Pages

NTPC previous years all Number System Questions

Railway NTPC Examination || Railway NTPC Previous years’ all Number System Questions  ||Railway NTPC Chapter wise math ||



NTPC previous year Number System Questions


 Railway NTPC Previous Years' all Number System questions
  



হ্যালো বন্ধুরা ,

আসন্ন Railway NTPC পরীক্ষার কথা মাথায় রেখে 1997-2019 সাল পর্যন্ত Number System এই চ্যাপ্টার থেকে আসা প্রশ্ন দেওয়া হল। Repeated Questions গুলোকে বাদ দিয়ে ভিন্ন মানের প্রশ্ন গুলিকেই শুধু এখানে দেওয়া হয়েছে। নিজেরা এটার সমাধান করে উত্তর গুলো মিলিয়ে নাও ।

অঙ্কের সমাধান এর জন্য নিচে দেওয়া ভিডিও লিঙ্কে ক্লিক করে সমাধান দেখে নিও ।

 No. of Questions : 75



1. নিম্নের কোন ভগ্নাংশটি 1/5 এর থেকে ছোট
(1)8/35(2)8/37(3)2/11(4)8/39


2. যদি কোন একটি সংখ্যার 2/3 অংশ, সংখ্যাটির 7/3 অংশের থেকে বিয়োগ করা হয় তবে বিয়োগফল, সংখ্যাটির তুলনায় 2 বেশি হয়। সংখ্যাটি কত?(1)42(2)21(3)9(4)3


3.
নিচের কোন সিরিজটি বড় থেকে ছোট হিসেবে সাজানো আছে (1)4/5,2/3,11/13,7/9(2)11/13,7/9,4/5,2/3(3)2/3,7/9,11/13,4/5(4) উপরের কোনটি নয়।


4.
একটি ক্লাসে যখন অর্ধেক দুধ থাকে, তখন গ্লাসটির ওজন হয় 600 গ্রাম। যখন গ্লাসটি খালি থাকে তখন গ্লাসটির ওজন হয় 200 গ্রাম। গ্লাস টির 4/5 অংশ দুধ ভর্তি থাকলে কত ওজন হবে ? (1)1 লিটার(2)840 গ্রাম (3)690 গ্রাম (4)750 গ্রাম


5.
একটি ট্রেন কিছু যাত্রী নিয়ে রওনা দিলো।প্রথম স্টেশনে ট্রেনের  যাত্রীসংখ্যার 1/3 অংশ নেমে গেল এবং 96 জন যাত্রী উঠলো।  পরের স্টেশনে ট্রেনের যাত্রী সংখ্যার অর্ধেক নেমে গেল এবং 12 জন নতুন যাত্রী ট্রেনে উঠল। এখন যদি ট্রেনে যাত্রী সংখ্যা 240 হয়, তবে প্রথমে ট্রেনটিতে কতজন যাত্রী ছিল ? (1)540(2)600(3)444(4)430


6.
দুটি টেবিল এবং তিনটি চেয়ারের মিলিত দাম 3500 টাকা এবং তিনটি টেবিল ও দুটি চেয়ারের মিলিত দাম 4000 টাকা। একটি টেবিলের দাম কত?(1)1500 টাকা (2)1000 টাকা (3)500 টাকা (4)750 টাকা


7. একটি ভগ্নাংশের লব, হরের তুলনায় তিন ছোট। যদি লব তিনগুণ করা হয় এবং  হরকে 20 বৃদ্ধি করা হয়, তবে নতুন ভগ্নাংশটি হয় 1/8 ভগ্নাংশটির মান কত? (1)1/4(2)2/5(3)5/8(4)4/7


8.
কোনটি সঠিক (i)5/8 – 6/5 <3 & 6/5 (ii)2+4/13> -2 +4/13 (iii)9/16 ÷ 54/12 < 2/7 ÷ 5/12
(1)(i)(2)(ii)(3)(iii)(4) উপরের সবগুলি


9.
একটি সংখ্যার তিনগুণ ও 7 গুণ এর পার্থক্য 36 সংখ্যাটি কত?
(1)18(2)12(3)9(4)6


10.
কোন ক্ষুদ্রতম ভগ্নাংশ 29/12 + 15/16  এর সঙ্গে যোগ করলে তা একটি পূর্ণ সংখ্যায় পরিণত হবে?
(1)21/38(2)31/38(3)31/48(4)17/48


11.
একটি কৃষক তার 300 মিটার জমির অর্ধেক জমিতে গম চাষ করল, বাকি জমির 1/3 অংশে সে তৈলবীজ চাষ করল এবং বাকি জমির 1/4 অংশে খামার খুলল। বাকি জমির অর্ধেক অংশে সে কিছু চাষ করবে না স্থির করলো। এখন যে জমি বাকি থাকল তার 1/3 অংশে একটি পুকুর খনন করল। এখন বাকি জমিতে সে ফুল চাষ করল । সে মোট জমির কত অংশে ফুল চাষ করেছিল? (1)1/144(2)1/12(3)1/24(4)1/36


12.
নিচের সংখ্যাগুলির প্রত্যেকটি দুটি মৌলিক সংখ্যার গুণফল হিসাবে পাওয়া গেছে: 6,35,143,323 । যে মৌলিক সংখ্যা গুলির দ্বারা উক্ত সংখ্যা গুলি পাওয়া গেছে, তাদের মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুটির পার্থক্য কত? (1)23(2)17(3)19(4)21


13.
বর্তমানে রাম তার কাকার তুলনায় 30 বছরের ছোট। 5 বছর আগে রাম, তার কাকার বয়সের 1/4 অংশ ছিল। 5 বছর পরে কাকার বয়স কত হবে?(1)60 বছর (2)45 বছর (3)50 বছর (4) উপরের কোনটি নয়।


14.
মোহন প্রতিটি ঠিক উত্তরের জন্য তিন নম্বর পায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য তার দু'নম্বর কাটা যায়।যদি সে 30 টি প্রশ্নের উত্তর দিয়ে 40 নম্বর পায়, তবে সে কতগুলি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছিল?
(1)10(2)15(3)20(4)25


15. একজন মহিলার কাছে 25 পয়সা ও 50 পয়সার কয়েন রয়েছে। তার কাছে মোট 120 টি কয়েন আছে যাদের মূল্য 50 টাকা।  25 পয়সা ও 50 পয়সার কয়েন এর সংখ্যা কত ? (1)40,80 (2)70,50(3)90,30(4)60,60


16.
দুটি সংখ্যার যোগফল 16 এবং গুনফল 55 । তাদের অনোন্যক এর যোগফল কত?(1)27/55(2)16/55(3)37/45(4)38/85


17.
দুটি সংখ্যার বর্গের যোগফল 80 তাদের বিয়োগফলের বর্গের মান 36   সংখ্যা দুটির গুণফল কত ? (1)11(2)22(3)33(4)26


18.
6 জন পুরুষ 12 জন মহিলা এবং 17 জন বালকের মধ্যে 400 টাকা এমন ভাবে ভাগ করে দিতে হবে যাতে করে 2 জন পুরুষের প্রাপ্ত টাকা, 5 জন বালকের প্রাপ্ত টাকার সমান হয় এবং 2 জন মহিলার প্রাপ্ত টাকা, 3 জন বালকের প্রাপ্ত টাকার সমান হয়। একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালকের প্রাপ্ত টাকার পরিমান কত ?
(1)30 টাকা (2)35 টাকা (3)40 টাকা (4)45 টাকা


19. কিছু ব্যক্তির মধ্যে কোন টাকা সমান ভাবে ভাগ করে দেয়া হলো। যদি 8 জন ব্যক্তি বেশি থাকত তবে প্রত্যেকে 1 টাকা কম পেত এবং যদি 4 জন ব্যক্তি কম থাকতো তবে প্রত্যেকে 1 টাকা বেশি পেত। ব্যক্তির সংখ্যা এবং টাকার পরিমাণ নির্ণয় করো? (1)16- 48 টাকা (2)12 – 48 টাকা (3)16 – 96 টাকা (4)16 – 80 টাকা


20. একটি ব্যাগে সমান সংখ্যক 50 পয়সা ও 25 পয়সা মুদ্রা আছে। যদি ব্যাগের মধ্যে 22.50 টাকা থাকে তবে প্রতিটি মুদ্রার সংখ্যা কত?
(1)30(2)35(3)40(4)45


21. এক ব্যক্তির কিছু মুরগি ও কিছু গরু আছে। মুরগি ও গরুর মোট মাথার সংখ্যা 48 এবং পায়ের সংখ্যা 130 মুরগির সংখ্যা কত?
(1)22(2)23(3)24(4)31


22.
কোন পরীক্ষায় এক বালককে কোন একটি সংখ্যার 3/14 অংশ বার করতে বলা হলো। ভুলবশত সে সংখ্যাটির 3/4 অংশ নির্ণয় করল এবং সঠিক উত্তর এর তুলনায় 150 বেশি এল। সংখ্যাটি কত?
(1)170(2)240(3)280(4)290


23. একটি শ্রেণীতে ছাত্ররা যদি 4 টি সারিতে বসে, তবে 2 জন ছাত্র দাঁড়িয়ে থাকে। আবার যদি ছাত্ররা 3 টি সারিতে বসে, তবে 9 জন ছাত্র দাঁড়িয়ে থাকে।শ্রেণীতে ছাত্র সংখ্যা কত ?(ধরে নাও, প্রতিটি সারিতে সমান সংখ্যক ছাত্র বসে )।(1)7(2)26(3)30(4)34


24. A ও B এর যোগফল 116 । A এর মান C এর তুলনায় 3 কম এবং B এর তুলনায় 4 বেশি ।C এর মান কত?(1)72(2)48(3)53(4)63


25. 74 কে দুটি অংশে এমনভাবে বিভক্ত করা হোল যাতে করে প্রথম অংশের 5 গুন এবং দ্বিতিয় অংশের 11 গুনের সমষ্টি হয় 454 ।অংশ দুটির মান কত ? (1)14,60(2)60,14(3)30,44(4) উপরের কোনটি নয়।


PSC ICDS (Main) Math Set-1 : Link

PSC ICDS (Main) Arithmetic (Set-2) : Link 

PSC Clerkship (Main) Bengali Set-1 Link 

PSC Clerkship (Main) English (part-2) : Link




26. তিনটি সংখ্যার গড় 60  প্রথম  সংখ্যাটির মান, সংখ্যা তিনটির সমষ্টির 1/4 অংশ প্রথম সংখ্যাটির মান নির্ণয় করো
(1)30(2)36(3)42(4)45 

 
27.
নিচের কোন ভগ্নাংশটি 2/5 এর সবথেকে কাছের ভগ্নাংশ?
(1)4/5(2)21/50(3)200001/50000(4)200001/500000


28.60
জন বালক বালিকার মধ্যে 43.50 টাকা এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে করে প্রত্যেক বালক 75 পয়সা এবং প্রত্যেক বালিকা 60 পয়সা পায় বালিকার সংখ্যা নির্ণয় করো
(1)15(2)12(3)10(4)8

29. দুটি সংখ্যার যোগফল 15 এবং তাদের বর্গের যোগফল 113  সংখ্যা দুটির গুণফল কত ? (1)48(2)54(3)56(4)50


30.150
পাতার একটি বইতে পৃষ্ঠা নম্বর দেওয়ার জন্য কতগুলি অংক ব্যবহৃত হবে ?(Number of digits used in numbering each page of a book of 150 pages is__ )
(1)342(2)348(3)328(4)322


31.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি তৈরি হয়, তা মূল সংখ্যা থেকে 18 বেশি সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি 8 সংখ্যাটির তিনগুণ এর মান কত?(1)159(2)78(3)105(4)কোনটি নয়


32.
একটি বাঁদর 30 মিটার উচ্চতা বিশিষ্ট একটি তৈলাক্ত বাঁশে উঠতে চেষ্টা করছে প্রথম মিনিটে এটি 15 মিটার ওঠে এবং পরের মিনিটে এটি 12 মিটার নেমে যায়এইভাবে চললে কতক্ষণে বাঁদরটি বাঁশটির শীর্ষবিন্দু স্পর্শ করবে?
(1)10(2)12(3)11(4)15

 
33.
চারটি মৌলিক সংখ্যা কে ছোট থেকে বড় হিসেবে সাজানো হলো এইভাবে প্রাপ্ত মৌলিক সংখ্যাগুলির প্রথম তিনটি  মৌলিক সংখ্যার গুণফল 385 এবং শেষ তিনটি মৌলিক সংখ্যার গুণফল 1001 হলে সবচেয়ে  বড় মৌলিক সংখ্যাটির মান কত? (1)11(2)13(3)17(4)9


34. মোহন এই শর্তে একজন পরিচারক রাখলো যে 10 দিন পর সে তাকে 200 টাকা এবং একটি জামা  দেবে কিন্তু পরিচারক মাত্র 5 দিন কাজ করল এবং বদলে সে 20 টাকা এবং একটি জামা পেলজামাটির দাম কত? (1)80 টাকা (2)120 টাকা (3)140 টাকা (4)160 টাকা


35. সকাল 9 টা থেকে দুপুর 2 টো পর্যন্ত কোন একটি স্থানের উষ্ণতা 210 C থেকে 380 C হল যদি উষ্ণতা সমহারে বাড়ে তবে দুপুর বারোটার সময় উষ্ণতা কত ছিল?(1) 28.50C (2) 270C (3) 300C (4) 31.20C


36. একটি গাছ প্রতি বছরে তার উচ্চতার 1/8 অংশ করে বাড়ে যদি আজকে গাছটির উচ্চতা 8 মিটার হয়, তবে 2  বছর পরে গাছটির উচ্চতা কত হবে ? (1)10.75 মিটার (2)15.60 মিটার (3)11.85 মিটার (4)12.25 মিটার


37. একটি ভগ্নাংশের হরের মান লবের তুলনায় 1 বেশি যদি লব হর উভয় থেকেই 1 বিয়োগ করা হয় তবে ভগ্নাংশটির মান হয় 0.5 ভগ্নাংশটি কত ?(1)3/4(2)4/5(3)7/8(4)2/3


38.
একজন কৃষক তার কাছে থাকা গরুগুলিকে তার চার ছেলের মধ্যে এমন ভাবে ভাগ করে দিলেন যাতে করে প্রথম ছেলে মোট গরুর অর্ধেক, দ্বিতীয় ছেলে মোট গরুর 1/4 অংশ, তৃতীয় ছেলে মোট গরুর 1/5 অংশ এবং চতুর্থ ছেলে 7 টি গরু পায় কৃষকের কাছে কটি গরু ছিল ?(1)180(2)140(3)240(4)100


39. দুটি শাড়ি এবং চারটি জামার একত্রে মূল্য 16000 টাকা আবার, একটি শাড়ি এবং ছটি জামার একত্রে মূল্য 16000 টাকা বারোটি জামার মূল্য কত?
(1)24000(2)48000(3)12000(4)নির্ণয় করা যাবে না ।


40. X
বস্তুর মূল্য প্রতি বছর 40 টাকা করে বাড়ে এবং Y বস্তুর মূল্য প্রতি বছর 15 টাকা করে বাড়ে যদি 1998 সালে X এবং Y বস্তুর মূল্য যথাক্রমে 420 টাকা 630 টাকা হয় তবে কোন বছরে X বস্তুর মূল্য Y বস্তুর মূল্য অপেক্ষা 40 টাকা বেশি হবে?(1)2007(2)2008(3)2009(4)2010



Railway Gr-d math question (Pt-1) 2018 : Link



Railway Gr-d math Questions (Pt-2) 2018 : Link 


41. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা, তার অঙ্কদ্বয়ের সমষ্টির 6 গুণ যদি অঙ্কদ্বয়ের সমষ্টি সংখ্যাটির সঙ্গে যোগ করা হয়, তবে তার মান হয় 63 সংখ্যাটির মান কত ?(1)32(2)42(3)53(4)54


42. X তার সম্পত্তির অর্ধেক তার স্ত্রীকে এবং বাকি সম্পত্তির অর্ধেক তার পুত্রকে দান করেন। এরপর যে সম্পত্তি পড়ে থাকে সেটি তার দুই কন্যার মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। প্রতি কন্যার প্রাপ্ত সম্পত্তির পরিমাণ কত ?(1)1/8(2)1/6(3)1/4(4)2/3


43. যদি m এবং n দুটি অভগ্ন রাশি (whole number)হয় যাতে করে mn =121 হয় ,তবে (m-1)n+1 এর মান কত ?
(1)1(2)10(3)121(4)1000


44.
যখন কোন ভগ্নাংশের লব হর উভয়ের সঙ্গে 1 যোগ করা হয় তখন তার মান হয় 4 আবার যখন লব হর উভয়ের থেকে 1 বিয়োগ করা হয়, তখন তার মান হয় 7 মূল ভগ্নাংশের লবের মান কত ? (1)2(2)3(3)7(4)15


45. কোন সংখ্যাকে 15 দিয়ে গুন করলে তা মূল সংখ্যার তুলনায় 196 বেশি হয়? (1)13(2)14(3)15(4)16


46. 1 কিলোমিটার দীর্ঘ একটি রাস্তায় ল্যাম্পপোস্ট লাগাতে হবে রাস্তাটির শুরু এবং শেষে অবশ্যই একটি করে ল্যাম্পপোস্ট থাকবে যদি 25 মিটার অন্তর ল্যাম্পপোস্ট গুলো বসানো হয় তবে ল্যাম্পপোস্টের সংখ্যা কটি?(1)41(2)51(3)61(4)42


47. এক ব্যক্তি কে 25 দিনের জন্য এই শর্তে কাজে নেওয়া হলো যে প্রতিদিন কাজের জন্য সে 2 টাকা পাবে কিন্তু যদি সে অনুপস্থিত থাকে তবে তার 50 পয়সা করে জরিমানা হবে যদি সে 25 দিন পর 37.50 টাকা পায়, তবে সে কত দিন অনুপস্থিত ছিল ? (1)5(2)6(3)7(4)4


48. যখন 782 একটি সংখ্যার বর্গের থেকে বিয়োগ করা হয় তখন উত্তর হয় 6460 সংখ্যাটি কত ?
(1)109(2)113(3)112(4)115


49. এক ব্যক্তি 5 দিনে 100 টি আঙ্গুর খায় প্রতিদিন সে পূর্বের দিনের তুলনায় 6 টি আঙ্গুর বেশি খায় প্রথম দিন সে 'টি আঙ্গুর খেয়েছিল ? (1)8(2)12(3)54(4)76

 
50.
দুটি পরীক্ষা কক্ষটি P Q আছে যদি P কক্ষ থেকে 10 জন ছাত্রকে Q কক্ষে স্থানান্তরিত করা হয়, তবে দুটি কক্ষে ছাত্র সংখ্যা সমান হয় আবার যদি 20 জন ছাত্রকে Q কক্ষ থেকে P কক্ষে স্থানান্তরিত করা হয়, তবে P কক্ষের ছাত্র সংখ্যা, Q কক্ষের ছাত্র সংখ্যার দ্বিগুণ হয়P Q কক্ষে কত জন করে ছাত্র আছে ?(1)60,40(2)70,50(3)80,60(4)100,80


NTPC Previous Year (1997-2017) all Pipe & Cistern : Link

NTPC Previous Year (1997-2017) all Profit & Loss Link 

Railway NTPC previous year (1997-2019) all Mixture  Questions  PDF:   Link



51. 37/22 X 5 কে যদি দশমিকে প্রকাশ করা হয়, তবে দশমিকের  কত ঘর পর ভাগ অংক মিলবে ?(The decimal expansion of rational number 37/22 X 5 will terminate after__) (1)1(2)2(3)3(4)4

 
52.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা, তার অঙ্কদ্বয়ের সমষ্টির k গুন অংক গুলি স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটি অংকগুলির সমষ্টির কত গুণ ? (1)9+k(2)10+k(3)11-k(4)k-1


53.
যদি অনিলের মজুরি, সুনীলের মজুরীর 1/3 অংশ বেশি হয় তবে সুনীলের মজুরি অনিল এর মজুরীর তুলনায় কত শতাংশ কম ?(1)33.3(2)12.5(3)25(4)66.6


54.
দুটি পরপর সংখ্যার বর্গের বিয়োগফল 47 হলে ছোট সংখ্যাটির মান কত?(1)21(2)22(3)23(4)24


55. 9 বছর আগে মোহনের বিয়ে হয়েছিল বর্তমানে তার বয়স, তার বিয়ের সময়ের বয়সের 1&1/3 গুন ।মোহন এর বর্তমান বয়স কত? (1)12(2)27(3)36(4)45

 
56. 88935
সংখ্যাটির সঙ্গে কোন সংখ্যা গুণ বা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যাতে পরিণত হবে ? (1)3(2)5(3)15(4)None of these
57. চারটি ক্রমিক ধনাত্মক সংখ্যার সমষ্টি 82 ক্ষুদ্রতম সংখ্যাটির মান কত? (1)20(2)19(3)22(4)21


58.
এক ব্যক্তি 12 টাকা ডজন দরে কিছু আম কিনলেন আবার, তিনি সমপরিমাণ আম 10 টাকা ডজন দরে কিনলেন তিনি সমস্ত আমগুলি 13 টাকা ডজন দরে বিক্রি করে 160 টাকা লাভ করলেন তিনি মোট কত ডজন আম কিনেছিলেন ? (1)60(2)70(3)80(4)90


59. কোন স্কুলে 2/3 অংশ ছাত্র ছাত্রীর বয়স 1-12 বছর  এদের মধ্যে 3/4 অংশ ছাত্র ছাত্রীর বয়স 1-8 বছর 9- 12 বছর বয়সের ছাত্র-ছাত্রীর সংখ্যা (1)1/3 অংশ(2)1/4 অংশ(3)1/6 অংশ(4)1/2 অংশ

 
60.
ক্ষুদ্রতম ভগ্নাংশটি নির্ণয় কর: 3/4, 3/5, 3/7, 3/8, 3/11  (1)3/4(2)3/7(3)3/11(4)3/8


61. 24
ঘন্টার মধ্যে কতবার মিনিট ঘন্টার কাঁটা একে অপরের উপর সমাপতিত হবে (How many times does the hour hand and minute hand overlap in 24 hours)? (1)20(2)21(3)22(4)24

 
62.
কোন একটি ভোটে দুজন প্রতিদ্বন্দী আছেন। প্রাপ্ত ভোটের 1/6 অংশ ভোট বাতিল হয়ে যায় প্রথম প্রতিদ্বন্দী, বৈধ ভোটের 8/15 অংশ  এবং দ্বিতীয় প্রতিদ্বন্দী 4900 টি ভোট পান।কতজন ভোটার ভোট দিয়েছিলেন ? (1)10500(2)11800(3)12600(4)14200


63. চার বছর অন্তর জন্মানো চারটি শিশুর বর্তমান বয়সের সমষ্টি 48 বছর সবচেয়ে কম বয়সী শিশুর বয়স কত? (1)4 বছর (2)5 বছর (3)6 বছর (4)7 বছর  

 
64.
12 কেজি চিনির মূল্য,6 কেজি চালের মূল্যের সমান 10 কেজি চিনি 8 কেজি চালের মিলিত মূল্য 1040 টাকা 1 কেজি চিনির মূল্য কত ? (1)80 টাকা(2)70 টাকা(3)60 টাকা(4)40 টাকা


65. M
R এর বয়সের পার্থক্য এবং P M এর বয়সের পার্থক্য সমান। M, P এর তুলনায় বড় কিন্তু R এর তুলনায় ছোট যদি R এবং P এর বয়সের সমষ্টি 66 বছর হয়, তবে M এর বয়স কত?(1)28 বছর (2)30 বছর (3)33 বছর (4)36 বছর


66. প্রতিদিন সর্বোচ্চ হারে বেতন দেওয়া হবে এই হিসেবে কোন কাজ করার জন্য এক ব্যক্তির সঙ্গে 4956 টাকা চুক্তি করা হল কিন্তু কিছুদিন অনুপস্থিত থাকার ফলে তাকে 3894 টাকা দেওয়া হল সে কত দিন অনুপস্থিত ছিল ? (1)3(2)4(3)2(4)None of these

 
67.
যদি দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের পার্থক্য 19 হয়, তবে সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত ?(1)189(2)190(3)181(4)None of these


68.
কোন এক বছরে এক ব্যক্তি 100 টাকা সঞ্চয় করে এবং তারপর প্রতি বছর আগের বছরের তুলনায় 40 টাকা বেশি সঞ্চয় করে কত বছরে তার মোট সঞ্চয় 15600 টাকা হবে?(1)22 বছর (2)26 বছর (3)24 বছর (4)28 বছর


69. N এর কাছে K এর তুলনায় p টাকা বেশি আছে । N ও K এর কাছে মোট q টাকা আছে। K এর কাছে কত টাকা আছে?(1)q/2 +p(2)(p+q)/2(3)2(p+q)(4)(q-p)/2


70.
যদি 1/43.21 = 0.02314 হয়, তবে 1/0.0004321 = ? (1)23.14(2)2314(3)0.0002314(4)231.4


71.
যখন কোন একটি বাস রওনা দেয় তখন বাসের মধ্যে ছাত্রের সংখ্যা, ছাত্রী সংখ্যার দ্বিগুণ ছিলকিছুক্ষণ পর 15 জন ছাত্র বাস থেকে নেমে গেল এবং 10 জন ছাত্রী বাসের মধ্যে উঠলোএখন বাসের মধ্যে ছাত্র ছাত্রী সংখ্যা সমান হয়ে গেল প্রথমে বাসটির মধ্যে কতজন ছাত্র ছিল?(1)45(2)40(3)50(4)55


72. 18522 সংখ্যাটির মধ্যে কতগুলি উৎপাদক আছে(Find the number of factors of 18522 )? (1)32(2)30(3)36(4)34


73. প্রথম 11 টি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল কত?(1)506(2)512(3)510(4)508


74.
কোন তিন অংকের সংখ্যার অংক গুলি এমন যে, যেকোনো দুটি অংকের গুনফল সর্বদা সমান নিম্নের কোনটি, অংকগুলির গড় হতে পারে না? (1)7(2)7 & 1/3 (3)6(4)8

75. 2.525252525……..
সংখ্যাটি একটি ভগ্নাংশে পরিণত করা যায়।  যদি  এটি নিম্নতম মানে প্রকাশ করে একটি ভগ্নাংশে পরিণত করা হয় তবে সেই ভগ্নাংশের লব হরের সমষ্টি কত হবে (Number 2.525252525.... can be expressed as a fraction. It is expressed into its lowest terms. What will be the sum of numerator and denominator of this fraction)? (1)349(2)505(3)222(4)336


Answers
  :(1)3(2)4(3)4(4)2(5)1(6)2(7)1(8)4(9)3(10)3(11)2(12)2(13)3(14)3(15)1(16)2(17)2(18)3(19)1(20)1(21)4(22)3(23)3(24)4(25)2(26)4(27)4(28)3(29)3(30)1(31)3(32)3(33)2(34)4(35)4(36)1(37)4(38)2(39)1(40)2(41)4(42)1(43)4(44)4(45)2(46)1(47)1(48)3(49)1(50)4(51)2(52)3(53)3(54)3(55)3(56)3(57)2(58)3(59)3(60)3(61)3(62)3(63)3(64)4(65)3(66)1(67)3(68)2(69)4(70)2(71)3(72)1(73)1(74)2(75)1




NTPC Previous Years All Number System Questions (1-75)  : 





Video Solution of Question Nos (1-75) : 





Post a Comment

1 Comments

Please do not enter any spam link in the comment box