Railway NTPC Examination || Railway NTPC Previous years’ all Mensuration Questions ||Railway NTPC Chapter wise math ||
Railway NTPC Previous Years' all Mensuration
হ্যালো বন্ধুরা ,
আসন্ন Railway NTPC পরীক্ষার কথা মাথায় রেখে 1997-2017 সাল পর্যন্ত Mensuration এই চ্যাপ্টার থেকে আসা প্রশ্ন দেওয়া হল। Repeated Questions গুলোকে বাদ দিয়ে ভিন্ন মানের প্রশ্ন গুলিকেই শুধু এখানে দেওয়া হয়েছে। নিজেরা এটার সমাধান করে উত্তর গুলো মিলিয়ে নাও ।
অঙ্কের সমাধান এর জন্য নিচে দেওয়া ভিডিও লিঙ্কে ক্লিক করে সমাধান দেখে নিও ।
No. of Questions : 30 [More Questions will be updated soon ]
1. একটি সার্কাসের লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুর ভূমির ব্যাসার্ধ 5 মিটার এবং উচ্চতা 12
মিটার। তাঁবুটি তৈরি করতে কতটা ক্যানভাস কাপড় প্রয়োজন?(The tent of a circus
is conical in shape. The radius of its base is 5 metres. If the height of the tent
is 12 metres then how much canvas will be needed for the tent?)
(1)204.28 sq.m(2) 188.57sq.m (3)930 sq.m (4)503.34 sq.m
2.10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকাকৃতি মার্বেল গলিয়ে 0.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলি ছোট গোলক তৈরি করা যাবে ? (If a circular (spherical) marble of 10 cm radius has been molten to form smaller circular marbles of 0.5 cm radius, then how many smaller marbles will be formed?)(1)200(2)4000(3)6000(4)8000
3. একটি লম্ব বৃত্তাকার চোঙ এর ভূমির ক্ষেত্রফল πa2 বর্গসেমি এবং উচ্চতা b সেমি। চোঙটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো ।(Find out the area of the circular surface of a perpendicular circular cylinder, the area of whose base is πa2 sq.cm and the height is b cm) (1) πab sq.cm(2) 2πab sq.cm (3) 2π2ab sq.cm (4) 2πa2b sq.cm
4. একটি ঘরের দৈর্ঘ্য 30 মিটার ,প্রস্থ 16 মিটার এবং উচ্চতা 12 মিটার। প্রতি বর্গমিটারে 1.75 টাকা হিসেবে ঘরটির চার দেওয়াল রং করতে কত খরচ হবে?(The length of a room is 30 m ,width 16 m and height 12 m. It costs Rs 1.75 per square metre to paint its wall. What will be the cost of painting all the walls?) (1)Rs 1732(2)Rs 1832(3)Rs 1932(4)Rs 2032
5. একটি আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 5:4:3 এবং আয়তন 480 ঘনমিটার। প্রতি বর্গমিটার 10 টাকা হিসেবে এর বাইরের দেওয়াল
গুলি রং করতে টাকা খরচ হবে?(A cuboid is having a volume of 480 cubic metres and sides in
the ratio of 5 : 4 : 3. What will be the expenditure in painting the external
walls of the cuboid @ Rs 10 per square metre?)(1)Rs 3760(2)Rs 4760(3)Rs
4060(4)Rs 4360
6. দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে 3সেমি, 4 সেমি ও 5 সেমি এবং 6 সেমি,8 সেমি ও 10 সেমি । ত্রিভুজ দুটির
ক্ষেত্রফলের পার্থক্য কত ? (The sides of the two
triangles are 3cm, 4cm and 5cm and 6cm, 8cm and 10cm respectively. What will be
the difference of the areas 8 sq.cm of two triangles?) (1)10 sq.cm(2)12 sq.cm
(3)16 sq.cm (4)18
7. 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে 450 কোন করে থাকা বৃত্তচাপ দ্বারা উৎপন্ন বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় কর ।(Find the area of the sector of a circle whose radius is 14 cm and angle of sector is 450) (1)66 cm2(2)77 cm2 (3)80 cm2 (4)60 cm2
8. যদি কোন বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তবে নতুন পরিধি এবং ব্যাসের অনুপাত কত হবে?(If the radius of a circle is doubled the ratio of new circumference to new diameter will be)
(1)π+2(2)π/2(3)π(4)π-2
9. 6 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি ঘনককে গলিয়ে ছোট
ছোট 27 টি ঘনক তৈরি করা হলো। প্রতিটি ছোট ঘনকের দৈর্ঘ্য কত ? (A glass cube having each dimension of 6 cm is melted to make 27
regular cubes. What will be the length of the new cube so formed?)(1)3 cm(2)4
cm(3)2 cm(4)1.5 cm
10. 500 মিটার দৈর্ঘ্য এবং 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখান থেকে 30 মিটার দৈর্ঘ্য , 20 মিটার প্রস্থ এবং 12 মিটার উচ্চতা বিশিষ্ট
একটি ট্যাংক খনন করা হলো। খনন করার সময় যে মাটি
পাওয়া গেল সেটা যদি মাঠের বাকি অংশে সমানভাবে ছড়িয়ে দেওয়া হয় তবে
মাঠটির উচ্চতা কতটা বৃদ্ধি পাবে?(A tank 30 m long ,20 m wide and 12 m deep is dug in a field 500
m long and 30 m wide .If the soil obtained from digging is uniformly spread
over the field then what will be the height gained by the field?)(1)0.33 m(2)0.5 m(3)0.25 m(4)0.4 m
PSC Clerkship (Main) English (part-2) : Link
11. প্রতি বর্গমিটারে 0.50 টাকা হিসাবে প্রতিটি 5 মিটার উচ্চতা ও 28 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট
একটি বাড়ির 10 টি চোঙাকৃতি
থাম পরিষ্কার করতে কত টাকা খরচ হবে ? (10 cylindrical
columns of a building is being cleaned @ Rs 0.50 per square metre. If the
height and radius of every cylinder is 5 metres and 28 cm respectively then
what will be the cost of cleaning?)(1)Rs 78(2)Rs 64(3)Rs 44(4)Rs 88
12. একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য d । অপর একটি বর্গক্ষেত্র, যার ক্ষেত্রফল পূর্বের বর্গক্ষেত্রের দ্বিগুণ , তার পরিসীমা কত ? (The diagonal of a square is d .The square having twice the area
will have a perimeter of__) (1)d2(2)√2d2(3)2d(4)4d
13. একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের
অনুপাত 4:3 এবং এর ক্ষেত্রফল 300 বর্গমিটার। প্রতি বর্গমিটারে 1.80
টাকা হিসেবে মাঠটির
পরিসীমা বরাবর 1.5 মিটার
উচ্চতা বিশিষ্ট একটি পাঁচিল তৈরি করতে কত টাকা খরচ হবে ? .( The length and width of a rectangular field is in the ratio
of 4 : 3 .If its area is 300 square metre then what will be the cost of
constructing a wall 1.5 metre high along the perimeter @ Rs 1.80 per square
metre?)(1)Rs 193(2)Rs 189(3)Rs 191(4)Rs 94.50
14. একটি বর্গাকার পার্কের ভিতরে চারিদিকে 7 মিটার চওড়া একটি রাস্তা আছে। যদি পার্কটির পরিসীমা 352 মিটার হয়, তবে রাস্তাটির ক্ষেত্রফল কত?(There is a 7 metre wide road along the four sides of a square park. If the perimeter of the park is 352 metre, then the area of the road in square metre is_)(1)2518 sq m(2)2268 sq m (3)2718 sq m (4)1872 sq m
15. একটি চাকা 88 কিলোমিটার যেতে 1000 পাক ঘুরলে চাকাটির ব্যাসার্ধ কত?(A wheel makes 1000 revolutions in covering a distance of 88 kms. The radius of the wheel is_)(1)7 m(2)14 m(3)20 m(4)12 m
16. একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি. এবং এটি আয়তক্ষেত্রের বাহু দুটির কোন
একটির দ্বিগুণ । আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত (বর্গ সেমি) ? (The diagonal of a rectangle is 10 cm and is
twice the length of one of the sides . What is the area of the rectangle(in sq.
cm) (1)25 (2)100 (3)25√3 (4)10√3
17. একটি বৃত্তাকার ও একটি বর্গাকার ক্ষেত্রের পরিসীমা সমান । যদি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 484 বর্গ মিটার হয়, তবে বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস কত ? (The perimeter of a circular and a square field are equal .What is the diameter of the circular field, if the area of the square field is 484 square metre.) (1)14m (2)21m (3)28m (4) None of these
18. একটি দাবার বোর্ডের 64 টি বর্গাকার ক্ষেত্রের মোট ক্ষেত্রফল 400 বর্গ সেমি।দাবার বোর্ডের চারিদিকে 3 সেমি চওড়া বর্ডার আছে ।দাবার বোর্ডের একটি প্রান্তের দৈর্ঘ্য কত ? (Total area of 64 small squares of a chess board is 400 cm2 . There is a 3 cm wide border around the chessboard .What is the length of the side of the chess board?) (1)17 cm (2)20 cm (3)26 cm (4)23 cm
19. যদি একটি বৃত্তের ব্যাসার্ধ তিন গুন করা হয়,
তবে এর পরিধি কতগুন বৃদ্ধি পাবে ? (If the radius of a
circle is increased to 3 times then how many times will its circumference be
increased?) (1) 2
times(2)1/3 times (3)9 times (4)3 times
20. যদি একটি আয়তক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্য 17 সেমি. এবং এর পরিসীমা 46 সেমি. হয়, তবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত ? (If the diagonal of a rectangle is 17cm long
and the perimeter of the rectangle is 46 cm, then the area of the rectangle is) (1) 100 cm2 (2) 110 cm2
(3)120 cm2 (4) 150 cm2
21. প্রতি বর্গ মিটারে 8.50 টাকা হিসাবে একটি ঘরের মেঝে তৈরি করতে 510 টাকা খরচ হয়। যদি ঘরটির দৈর্ঘ্য 8 মিটার হয় তবে এর প্রস্থ কত ? (The total cost of flooring a room at rupees
8.50 per square metre is Rs 510. If the length of the room is 8 m, its breadth
is) (1)7.5 m (2)8.5 m (3)10.5 m (4)12.5 m
22. একটি বর্গাকার পার্কের প্রতিটি প্রান্তের দৈর্ঘ্য 100 মিটার। পার্কটির প্রতিটি কোনে 14 মিটার
ব্যাসার্ধ বিশিষ্ট চারটি বাগিচা আছে।বাগিচা বাদে বাকি অংশের ক্ষেত্রফল কত? (A square park has each side 100 metres . At
each corner of the park ,there is a flower bed in the form of quadrant of
radius 14 m. The area of the remaining part of the park is (take π =22/7) (1) 9384
m2 (2) 9290 m2 (3)9150 m2 (4)9050 m2
23. একটি তার 35 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার ফাঁসের আকৃতিতে রয়েছে । যদি এই তারটিকে বেঁকিয়ে একটি বর্গাকার ফাঁসের আকৃতি দেওয়া হয়, তবে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে ? (A wire is in the form of a circular loop of radius 35 cm .If this wire is bent to form a square loop ,the side of the loop will be) (1)39 cm (2)48 cm (3)55 cm (4)45 cm
24. একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 20 বর্গ সেমি এবং সমকোণ সংলগ্ন একটি বাহুর
দৈর্ঘ্য 4 সেমি ।সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর
অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত ?
(The area of a right angled triangle is 20 square cm and one of the sides
containing the right angle is 4 cm .The altitude on the hypotenuse is) (1) 20/√29(2)29/√20 (3) √41/√40 (4)41/√34
NTPC Previous Year (1997-2017) all Pipe & Cistern : Link
NTPC Previous Year (1997-2017) all Profit & Loss : Link
25. 10 সেমি দৈর্ঘ্য ও 8 সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার কাগজের
প্রতিটি কৌণিক বিন্দুতে 2 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার ক্ষেত্র কেটে
নেওয়া হোল।এই কাগজটিকে ভাঁজ করে 2 সেমি গভিরতা বিশিষ্ট একটি ট্রে এর আকৃতি
দেওয়া হোল । ট্রে টির আয়তন কত ?
(Rectangular sheet of paper 10 cm long and 8 cm wide has a squares of side 2 cm
is cut from each of its corners . The sheet is then folded to form a tray of depth 2 cm. The
volume of this tray is) (1) 96 cm3(2)160 cm3 (3) 48 cm3
(4) 72 cm3
26. একটি রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য যথাক্রমে 8 সেমি ও 16 সেমি । রম্বসটির ক্ষেত্রফল কত? (The length of the diagonals of a rhombus are 8 cm and 16 cm respectively .Find the area of this rhombus)
(1)42 cm2 (2) 24 cm2 (3)
14 cm2 (4) None
of these
27. দুটি লম্ববৃত্তিয় চোঙ এর ব্যাসার্ধের অনুপাত 2 : 3 এবং উচ্চতার অনুপাত 5 : 3 । তাদের আয়তনের অনুপাত কত ? (The radii of two right circular cylinders
are in the ratio of 2 : 3 and heights in the ratio of 5 : 3 .What is the ratio
of their volumes) (1)27:20 (2)25:24 (3)20:27 (4)15:20
28. যদি কোন বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য a + b হয় তবে তার ক্ষেত্রফল কত ? (If the length of the diagonal of a square is
a + b then find the area of the square) (1) (a+b)2(2) 1/2(a+b)2(3)
a2+b2 (4)1/2(a2+b2)
29. একটি বৃত্তাকার পুকুরের ব্যাসার্ধ 14 মিটার । পুকুরটির কেন্দ্রে 14 মিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার স্টেজ
তৈরি করা হোল । পুকুরটির যতটুকু অংশে জল রইল, তার ক্ষেত্রফল কত ? (The radius of a circular pond is 14 m . A circular stage is
made at the centre of the pond whose diameter is 14 m. What is the area where
water is present ?) (1) 462 m2
(2) 564 m2 (3) 454 m2 (4) 532 m2
30. যে পিরামিডের ভুমির ক্ষেত্রফল 25 বর্গ সেমি এবং উচ্চতা 9 সেমি, তার আয়তন কত ? (What is the volume in cubic cm of a pyramid whose area of the base is 25 square cm and height 9 cm ? )(1)105 cm3 (2)9 cm3 (3)60 cm3 (4)75 cm3
Answers of all Mensuration Questions :
(1)1(2)4(3)2(4)3(5)1(6)4(7)2(8)3(9)3(10)2(11)3(12)4(13)2(14)2(15)2 (16) 3 (17)3 (18)3 (19)2 (20)3 (21) 1(22)1
(23)3 (24) 1(25) 3(26)4 (27)3 (28)2 (29)1 (30)4
0 Comments
Please do not enter any spam link in the comment box