Pages

NTPC previous years Percentage Questions

Railway NTPC Examination || Railway NTPC Previous years’ all Percentage Questions  ||Railway NTPC Chapter wise math ||




NTPC previous years Percentage Questions


 Railway NTPC Previous Years' all Percentage
  



আসন্ন Railway NTPC পরীক্ষার কথা মাথায় রেখে 1997-2019 সাল পর্যন্ত Percentage   এই চ্যাপ্টার থেকে আসা প্রশ্ন দেওয়া হল। Repeated Questions গুলোকে বাদ দিয়ে ভিন্ন মানেরপ্রশ্গু লিকেই শুধু এখানে দেওয়া হয়েছে। নিজেরা এটার সমাধান করে উত্তর গুলো মিলিয়ে নাও । অঙ্কের সমাধান এর জন্য নিচে দেওয়া ভিডিও লিঙ্কে ক্লিক করে সমাধান দেখে নিও ।

 No. of Questions : 39 


1.  যদি কোন সংখ্যার 8% সংখ্যাটির সঙ্গে যোগ করা হয় তবে তার মান হয় 810 । সংখ্যাটি নির্ণয় কর । (1) 700  (2) 750  (3) 722   (4) 745.2

2. কোন একটি নির্বাচনে কোন প্রার্থী 62% ভোট পেয়ে 144 ভোটে বিজয়ী হয়। বিজয়ী প্রার্থী কতগুলি ভোট পেয়েছিলেন (1) 278  (2) 372  (3) 398  (4) 405

3. একটি ট্রেন A স্টেশন থেকে কিছু যাত্রী নিয়ে যাত্রা শুরু করল।পরের স্টেশনে 1/11 অংশ যাত্রী নেমে গেলেন এবং যতজন যাত্রী নামলেন তার 20% আবার ট্রেনের মধ্যে উঠলেন। যদি এখন ট্রেনে যাত্রী সংখ্যা 510 হয় তবে A স্টেশনে কতজন যাত্রী ট্রেনে উঠেছিলেন (1) 600   (2) 580 (3) 560 (4) 550

 4. একটি মেশিনের মূল্য 9000 টাকা । যদি প্রতি বছর এর শুরুতে এর মূল্য 10% কমে যায় তবে 3 বছর পর মেশিনটির মূল্য কত হবে ? (1 ) 6561 (2) 6300 (3) 6500 (4) 6462

 

5. কোন ব্যাঙ্কে অফিসার নিয়োগের পরীক্ষায় সফল প্রার্থী দের 70% দক্ষতা নির্ণায়ক পরীক্ষায় এবং 65% ইনটারভিউ তে সফল হয়। যদি দুটি পর্যায়ে 27% অসফল হয় এবং 248 জন দুটি পর্যায়ে সফল হয়, তাহলে নিয়োগের পরীক্ষায় কতজন সফল হয়েছিলেন  (1) 400  (2) 350  (3) 450  (4) None of these

6. যে সংখ্যার 200% এর মান 90 , তার 40% এর মান কত  (1) 18 (2) 45 (3) 16 (4) 36

 

7. যদি রমেশ, মোহনের তুলনায় 10% বেশি মাহিনা পায় তবে মোহন পায়   (1) 10% less than Ramesh (2) 10% more than Ramesh (3) 9 and 1/11 % less than Ramesh (4) 9 and 1/11 % more than Ramesh

 8. রোশনের মাহিনা 25% বৃদ্ধি পাওয়ায় তা দীপকের মাহিনার 1.5 গুণ হয়ে গেল।বৃদ্ধি পাওয়ার আগে রোশনের মাহিনা কত ছিল  (1) Rs.3,750  (2) Rs.1,875   (3) Rs.1,200  (4) Cannot be determined

 

9. আমের দাম 20% কমে যাওয়ায় কোন ব্যক্তি 50 টাকায় 1 ডজন বেশি আম ক্রয় করতে পারেন। প্রতি ডজন আমের বর্তমান দাম কত ? (1) Rs.7 (2) Rs.8 (3) Rs.9 (4) Rs.10

 

10. টিন ও তামার তৈরি কোন ধাতু সঙ্করে 20 ভাগ টিন ও 100 ভাগ তামা আছে।ধাতু সঙ্করে টিনের পরিমাণ শতাংশে প্রকাশ কর।  (1) 33 and 1/3 % (2) 16 and 2/3 % (3) 30% (4) 15%  


PSC ICDS (Main) Math Set-1 : Link

PSC ICDS (Main) Arithmetic (Set-2) : Link 


11. কোন পরীক্ষায় পাশ করতে গেলে 40% নম্বর পেতে হয়। যদি কোন ছাত্র 40 নম্বর পায় ও 40 নম্বরের জন্য ফেল করে তবে পরীক্ষাটি কত নম্বরের ছিল ? (1) 300 (2) 250 (3) 200 (4) None of these

 

12. কোন পরীক্ষায় 36% ছাত্র হিন্দিতে ফেল করে, 54% ইংরাজিতে ফেল করে এবং 20% উভয় বিষয়ে ফেল করে। উভয় বিষয়ে পাশ করা ছাত্রের সংখ্যা কত ? (1) 30% (2) 45% (3) 25% (4) 20%

 

13. 1500 টাকা দুটি অংশে ভাগ করে একটি অংশ 6% সরল সুদের হারে এবং অপর অংশ 5% সরল সুদের হারে বিনিয়োগ করা হল। যদি বছরের শেষে মোট 85 টাকা সুদ পাওয়া যায় তবে 6% হারে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল ? (1) Rs 1200 (2) Rs 1000 (3) Rs 1300 (4) Rs 1150

 

14. কোন কারখানায় কর্মচারীর 80% পুরুষ ।পুরুষদের 20% ম্যাট্রিকুলেট ও বাকি গ্রাজুয়েট । মহিলাদের 25% ম্যাট্রিকুলেট ও বাকি গ্রাজুয়েট। যদি কারখানায় কর্মচারীদের মধ্যে 600 জন মহিলা হন তবে কারখানায় গ্রাজুয়েটদের সংখ্যা কত ? (1) 2370 (2) 3000 (3) 1940 (4) None of these

 

15. চিনির মূল্য প্রতি কিলো 6 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 7.50 টাকা হলে কোন পরিবার চিনির ব্যবহার কত কমালে খরচ একই থাকবে ? (1) 20% (2) 25% (3) 30% (4) None of these


PSC Clerkship (Main) Bengali Set-1 Link 

PSC Clerkship (Main) English (part-2) : Link


16. চিনির মূল্য 10% কমে গেছে। পূর্বে 18 কুইন্টাল চিনি কিনতে যা খরচ হতো এখন সেই টাকায় কত কুইন্টাল চিনি কেনা যাবে?(1) 20 (2) 22 (3) 25 (4) 21

 

17.  একটি বাড়ির মূল্য 40000 টাকা এবং বাড়ির ভিতরে যে সমস্ত বস্তু আছে তার  মূল্য 15000 টাকা। যদি বাড়ি ও তার  ভিতরে থাকা বস্তুর মূল্যের অগ্নি বীমা করা থাকে তবে 7.5% হারে বছরে কত টাকা প্রিমিয়াম দিতে হবে। (1) 3300 (2) 2300 (3) 5425 (4) 3425

18. একটি বাড়ির মূল্য 133100 টাকা এবং যে জমির উপর বাড়িটি নির্মিত হয়েছে তার মূল্য 72900 টাকা যদি প্রতি বছরে বাড়ির মূল্য 10% হারে কমে যায় ও  জমিটির  মূল্য 10% হারে বেড়ে যায় তবে কত বছর পরে বাড়ি ও জমিটির মূল্য সমান হবে ? (1) 1.5 (2) 2 (3) 2.5 (4) 3


19. 3 ঘণ্টা 1 দিনের কত শতাংশ ? (1) 12.5% (2) 25% (3) 80% (4)33.33%


20. কোন একটি সংস্থায় 40% কর্মচারী মাধ্যমিক পাশ, বাকি কর্মচারীর 50% গ্র্যাজুয়েট এবং বাকি 180 জন পোস্ট গ্র্যাজুয়েট । কতজন কর্মচারী গ্র্যাজুয়েট ? (1) 360 (2) 240 (3) 180 (4) 300

21.  একটি শহরের জনসংখ্যা 9000 জন। এর 5/9 অংশ পুরুষ ও বাকি মহিলা। পুরুষের 40% বিবাহিত। বিবাহিত মহিলার সংখ্যা কত?(1) 50% (2) 40% (3) 45% (4) None of these

 

22. একজন টাইপিস্ট টাইপ করার জন্য 30 cm মাপের একটি কাগজ ব্যবহার করেন। কাগজের উপরে ও নিচে 2.5 cm মার্জিন দেবার জন্য ছেড়ে রাখেন ও দুই পাশে 1.25 cm ছেড়ে রেখে টাইপ করেন। কাগজের যে অংশে টাইপ করেন তার আনুমানিক পরিমাণ কত ? (1) 65% (2) 70% (3) 80% (4) 60%

  

23. দুটি সংখ্যার যোগফল 2490। যদি একটি সংখ্যার 6.5%, অপর সংখ্যার 8.5% হয় তবে বড় সংখ্যাটির মান কত? (1) 1079 (2) 1380 (3) 1411  (4) 1250

 

24. জল বরফে পরিণত হলে আয়তন 9% বাড়ে । বরফ জলে পরিণত হলে কত শতাংশ আয়তন কমবে ? (1) 9% (2) 10% (3) 18% (4) 8 and 28/109 %

25. একটি বল উঁচু থেকে মাটিতে পড়ার পরে 10 মিটার উচ্চতায় উঠে যায় । প্রতি বার লাফিয়ে ওঠার পরে পূর্ববর্তী বারের তুলনায় 40% কম লাফালে দ্বিতীয়বার মাটিতে পড়ার পরে বলটি কত মিটার উঁচুতে উঠবে ?(1) 4 (2) 6 (3) 8 (4) 7

26.  কোন মোটর সাইকেল আরোহী একটি নির্দিষ্ট দূরত্ব যেতে যে সময় লাগে তার 20% কম সময় যেতে চান তবে তার গতিবেগ কত শতাংশ বাড়াতে হবে ? (1) 20% (2) 30% (3) 25% (4) 35%

 

27.  যদি দুটি সংখ্যা, তৃতীয় একটি সংখ্যার তুলনায় যথাক্রমে 30% ও 40% বেশি হয়, তবে প্রথমটি , দ্বিতীয়টির কত শতাংশ ? (1) 85% (2) 92.9% (3) 79.5% (4) 63 and 2/9%

28. কোন বৃত্তের ব্যাসার্ধ এমনভাবে বৃদ্ধি করা হল যাতে এর পরিধি 5% বৃদ্ধি পায়। বৃত্তের ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে? (1) 12.5%  (2) 10.5%  (3) 10.25%  (4) 9.25%

29. কোন সংখ্যার 50% থেকে 50 বাদ দিলে তা 50 হয়। সংখ্যাটি কত ? (1) 150  (2) 225  (3) 325  (4) 200

30.  কোন স্কুলে বালকদের 10%, বালিকাদের 1/4 অংশের সমান হলে বালক ও বালিকাদের সংখ্যার অনুপাত কত ? (1) 3:2  (2) 5:2  (3) 2:1  (4) 4:3 

Railway Gr-d math question (Pt-1) 2018 : Link



Railway Gr-d math Questions (Pt-2) 2018 : Link 



31. বিনদ 196000 টাকা দিয়ে  একটি গাড়ি কিনল যার মূল্য প্রতি বছর 14 and 2/7% হারে কমে যায়। 2 বছর পরে গাড়িটির মূল্য কত হবে ? (1) Rs.1,44,000  (2)  Rs.1,40,000 (3) Rs.1,68,000  (4) Rs.1,70,000

32. কোন অফিসে 40% কর্মচারী মহিলা।মহিলাদের 40% ও পুরুষদের 60% যদি আমাকে ভোট দেয় তবে আমি কত শতাংশ ভোট পেয়েছি ? (1) 24  (2) 42  (3) 50  (4) 52

 33. এক ব্যক্তি কিছু টাকায় 15 লিটার পেট্রোল ক্রয় করতেন। কিন্তু পেট্রোলের  মূল্য বৃদ্ধি পাওয়ায় সে একই টাকায় 1 লিটার পেট্রোল কম পাচ্ছে।পেট্রোলের  মূল্য কত শতাংশ বৃদ্ধি পেয়েছিল ? (1) 6 and 2/3% % (2) 7 and 1/7% (3) 12 and ½% % (4) 25%

34. ইতিহাস পরীক্ষায় কোন একটি শ্রেণীর গড় নম্বর 80 । যদি শ্রেণীর 10% ছাত্রের গড় নম্বর 95 এবং 20% ছাত্রের গড় নম্বর 90 হয় তবে শ্রেণীর বাকি ছাত্রদের গড় নম্বর কত ? (1) 65.5  (2) 85  (3) 75  (4) None of these

35. যদি কোন ব্যাঙ্ক সেভিংস আকাউনটে বাৎসরিক 4% হারে ছয় মাস অন্তর সুদ দেয় তবে বছরের শেষে কার্যকর সুদের )হার ( effective rate ) কত ?  (1) 4.04% (2) 4.01%   (3) 4.02%   (4) 4.00% 


NTPC Previous Year (1997-2017) all Pipe & Cistern : Link

NTPC Previous Year (1997-2017) all Profit & Loss Link 


36. একটি শ্রেণীতে 60 জন বালক বালিকার মধ্যে 60% বালক। যদি শ্রেণীর 25% বালিকা সাইকেলে করে স্কুলে আসে , তবে শ্রেণীর কতজন ছাত্রী সাইকেলে করে স্কুলে আসে না ? (1) 18  (2) 24  (3) 36  (4) 27

 

37. কোন ব্যক্তির খরচ ও জমার অনুপাত 4:5। যদি আয় 20% বৃদ্ধি পায় এবং জমার পরিমাণ 10% বৃদ্ধি পায় তবে তার খরচ কত শতাংশ বৃদ্ধি পায় ? (1) 30%  (2) 24%  (3) 28%  (4) 32.5% 

38. প্রদীপ তার আয়ের 60% খরচ করে । তার আয় 20% বাড়ার ফলে সে তার খরচও 20% বাড়িয়ে দিল । যদি তার বর্তমান সঞ্চয় 12000 টাকা হয় তবে তার আয় প্রথমে কত টাকা ছিল ? (1) Rs.30000  (2)  Rs.35000 (3) Rs.25000  (4) Rs.40000

39. 440 টাকায় কোন দ্রব্য বিক্রি করে যত টাকা ক্ষতি হয় তার পরিমাণ বস্তুটি 1000 টাকায় বিক্রি করলে তার যে লাভ হতো তার 60% এর সমান। বস্তুটির ক্রয়মূল্য কত ?  (1) 650 (2) 680 (3) 660 (4) 670 


Railway NTPC previous year (1997-2019) all Percentage Questions  PDF:   

Click Here



Answers of all Percentage Questions                :
   

(1) 2 (2) 2 (3) 4 (4) 1 (5) 1 (6) 1 (7) 3 (8) 4 (9) 4 (10) 2 (11) 3 (12) 1 (13) 2  (14) 1 (15) 1 (16) 1 (17) 1 (18) 4 (19) 1 (20) 3 (21) 1 (22) 2 (23) 3 (24) 4  (25) 2 (26) 3 (27) 2 (28) 3 (29) 4 (30) 2 (31) 1 (32) 4 (33) 2 (34) 3 (35) 1 (36) 1 (37) 4 (38) 3 (39) 1 


Video Solution  (Percentage) for Question No. (1-15 ) :



Video Solution  (Percentage) for Question No. (16-27 ) :



Video Solution  (Percentage) for Question No. (28-39 ) :


Post a Comment

0 Comments