PSC Clerkship (Pre) Examination 2019 Math Practice
Set - 7 in Bengali || পি এস সি ক্লার্কশিপ পরীক্ষার অঙ্কের
প্রাকটিশ পেপার || PSC Clerkship Math in Bengali ||
হ্যালো বন্ধুরা
PSC Clerkship (Pre) 2019 এর সম্ভাব্য প্রশ্নের একটি সেট নিচে দেওয়া দেওয়া হল ।এর সমাধান আগে নিজেরা্ 15 মিনিটের মধ্যে করো এবং উত্তর দেখে তোমার প্রাপ্ত নম্বরমিলিয়ে নাও। এই প্রশ্ন গুলির সমাধান এর ভিডিও লিঙ্কনিচে দেওয়া হল ।চ্যাপ্টার অনুযায়ী ভিডিও পাবার জন্য আমার You Tube চ্যানেল( www.youtube.com/bengaliman ) Subscribe করতে পারো ।
হ্যালো বন্ধুরা
PSC Clerkship (Pre) 2019 এর সম্ভাব্য প্রশ্নের একটি সেট নিচে দেওয়া দেওয়া হল ।এর সমাধান আগে নিজেরা্ 15 মিনিটের মধ্যে করো এবং উত্তর দেখে তোমার প্রাপ্ত নম্বরমিলিয়ে নাও। এই প্রশ্ন গুলির সমাধান এর ভিডিও লিঙ্কনিচে দেওয়া হল ।চ্যাপ্টার অনুযায়ী ভিডিও পাবার জন্য আমার You Tube চ্যানেল( www.youtube.com/bengaliman ) Subscribe করতে পারো ।

PSC Clerkship (Pre) Math Practice Set - 7
1. একজন ব্যাটসম্যান তার 12 তম ইনিংসে 120 রান করায় গড় রান 5 বৃদ্ধি পেল । 12 তম ইনিংসের পর তার গড় রান কত ?
(1)62 (2)70 (3) 64 (4) 65
2. একটি ট্রেন P স্টেশন থেকে Q স্টেশন 4 ঘন্টায় ও অপর একটি ট্রেন Q স্টেশন থেকে P স্টেশন 8 ঘণ্টায় অতিক্রম করে তারা একই সময়ে স্টেশন দুটি থেকে পরস্পরের দিকে যাত্রা করলে কত সময় পরে মিলিত হবে?(1) 2 ঘন্টা 40 মিনিট (2)2 ঘন্টা (3) 3 ঘন্টা (4)2 ঘন্টা 50 মিনিট
3. একটি বাঁদর 10 মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত বাঁশে ওঠার চেষ্টা করছিল । সে প্রথম মিনিটে 2 মিটার ওঠে এবং পরবর্তী মিনিটে 1 মিটার নেমে যায়। বাঁশটির শীর্ষে উঠতে বাঁদরটির কত মিনিট সময় লাগবে ? (1) 17(2)20
(3)22 (4)11
4. 11 টি সংখ্যার গড় 10.9 । যদি প্রথম 6 টি সংখ্যার গড় 10.5 এবং শেষ 6 টি সংখ্যার গড় 11.4 হয় তবে ষষ্ঠ সংখ্যাটি কত ?
(1) 11.3(2)11.4 (3)11.5 (4)11.6
5. একজন পুরুষ বা দুজন মহিলা বা 3 জন বালক একটি কাজ 121 দিনে করতে পারে । একজন পুরুষ , একজন মহিলা ও একজন বালক একত্রে ঐ কাজটি কতদিনে শেষ করবে ? (1) 62(2)64 (3)66 (4)68
6. 480 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 20% ক্ষতি হয় । কতো টাকায় বিক্রি 20%করলে লাভ হবে ?
(1)720 (2)820 (3)700 (4)800
7. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা তার অংক দুটির যোগফলের চারগুণ অপেক্ষা 12 বেশি । সংখ্যাটির অংক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যা থেকে 18 বেশি । সংখ্যাটি কত ? (1)32 (2)68 (3)44 (4)56
8. 60 লিটার দুধ পূর্ণ পাত্র থেকে 10 লিটার দুধ তুলে 10 লিটার জল মেশানো হলো । আবার 10 লিটার মিশ্রণ তুলে 10 লিটার জল মেশানো হলো । এই পদ্ধতি আর একবার করার পরে পাত্রে দুধ ও জলের অনুপাত নির্ণয় করো ? (1) 125: 91(2) 91:125(3)
151: 33 (4)33:151
9. একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে এবং 80% অংকে পাস করে , কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করে । যদি 144 জন ছাত্র উভয় বিষয়ে পাস করে তবে মোট পরীক্ষার্থী কত ? (1)120 (2)240 (3)320 (4)370
10. এক ব্যক্তি স্থির জলে 4 কিমি / ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে । স্রোতের অনুকূলে 12 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে ওই ব্যক্তির মোট 8 ঘণ্টা সময় লাগে । স্রোতের বেগ কত ? (1) 2(2)3 (3)5 (4)11
Current Affairs November 2019 (100 most important Questions in Bengali+English)
11.150 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে এগিয়ে আসা 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 10 সেকেন্ডে অতিক্রম করে । যদি প্রথম ট্রেনের গতিবেগ 30 কিমি / ঘন্টা হয় তবে দ্বিতীয় ট্রেনের বেগ কত ? (1) 40(2)55 (3)60 (4)62
12. একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2 : 1 । ওই মিশ্রণে 4 লিটার দুধ মেশালে দুধ ও জলের নতুন অনুপাত হবে 11: 5 ।প্রথমে মিশ্রণের পরিমাণ কত ছিল ? (1)30 (2)40 (3)50 (4)60
13. P ও Q এর সাপ্তাহিক আয়ের অনুপাত 7:11 এবং ব্যয়ের অনুপাত 3:5 । যদি উভয়েই সপ্তাহে 300 টাকা করে সঞ্চয় করে , তবে তাদের সাপ্তাহিক আয়ের সমষ্টি কত ?(1) 5400(2)2100 (3)2800 (4)6300
14. একটি অংশীদারি ব্যবসায় তিন বন্ধুর মূলধনের অনুপাত 2 : 3 : 4 এবং তাদের লভ্যাংশের অনুপাত 5 : 4 : 3 হলে মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত কত ? (1) 30:16:9 (2)11:12:13 (3)5:4:3 (4)16:9:7
15. A একটি বই B কে 10% লাভে এবং B বইটি C কে 15% ক্ষতিতে 374 টাকায় বিক্রি করল। A এর ক্রয়মূল্য কত ছিল ?
(1)400 (2)460 (3)520 (4)480
16. অরুপ দুটো ব্যাট 1485 টাকায় বিক্রি করল । প্রথমটির ক্রয় মূল্য , দ্বিতীয়টির বিক্রয় মূল্যের সমান । যদি প্রথমটিতে 20% ক্ষতি এবং দ্বিতীয়টিতে 25% লাভ হয় , তবে মোট লাভ বা ক্ষতি কত হয়েছে ?
(1)70 টাকা লাভ (2) 70 টাকা ক্ষতি (3) কোন লাভ বা ক্ষতি হয়নি (4)10 টাকা লাভ
17. P,Q ও R তিনটি পাইপ একটি ট্যাংককে ভর্তি করে 3 ঘন্টায় । R,Q এর দ্বিগুণ কর্মক্ষম । আবার Q,P-এর দ্বিগুণ কর্মক্ষম । P পাইপটি একা ট্যাঙ্কটি পূর্ণ করতে কত ঘন্টা সময় নেবে ? (1)19 (2)20 (3)21 (4)22
18. এক ব্যক্তি 24250 টাকা ব্যাংক থেকে ঋণ নেয় এবং 9 বছর পর তাকে আসলের 162% সুদ দিতে । ব্যাঙ্ক কত সুদের হারে ঋণ দিয়েছিল ?
(1) 15% (2)16% (3) 17% (4) 18%
19. একটি বর্গক্ষেত্রের পরিসীমা ,একটি আয়তক্ষেত্রের 1/4 অংশ । বর্গক্ষেত্রের পরিসীমা 44 সেমি এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 51 সেমি হয় তবে আয়তক্ষেত্রের প্রস্থ ও বর্গক্ষেত্রের বাহুর পার্থক্য কত সেমি হবে ?
(1) 24 (2) 25 (3) 26 (4) 28
20. এক ব্যক্তি টাকায় 4 টি এবং টাকায় 6 টি হিসেবে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5 টি হিসেবে বিক্রি করলে মোট কত লাভ বা ক্ষতি হবে ? (1) 4% লাভ (2) 4% ক্ষতি (3) 5% লাভ (4) 9%ক্ষতি
Math Practice Set-1 এর প্রশ্ন ডাউনলোড করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো :
Math Practice Set-2 এর প্রশ্ন ডাউনলোড করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো :
Math Practice Set-3 এর প্রশ্ন ডাউনলোড করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো :
Math Practice Set-4 এর প্রশ্ন ডাউনলোড করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো :
Math Practice Set-6 এর প্রশ্ন ডাউনলোড করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো :
Answers of PSC Clerkship (Pre) 2019 Math Practice Set - 7 :
Answers : (1)4(2)1 (3)1 (4)3 (5)3 (6)1 (7)2 (8)1 (9)2 (10)1 (11)3 (12)4 (13)1 (14)1 (15)1 (16)3 (17)3 (18)4 (19)3 (20)2
Set-7 এর প্রশ্ন ডাউনলোড করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো :
All mixture Question asked in PSC Clerkship 2000-2007
Math Set-7 এর প্রশ্নের সমাধানের জন্য নিচের লিঙ্কে ক্লিক করো :
0 Comments
Please do not enter any spam link in the comment box