আশা রাখিএছাড়া বেশ কিছু প্রস্নে অতিরিক্ত কিছু  তথ্য দেওয়া আছে যা তোমাদের জ্ঞানের পরিধিকে আরও বাড়িয়ে তুলতে সাহায্য করবে।

****************************************

1. কোন আইনের ফলে কেন্দ্রে ‘দুই কক্ষ বিশিষ্ট আইন সভা’ গঠিত হয়?

উত্তর :  মন্টেগু চেমসফোর্ড আইন

অতিরিক্ত তথ্য – 1919 সালে এই আইন হয়। এই আইনকে অ্যানি বেসান্ত ‘দাসত্বের পরিকল্পনা’ বলে উল্লেখ করেন।

2. কোন গ্রন্থ থেকে কৈবর্ত বিদ্রোহের কোথা জানা যায়?

উত্তর : রামচরিত

অতিরিক্ত তথ্য – সন্ধ্যাকর নন্দীর লেখা বই রামচরিত। এতে কৈবর্তদের সঙ্গে রামপালের যুদ্ধের বিবরন রয়েছে। রামপালের সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী।

3. লাইপোক্রোম কি?

উত্তর : রঞ্জক পদার্থ

অতিরিক্ত তথ্য – এর অপর নাম ক্যারোটিনয়েড

4. পাগলাপন্থি বিদ্রোহের নেতা কে ছিলেন?

উত্তর : করম শাহ ও টিপু শাহ

অতিরিক্ত তথ্য – সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন সিধু ও কানু এবং খাসী বিদ্রোহের নেতা ছিলেন তিরাথ সিং।

5. টেবল সল্ট এর রাসায়নিক নাম কি?

উত্তর : সোডিয়াম ক্লোরাইড

6. প্রত্যক্ষ সংগ্রাম দিবস কবে পালিত হয়?

উত্তর : 1946 এর 16 আগস্ট

অতিরিক্ত তথ্য – কংগ্রেস  অন্তর্বর্তীকালীন  সরকারে যোগ দিতে সম্মত হলে মুসলিম লিগ প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয়। 

7. পূর্বাচলের সরবচ্চ শৃঙ্গ কোনটি?

উত্তর : দাফাবুম

অতিরিক্ত তথ্য – এটি মিশমি পর্বত শ্রেণীর অন্তর্গত। এর উচ্চতা 4578 মিটার। কোহিমার সরবচ্চ শৃঙ্গ জাপেভো ( 2955 মিটার) ও গারো পাহাড়ের সরবচ্চ শৃঙ্গ নকরেক (1412 মিটার)

8. ভ্যাকসিন বা টিকা হল

উত্তর : মৃত ব্যাকটেরিয়া ভাইরাস

9. সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর : সিমুক

এই রাজবংশ, অন্ধ্র বংশ মানে খ্যাত ছিল। এই সাম্রাজ্যের রাজধানী ছিল প্রতিষ্ঠান বা পৈথান। এই বন্সের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন গৌতমীপুত্র সাতকর্নি

10. কোন ব্যাক্তি অস্বস্তি অনুভব করে যখন বাতাস____

উত্তর : আদ্রতার দ্বারা সম্পৃক্ত হয়

11. কোন জলবায়ুতে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়?

উত্তর : উষ্ণ আদ্র ক্রান্তীয় জলবায়ু

অতিরিক্ত তথ্য – পডসল মৃত্তিকা দেখা যায় শীতল আদ্র নাতিশীতোষ্ণ জলবায়ুতে, চারনোজেম মৃত্তিকা দেখা যায় উষ্ণ ও শুষ্ক জলবায়ুতে এবং সিরোজম মৃত্তিকা দেখা যায় উষ্ণ ও শুষ্ক ক্রান্তিয় ও উপক্রান্তিয় জলবায়ুতে।

12. কাদের হ্যালোফাইট উদ্ভিদ বলা হয়?

উত্তর : লবনাম্বু উদ্ভিদকে

অতিরিক্ত তথ্য – জলজ উদ্ভিদকে বলা হয় হাইড্রফাইট, সাধারন উদ্ভিদকে মেসোফাইট ও মরু উদ্ভিদকে  জেরোফাইট

13. কাকে ভারতীয় জাতীয়তাবাদের ঋষি বলা হয়?

উত্তর :বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

অতিরিক্ত তথ্য – অরবিন্দ ঘোষ এই নামকরন করেছিলেন।

14. আরশোলার অগ্র ডানা জোড়াকে কি বলে? 

উত্তর : এলিট্রা

অতিরিক্ত তথ্য – আরশোলার মধ্যবক্ষের ডানা দুটি  বেশ বড় ও শক্ত এবং বাদামি। বিশ্রাম অবস্থায় উপরের ডানা দুটি নিচের ডানাকে ঢেকে রাখে। এই ডানাটিকে এলিট্রা বলে।

15. একটি দোলক ঘড়িকে পৃথিবী থেকে ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহে নিয়ে গেলে ঘড়িটি

উত্তর : তৎক্ষণাৎ বন্ধ হয়ে যাবে

16. কে ‘সঙ্গতসভা’ প্রতিষ্ঠা করেন?

উত্তর : কেশবচন্দ্র সেন

অতিরিক্ত তথ্য – কেশবচন্দ্র সেন 1860 সালে নিপীড়িত মানুষের সেবার উদ্দেশ্যে এই সভা প্রতিষ্ঠা করেন।

17. আসামে কালবৈশাখীর স্থানীয় নাম কি?

উত্তর : বরদইছিলা

অতিরিক্ত তথ্য – দক্ষিণ ভারতে কালবৈশাখীর স্থানীয় নাম আম্রবৃস্টি ও উত্তর ভারতে কালবৈশাখীর স্থানীয় নাম নরওয়েস্টার

18. লক এর অন্য নাম কি?

উত্তর : টিটেনাস

19. সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন অর্ডিন্যান্স জারি করতে পারেন?

উত্তর : 123 নং ধারা

অতিরিক্ত তথ্য – 123 নম্বর ধারা অনুযায়ী অর্ডিন্যান্স বা জরুরি আইন 6 সপ্তাহের মধ্যে পার্লামেন্ট দ্বারা অনুমোদিত হতে হবে; নাহলে অর্ডিন্যান্সটি বাতিল হয়ে যাবে।

20. মানব দেহের কোন অঙ্গকে ‘জার্মান চিরুনি’ বলা হয়?

উত্তর : হাতের আঙ্গুল   


Also Read : Static GK May, 2021 : LINK


Post a Comment

0 Comments